জার্মানিতে পড়াশোনা কি কঠিন না সহজ?

জার্মানিতে পড়াশোনার বিষয়ে অনেকেই আগ্রহী। কিন্তু জার্মানিতে উচ্চশিক্ষা নেওয়া আর বাংলাদেশ বা ভারতে উচ্চশিক্ষা নেওয়া এক বিষয় নয়। জার্মানিতে পড়াশোনা বা উচ্চশিক্ষা অনেকখানি কঠিন এই কারণে যে, পড়াশোনার ধরন-ধারণই আলাদা।

গৎবাঁধা গাইড বা নোট পড়ে জার্মানিতে পাস করা যায় না। বিষয়ের মধ্যে ঢুকেই বিষয়টা বুঝতে হয়। প্রচুর পড়াশোনা করতে হয়। ছাড়া-ছাড়াভাবে কোনো রকমের পড়া পড়ে পাস করা যায় না জার্মানিতে। আবার কোনোরকমে পাস করতে পারলেও সেই ফলাফল দিয়ে ভালো কোনো চাকরি যোগাড় করা প্রায় অসম্ভব। সেই সঙ্গে ভাষাগত ব্যারিয়ার তো রয়েছেই!

জার্মানিতে যাঁরা পড়তে আসবেন তাঁদের অবশ্যই প্রচুর পড়াশোনা করার অভ্যাস থাকতে হবে। নিদেনপক্ষে পড়াশোনা করার মোটিভেশনটা থাকা জরুরি। কোনো একটা বিষয়ে ডিটেইল্স জ্ঞান অর্জন করার মানসিকতা থাকতে হবে। বিষয়টা এমন, আপনি বিভিন্ন থিউরি পড়ে নিজে একটা মত বা মতবাদ দিতে পারার মতো করে পড়তে হবে।

কেবল রিডিং পড়ে যাওয়ার মতো করে পড়া কিংবা মুখস্থ পড়া পড়লেই হবে না। না বুঝে পড়লে জার্মানিতে ফেল করার সমূহ সম্ভাবনা রয়েছে। নিচের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Our Best Partners: wunderino kasino skrill mit paypal aufladen https://casinosnatch.com/ Sportaza Casino https://toppikakasino.com/review/yoyo-casino/ Friday Casino https://kasinopaynplay.com/ https://turvallinenkasinot.com/ https://casino-possu.com/ rabona casino

Subscribe For Latest Updates!

Get higher-study abroad, visa & migration-related latest updates from eGal!

Invalid email address
We promise not to spam you. You can unsubscribe at any time.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *