জার্মানির বার্লিনে কোন কোন বিশ্ববিদ্যালয় রয়েছে?
জার্মানির বার্লিনে কোন কোন বিশ্ববিদ্যালয় রয়েছে?
জার্মানির বার্লিনে কয়টি ইউনিভার্সিটি রয়েছে? কোন কোন ইউনিভার্সিটি রয়েছে? শহরের জবের চাহিদা কেমন। ইন্টারন্যাশনাল ছাত্রদের পার্ট টাইম চাকরির সু্যোগ কেমন এসকল বিষয়ে অবগত থাকলে একটি শহর ও একটি ইউনিভার্সিটি চয়েজ করা সবার জন্যই বেশ সহজ।
বার্লিন কে কেন বেছে নিবেন?
জার্মানির বার্লিনকে অনেক কারনেই বেছে নিতে পারেন! এই ধরেন পার্ট টাইম জবের সুবিধা, জার্মান না জেনেও জবের ব্যবস্থা করতে পারা, সেখানে অনেক বাংলাদেশি স্টুডেন্ট রয়েছে, রয়েছে বাংলাদেশি কমিউনিটি, রয়েছে ওয়াল্ড ক্লাস ইউনিভার্সিটি।
জার্মানির বার্লিনের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো!
- Berlin University of Technology
- Technical University of Berlin (TUB)
- Humboldt University of Berlin
- Freie Universität Berlin University of Applied Sciences for Technology and Economics Berlin
- Berlin School of Economics and Law
- Berlin University of the Arts
এছাড়াও অনেক ইউনিভার্সিটি রয়েছে বার্লিনে!
- Mediadesign University of Applied Sciences
- University of Applied Sciences for Technology and Economics Berlin
- Charité Universitätsmedizin Berlin
- Beuth University of Applied Sciences Berlin
- German Film and Television Academy
- SRH University Berlin
- Alice-Salomon University of Applied Sciences Berlin
- Mediadesign University of Applied Sciences
- Berlin-Weissensee Art Academy
- Berlin Technical University of Arts
- Design Academy – University of Communication and Design, Berlin
- Psychological University Berlin
- University of Applied Sciences (HWTK)
- Steinbeis University Berlin – Berlin University for Professional Studies
- MSB Medical School Berlin
- Quadriga University Berlin
- BSP Business School Berlin Potsdam
- ESMOD Berlin International University of Art for Fashion
- Fachhochschule für Pflegeberufe im Gesundheitswesen in Berlin – Wannsee
এরকম আরো ইউনিভার্সিটি রয়েছে জার্মানির রাজধানী বার্লিনে। আপনি আপনার কোর্স ও ইউনিভার্সিটি খুজে পেতে ভিজিট করুন – ডাড ওয়েবসাইট-
এইখানে শুধুমাত্র বার্লিনে থাকা অনেকগুলি ইউনিভার্সিটির নাম দেওয়া হয়েছে। আপনারা যদি টিউশন ফি ছাড়া ইংরেজিতে কোর্স অফার করে, এ জাতীয় ইউনিভার্সিটির লিস্ট পেতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।
যারা এখনো যুক্ত হন নি-
ফেসবুক গ্রুপ –https://www.facebook.com/groups/eGalTube/?ref=share
ফেসবুক পেইজ-https://www.facebook.com/eGALTube/
ইউটিউব চ্যানেল-https://youtube.com/c/eGalTube
আমার আরো লেখাসমুহ-
বাড়িতেই আইএলটিএস এর প্রস্তুতি কিভাবে নিবেন
আত্মউন্নয়নের জন্য নিজেকে সময় দিন
জার্মানিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা
জার্মানির সেরা ১০ শহরের তালিকা
সফট স্কিল কি? সফট স্কিলের প্রয়োজনীয়তা
জার্মান ভাষা কোথায় শিখবেন? জার্মান ভাষার হাতেখড়ি
জার্মানিতে পড়তে কি কি যোগ্যতা লাগে?