জার্মানিতে পড়তে কি কি যোগ্যতা লাগে?

জার্মানিতে পড়তে ইচ্ছুক অথচ এই প্রশ্নটা মাথায় আসেনাই এমন লোক সম্ভবত খুব কমই আছে। আবার অনেকে তো আছেন যারা ভাবেন আমি কি জার্মানি যেতে পারব? আমার সিজিপিএ কম, আমি  ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র আমরাও কি পারব? এই রকম অনেক ছোট ছোট কঠিন প্রশ্নের সহজ উত্তর থাকবে আজকের এই লেখায়।

জার্মানিতে ব্যাচেলরে আবেদন করতে কি কি যোগ্যতা বা ডকুমেন্ট থাকা লাগবে?

★ এসএসসি মার্কশীট

★ এসএসসি সার্টিফিকেট

★ এইচএসসি / ডিপ্লোমা সকল মার্কশীট

★ এইচএসসি / ডিপ্লোমা সার্টিফিকেট

★ ইউনিভার্সিটির ১ বছরের সকল মার্কশীট

★ পাসপোর্ট

★ আইএলটিএস স্কোর

★ জার্মান ভাষা B1/B2 ( জার্মান কোর্সের ক্ষেত্রে)

★ মোটিভেশন লেটার

★ রিকোমেন্ডেশন লেটার (কিছু কিছু কোর্সের ক্ষেত্রে)

★ সিভি ইত্যাদি…

জার্মানিতে মাস্টার্সে আবেদন করতে কি কি যোগ্যতা বা ডকুমেন্ট থাকা লাগবে?

★ এসএসসি মার্কশীট

★ এসএসসি সার্টিফিকেট

★ এইচএসসি / ডিপ্লোমা সকল মার্কশীট

★ এইচএসসি / ডিপ্লোমা সার্টিফিকেট

★ ব্যাচেলরের মার্কশীট

★ব্যাচেলরের  সার্টিফিকেট

★ পাসপোর্ট

★ আইএলটিএস স্কোর

★ জার্মান ভাষা B1/B2 ( জার্মান কোর্সের ক্ষেত্রে)

★ মোটিভেশন লেটার

★ রিকোমেন্ডেশন লেটার (কিছু কিছু কোর্সের ক্ষেত্রে)

★ সিভি ইত্যাদি…

আবেদনের পরে আর কি কি যোগ্যতা থাকা লাগে?

আপনার যদি অফার লেটার চলেই আসে তবে আপনাকে এখন ভিসার জন্য আবেদন করতে হবে, এর জন্য আপনাকে ১০৩৩২ ইউরো ব্লক করতে হবে,যাকে ব্লক একাউন্ট বলা হয়। এছাড়াও হেল্থ ইন্সুরেন্স, ট্রাবেল ইন্সুরেন্স এ জাতীয় টুকিটাকি কাজ করা লাগবে।

সুতরাং এই ১১ লক্ষ টাকার কথা মাথায় রেখেই আপনাকে আগাতে হবে। তবে হতাশ হওয়ার কিছু নেই জার্মানি গিয়ে প্রতি মাসে ৮৬১ ইউরো করে তুলতে পারবেন, এইভাবে পর্যায়ক্রমে ১২ মাসে আপনি সম্পূর্ণ টাকা তুলতে পারবেন।

এছাড়া যে যে যোগ্যতা গুলি আপনার থাকা দরকার!

  • নিজে নিজে আবেদন করার যোগ্যতা😁
  • একটু ভালো রেজাল্ট করার যোগ্যতা
  • মোটিভেশন লেটার লেখার যোগ্যতা
  • ইমেইল করার যোগ্যতা

এই যোগ্যতাগুলি থাকা ভালো না থাকলেও সমস্যা নাই egal ফেসবুক গ্রুপ এ বিষয়ে আপনাকে হেল্প করবে।

আজকের লেখাটি শুধুমাত্র জার্মানি যেতে কি কি যোগ্যতা বা কি কি ডকুমেন্ট লাগে এই বিষয় নিয়ে, এ বিষয়ে আরো জানার থাকলে কমেন্ট করে জানা অথবা পোস্ট করুন egal ফেসবুক গ্রুপে।

যারা এখনো যুক্ত হন নি-

ফেসবুক গ্রুপ –https://www.facebook.com/groups/eGalTube/?ref=share

ফেসবুক পেইজ-https://www.facebook.com/eGALTube/

ইউটিউব চ্যানেল-https://youtube.com/c/eGalTube

আমার আরো লেখাসমুহ-

বাড়িতেই আইএলটিএস এর প্রস্তুতি কিভাবে নিবেন

আত্মউন্নয়নের জন্য নিজেকে সময় দিন

জার্মানিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা

জার্মানির সেরা ১০ শহরের তালিকা

সফট স্কিল কি? সফট স্কিলের প্রয়োজনীয়তা

জার্মান ভাষা কোথায় শিখবেন? জার্মান ভাষার হাতেখড়ি 

Nazmul Hasan

Assalamu Alaikum. This is Nazmul Hasan. I am from Bangladesh. I am Civil Engineering Student. I love to share information about higher studies and immigrants. Because many students fail to fulfill their dream of higher education only due to a lack of information

2 thoughts on “জার্মানিতে পড়তে কি কি যোগ্যতা লাগে?

  • 01/05/2021 at 2:29 PM
    Permalink

    হ্যালো স্যার আমি ফার্মেসি বেচেলর সাবজেক্ট নিয়ে পড়তে চাই জার্মানি ইউনিভারসিটিতে আমার কি কি লাগবে কোন ভার্সিটি চয়েজ করব।

    আমি বাংলাদেশের এক প্রাইভেট ইউনিভার্সিটিতে ফার্মেসি সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছি প্রথম বর্ষ আমি এখন আমি কি জার্মান যেতে পারবো ভালো কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো জার্মান ব্যাচেলর করতে চাই জার্মানে????

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *