পরনির্ভরশীল হওয়ার দরকার নেই



নিজের জীবনের বাস্তবিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যখন মানুষ ঠাণ্ডা মস্তিষ্কের অধিকারী হয়, তখনই “রিয়েলাইজ” করতে পারে, তার অভিজ্ঞতার পরবর্তী রুপান্তর কী হবে!

অনেকে আছে, চার দেয়ালের মধ্যে থেকে ডিজিটাল স্বপ্ন দেখে!
আরে ভাই/বোনদের বলি…

“নিজের জীবন, তোমার জীবন। “তোমার জীবনের দায়িত্ব অন্য কাউকে নিতে দিও না। কেন দিবে?? নিজেকে, নিজের বাস্তবতাকে ” পরিবেশ” আর “পরিস্থিতি ” দুইটার সাথে মানিয়ে নাও। গড়ে নাও নিজেকে, নিজের ভবিষ্যৎটাকে,নিজের ইচ্ছাটাকে। বদ্ধ ঘরে আবদ্ধ না থেকে, চারপাশের পরিবর্তন দেখো;;
আজ হয়তো কেউ তোমাকে অর্থনৈতিকভাবে(মুখের দিকে তাকিয়ে) সাহায্য করছে,, তোমার পরিবার( পরিবার ও একসময় একক হয়ে যায়),তোমার ফ্রেন্ড সার্কেল!!😩😩কিন্তু একদিন এমনও সময় আসবে,কেউ সাহায্য করবে না! কেউ বলবেনা কেমন আছো? কী করছ?
তাই প্রবাদে বলা হয়—-
“” সময় থাকতে, সাধন করো””
আজ তুমি খুব হ্যাপী,হয়তো কাল নাও থাকতে পারো!!😯
তাই ভবিষ্যৎটাকে নিজের করে, দু’পায়ে ভর করে,আগলে নাও নিজের “ক্যারিয়ারকে”।।।
সাজাও নিজের স্বপ্নকে।
মনে রাখবে,,,,,
“তোমার দায়িত্ব,তোমার নিজের”
শত শত,হাজার হাজার মানুষ আছে
এই পৃথিবীতে- কেউ তোমার জন্যে বসে নাই,তোমাকেই যুদ্ধ করে বিজয় আনতে হবে।
তাই একটা কথাই বলবো—
&&গড়ে নাও দেশ,সাজাও ক্যারিয়ার&&

2 thoughts on “পরনির্ভরশীল হওয়ার দরকার নেই

  • 17/05/2020 at 10:42 AM
    Permalink

    jakhon guide thake na,takhon ki sab kaj aka aka kara jaee.jamon kau math aa week,kintu se engineer hote chaee.science nia parar samay math aa bhalo guide paeni,math aa bhiti achhe ,aka aka sab bhujte pare na,kono sir bhalobese math ta te bhalo kore daee na,khali bolte bolte thake chesta karo chesta karo,chesta kore math na parle tarpar sir er bakaboki,galigalaj to achhaaee.abar dady,maa bolche engineer pore lav naee, chakri naee ato kichur moddhhe j math er bhiti taee katate pareni se kibhabe tar engineer hoaar dreams sucessful korbe??

    Reply
    • 17/05/2020 at 10:54 AM
      Permalink

      Thank u for ur feedback.

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *