জার্মানিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা : দরকারি সব তথ্য

যারা দেশে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনা করছেন, অথবা সুদূর ভবিষ্যতে জার্মানিতে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যচেলর অথবা মাস্টার্সে পড়াশোনা করতে যেতে চান আজকের পোস্টটি তাদের জন্য। জার্মানিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। 

কী কী থাকছে আজকের পোস্টে? 

  • সিভিল ইঞ্জিনিয়ারিং এ কেন?
  • কেন জার্মানিতেই পড়তে যাবেন?
  • কি কি যোগ্যতা লাগে?
  • কিভাবে আবেদন করব?
  • পড়াশোনা শেষে চাকরির এবং স্থায়ী হবার সুযোগ আছে কিনা ইত্যাদি…

জার্মানিতে কেন সিভিল ইঞ্জিনিয়ারিং-এ পড়বেন?

সিভিল ইঞ্জিনিয়ারিং এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে, বলা হয়ে থাকে যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর চাহিদা কোন দিন কমবে না। সিভিল ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র একটি বিষয় নয়, সিভিল ইঞ্জিনিয়ারিং এর পরিধি বিস্তৃত যেমন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং,  এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ওয়াটার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ইত্যাদি…

সুতরাং পরিধি যত বিস্তৃত কাজের সুযোগ, চাকরির বাজার তত বড়। সুতরাং নিঃসন্দেহে সিভিল ইঞ্জিনিয়ারিং একটা ভালো বিষয়।

কেন জার্মানিতে পড়তে যাবেন?

১. উন্নত শিক্ষাব্যবস্থা
২. ওয়ার্ল্ড-ক্লাস ইউনিভার্সিটি
৩. পিএইচডির সুযোগ
৪. টিউশন ফি নেই
৫. উন্নত জীবনযাত্রা
৬. স্থায়ীভাবে বসবাসের সুবিধা ইত্যাদি

এছাড়াও অনেক কারণ রয়েছে জার্মানিতে পড়তে যাবার। তবে এগুলো অন্যতম।

কী কী যোগ্যতা বা ডকুমেন্টস  লাগে?

  • আইএলটিএস স্কোর অথবা জার্মান ভাষা দক্ষতা ( মিনিমাম ৬ অথবা জার্মান বি ১/ বি ২)
  • পাসপোর্ট
  • এসএসসি, এইচএসসির সার্টিফিকেট, এক বছর ব্যচেলরের মার্কশীট (ব্যচেলরের ক্ষেত্রে)
  • এসএসসি, এইচএসসির সার্টিফিকেট এবং ব্যচেলরের সার্টিফিকেট (মাস্টার্স এর ক্ষেত্রে)
  • এইচএসসি সমমান সনদ, এবং ৮ টি সেমিস্টারের মার্কশীট (ডিপ্লোমাদের ক্ষেত্রে)
  • ব্লক একাউন্টের টাকা (প্রায় ১১ লক্ষ)
  • মোটিভেশন লেটার ইত্যাদি।

কীভাবে আবেদন করবেন?

জার্মান ইউনিভার্সিটি গুলোতে সাধারণত ২ টি মাধ্যমে আবেদন করা যায়।

১. ইউনিএসিস্ট-এর মাধ্যমে
২. সরাসরি ইউনিভারসিটির পোর্টালে

সরাসরি আবেদন করা যায় এমন ইউনিভার্সিটি আমাদের সকলেরই পছন্দ! কেননা, বেশিরভাগ ক্ষেত্রেই আবেদনের কোন ফি থাকেনা!!

এমনই কিছু ইউনিভার্সিটির লিস্ট তৈরি করার চেষ্টা করেছি, যেগুলোতে সরাসরি ইউনিভার্সিটি তে আবেদন করতে হয়। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং  এ মাস্টার্স করতে আগ্রহী তাহারা এই কোর্স গুলি দেখতে পারেন।

জার্মানিতে সরাসরি আবেদন করা যায় এমন ইউনিভার্সিটি লিস্ট… (সিভিল ইঞ্জিয়ারিং)

Hamburg University Of Technology

Subject Name: Environmental Engineering
Tution Fees: None
IELTS: 6.5
Semister Contribution Fees: 325 EUR (Approx)
Funding Opportunities: Yes
Beginning : Winter semester
How To Apply: Direct
Location: Hamburg
Submit Application: Technische Universität Hamburg
STUDIS Studierendenservice / Admission and Registration
Am Schwarzenberg-Campus 3
21073 Hamburg
German

RWTH Aachen University

Subject Name: Railway Systems Engineering
Tution Fees: None
IELTS: 5.5
Semister Contribution Fees: 260 EUR (Approx)
Funding Opportunities: Yes
Beginning: Winter & Summer Semester
How To Apply: Direct
Location: Aachen
Submit Application:
http://www.rwth-aachen.de/go/id/dqml/lidx/1

Leibniz Universität Hannover

Subject Name: Water Resources and Environmental Management (WATENV)
Tution Fees: None
IELTS: Not Mentioned Band Score
Semister Contribution Fees: 410 EUR (Approx)
Funding Opportunities: Yes
Beginning: Winter Semester
How To Apply: Direct
Location: Hannover
Submit Application: https://www.uni-hannover.de/en/studium/vor-dem-studium/bewerbung-und-zulassung/studienplatzbewerbung/master-application-for-prospective-students-from-outside-the-eu/#c45457

Technische Universität München

Subject Name: Master’s Programme in Transportation Systems
Tution Fees: None
IELTS: 6.5
Semister Contribution Fees: 130 EUR (Approx)
Funding Opportunities: Yes
Beginning: Winter Semester
How To Apply: Direct
Location: Munich
Submit Application: https://campus.tum.de/tumonline/webnav.ini

Ruhr-Universität Bochum

Subject Name: Computational Engineering (CompEng)
Tution Fees: None
IELTS: 6.0
Semister Contribution Fees: 330 EUR (Aoorox)
Funding Opportunities: Yes
Beginning: Winter Semester
How To Apply: Direct
Location: Bochum
Submit Application: www.compeng.rub.de

Leibniz Universität Hannover

Subject Name: Computational Methods in Engineering
Tution Fees: None
IELTS: Not Mensioned Band Score
Semister Contribution Fees: 410 EUR (Approx)
Funding Opportunities: Yes
Beginning : Winter & Summer Semester
How To Apply: Direct
Location: Hannover
Submit Application: Leibniz-Universität Hannover
Immatrikulationsamt
Welfengarten 1
30167 Hannover
Germany
Tel.: +49 5117622020 (service hotline)
Fax: +49 5117623145
E-mail: studium@uni-hannoveLübeck

Technische Hochschule Lübeck

Subject Name:Water Engineering (WEM)
Tution Fees:None
English: TOEFL 550 (paper-based), 80 (Internet-based), or equivalent
Semister Contribution Fees: 150 EUR (Aoorox)
Funding Opportunities: Yes
Beginning: Winter Semester
How To Apply: Direct
Location: Lübeck
Submit Application: https://www.th-luebeck.de/wem

এছাড়া আরও অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলো ইউনিএসিস্ট-এর মাধ্যমে আবেদন করতে হয়, তাছাড়াও জার্মান ভাষার অনেক কোর্স রয়েছে যেগুলি এখানে ইনক্লুড করা হয়নি।

পড়াশোনা শেষে চাকরির এবং স্থায়ী হবার সুযোগ আছে কি-না?

পড়াশোনা-শেষে স্থায়ী হবার সুযোগ আছে কি-না এই প্রশ্নের উত্তরে বলব, অবশ্যই আছে। আপনাকে শুধুমাত্র ২ বছর রিলেটেড ফিল্ডে জব করতে হবে। ( যদি আমার ভুল না হয়ে থাকে)

আর পড়াশোনা শেষে চাকরি পাবেন কিনা এই প্রশ্নটা আপনার জন্যই রেখে দিলাম।

আজ এইটুকুই কোন কিছু বুঝতে না পারলে অথবা কো জিজ্ঞাসা থাকলে আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন, এবং জার্মানির লাইফস্টাইল সম্পর্কে ধারনা পেতে ইউটিউব চ্যনেলটি সাবস্ক্রাইব করতে পারেন।

লিখেছেনঃ নাজমুল হাসান

আরও পড়ুন– সফট স্কিল কি: পেশাগত জীবনে সফট স্কিলের প্রয়োজনীয়তা

 

 

Subscribe For Latest Updates!

Get higher-study abroad, visa & migration-related latest updates from eGal!

Invalid email address
We promise not to spam you. You can unsubscribe at any time.

Nazmul Hasan

Assalamu Alaikum. This is Nazmul Hasan. I am from Bangladesh. I am Civil Engineering Student. I love to share information about higher studies and immigrants. Because many students fail to fulfill their dream of higher education only due to a lack of information

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *