অটোমান সাম্রাজ্যের দেশ তুর্কিতে স্কলারশিপ – ২০২১

উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে ছাত্র-ছাত্রীদের পছন্দের তালিকায় ধিরে ধিরে উপরের দিকে উঠে আসছে তুর্কি। প্রকৌশল বিভাগের পাশাপাশি সেখানের সার্বিক অর্থনীতি এখন উর্ধমূখী এবং নিঃসন্দেহে উন্নত দেশ গুলোর কাতারে ধরার মত! তাছাড়া তুর্কি, ন্যাটো (NATO) ভুক্ত দেশ হওয়ায় এখানের পড়াশোনার মান অনেকটায় ইউরোপীয় এবং ন্যাটো সমমানের। তাছাড়া মুসলিম নাগরিকদের সহজ নাগরিকত্বের বিশেষ সুবিধা থাকায় দিন দিন ছাত্র-ছাত্রীদের অন্যতম পছন্দের গন্তব্যে পরিণত হচ্ছে ইউরোপের এই প্রবেশদ্বার – তুর্কি।

 

তুর্কি সরকার মনে করে, একটি দেশের সার্বিক উন্নতি ঠিক তখনই হয়, যখন সেদেশের শিক্ষার মান বৃদ্ধি পায়। এজন্য প্রতিবছর তুর্কি সরকার হাজার হাজার মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে পড়াশোনা এবং গবেষণার জন্য বৃত্তি প্রদান করে থাকে। আজ জানবো, ২০২১ সালের তুর্কি সরকারে বৃত্তি বিষয়ক আদ্যোপান্ত তথ্যাবলি।

 

 

বৃত্তির নাম : TÜRKIYE SCHOLARSHIPS BURSLARI

আবেদনের সময়কাল : ১০ জানুয়ারি, ২০২১ – ২০ ফেব্রুয়ারি, ২০২১

 

বৃত্তির মধ্যে কি কি অন্তর্ভূক্ত?

ইউরোপের অন্যান্য দেশের থেকে তুর্কি স্কলারশিপ একটু ভিন্ন। ইউরোপের বিভিন্ন দেশ যেখানে শুধুমাত্র টিউশন ফি এবং জীবনযাপন খরচের বাৎসরিক খসড়ার উপর ভিত্তি করে বৃত্তি দিয়ে থাকে, তুর্কি সেখানে টিউশন ফি এবং জীবনযাপন খরচ তো বহন করেই; সাথে ইনস্যুরেন্স, অল্প কিছু নগদ অর্থ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের খরচাদি, সামাজিক অনুষ্ঠানের খরচাদি, তুর্কি সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানের খরচাদি, ঐতিহাসিক স্থান ভ্রমণের খরচাদি, নিজস্ব গবেষণার মত আরও বিভিন্ন খরচ বহন করে থাকে।

 

কারা এই বৃত্তির জন্য যোগ্য?

সাধারণত স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরাল, স্বাস্থ্য (মেডিসিন, ডেন্টিস্ট্রি, ফার্মাসি), নার্সিং সহ ইত্যাদি বিষয়ে পড়ার জন্য এই বৃত্তির আবেদন করা যাবে। তাছাড়া অন্যান্য বিষয়াদি যেমনঃ  আইন, মানবিক, রাষ্ট্রবিজ্ঞানের মত বিষয়ে পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয়ের আলাদা সম্মতি পত্র গ্রহণ করা লাগবে। উল্লেখ্য, চারুকলা-নাট্যকলা-মিউজিক ইত্যাদিতে খুব বেশি বৃত্তি দেয় না তুর্কি সরকার।

 

আবেদনের নুন্যতম যোগ্যতা কি?

  • স্নাতক বা ব্যাচেলর্স এর জন্য কমপক্ষে ৭০% একাডেমিক ফলাফল
  • স্নাতকোত্তর বা মাস্টার্সের জন্য কমপক্ষে ৭৫% একাডেমিক ফলাফল
  • স্বাস্থ্য খাত (মেডিসিন, ডেন্টিস্ট্রি এবং ফার্মাসি) এর জন্য কমপক্ষে ৯০% একাডেমিক ফলাফল

 

আবেদনের বয়সভিত্তিক যোগ্যতা কি?

  • স্নাতক বা ব্যাচেলর্স এর জন্য ২১ বছরের বেশি নয়
  • স্নাতকোত্তর বা মাস্টার্সের জন্য ৩০ বছরের বেশি নয়
  • ডক্টরাল পড়াশোনার জন্য ৩৫ বছরের বেশি নয়

 

স্নাতক পর্যায়ের বৃত্তিতে কি কি থাকছে?

  • বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি
  • মাসিক ভাতা ৮০০ টার্কিশ লিরা 
  • প্রোগ্রাম প্লেসমেন্ট
  • ওয়ান ওয়ে এয়ার টিকেট
  • হেলথ ইনস্যুরেন্স
  • ডর্ম বা হোস্টেলে থাকা এবং খাওয়া
  • ১ বছর তুর্কি ভাষা প্রশিক্ষণ

 

স্নাতকোত্তর পর্যায়ের বৃত্তিতে কি কি থাকছে?

  • বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি
  • মাসিক ভাতা ১,১০০ টার্কিশ লিরা 
  • প্রোগ্রাম প্লেসমেন্ট
  • ওয়ান ওয়ে এয়ার টিকেট
  • হেলথ ইনস্যুরেন্স
  • ডর্ম বা হোস্টেলে থাকা এবং খাওয়া
  • ১ বছর তুর্কি ভাষা প্রশিক্ষণ

 

ডক্টরাল পর্যায়ের বৃত্তিতে কি কি  থাকছে?

  • বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি
  • মাসিক ভাতা ১,৬০০ টার্কিশ লিরা 
  • প্রোগ্রাম প্লেসমেন্ট
  • ওয়ান ওয়ে এয়ার টিকেট
  • হেলথ ইনস্যুরেন্স
  • ডর্ম বা হোস্টেলে থাকা এবং খাওয়া
  • ১ বছর তুর্কি ভাষা প্রশিক্ষণ

 

গবেষণামূলক বৃত্তির জন্য কি কি থাকছে?

  • মাসিক ভাতা ৩,০০০ টার্কিশ লিরা 
  • এয়ার টিকেট
  • হেলথ ইনস্যুরেন্স
  • ডর্ম বা হোস্টেলে থাকা এবং খাওয়া
  • ১ বছর তুর্কি ভাষা প্রশিক্ষণ

 

আবেদনের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন?

  • জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন
  • কমপক্ষে ১ বছরের মেয়াদ সম্পন্ন পাসপোর্ট
  • পাসপোর্ট সাইজ ছবি
  • জাতীয় পরীক্ষা এবং প্রাতিষ্ঠানিক পরীক্ষার সনদ ও নম্বর পত্র
  • ডিপ্লোমা বা সাময়িক সংক্ষিপ্ত কোর্স সনদ
  • GRE/GMAT/DELF/YDS এর নম্বর পত্র
  • TOEFL/IELTS এর নম্বর পত্র
  • গবেষণা পত্র

 

কারা আবেদন করতে পারবে না?

তুর্কি নাগরিক এবং প্রাক্তন তুর্কি প্রতিষ্টানের ছাত্রছাত্রীরা এই বৃত্তির আওতার বাইরে থাকবে।

 

কিভাবে আবেদন করব?

আবেদন করতে এখানে ক্লিক করুন। 

 

ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। সবসময় আপনার সহযোগিতায় পাশে আছি আমরা। ধন্যবাদ।

আমাদের ইউটিউব চ্যানেল – eGal

 

আমার আরও লেখা –

  1. উচ্চশিক্ষায় মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
  2. জার্মানিতে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
  3. UniAssist University List – Germany and Austria
  4. জার্মানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  5. ম্যাপলের দেশ কানাডাতে উচ্চশিক্ষা
  6. শুভ্র মেঘের দেশ নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা
  7. ছায়াপথ বা গ্যালাক্সি কি?
  8. দিল্লির পথে পথে…

 

Jowad

Subscribe For Latest Updates!

Get higher-study abroad, visa & migration-related latest updates from eGal!

Invalid email address
We promise not to spam you. You can unsubscribe at any time.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *