জার্মানিতে উচ্চশিক্ষা সম্পর্কিত যত প্রশ্ন : পর্ব-১
যারা জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যেতে চান, তাদের এই প্রশ্নগুলো প্রতিনিয়তই মাথায় ঘুরপাক খায়, মনে রাখবেন যত বেশি তথ্য জানবেন, তত বেশি এগিয়ে থাকবেন!!
▣ আমি এইচএসসি পাস, আমি কি ব্যাচেলরের জন্য জার্মানি যেতে পারব?
উত্তর : জ্বি! আপনি পারবেন। তবে আপনাকে দেশের যেকোন প্রাইভেট/ পাবলিক/ জাতীয় ইউনির্ভাসিটি থেকে ১ বছর অর্থাৎ আপনার সম্পূর্ণ ক্রেডিট এর ২৫% দেশেই কমপ্লিট করতে হবে।
▣ আমি এই বছরের অটোপাসের একজন ছাত্র/ছাত্রী আমার কি কোন সমস্যা হবে জার্মানিতে পড়তে যেতে বা অফার লেটার পেতে?
উত্তর : না! কোন রকম সমস্যাই হবেনা। আপনি ৮/১০ জনের মত স্বাভাবিক ভাবেই জার্মানিতে পড়তে যেতে পারবেন।
▣ আমি ডিপ্লোমা পাস, আমি কি জার্মানিতে যেতে পারব?
উত্তর : জ্বি! আপনিও জার্মানিতে যেতে পারবেন তবে আপনাকেও দেশের যেকোন প্রাইভেট/ পাবলিক/ জাতীয় ইউনির্ভাসিটি থেকে ১ বছর অর্থাৎ আপনার সম্পূর্ণ ক্রেডিট এর ২৫% দেশেই কমপ্লিট করতে হবে। তবে চেষ্টা করবেন সরাসরি আবেদন করা যায় এমন ইউনির্ভাসিটিতে আবেদন করতে, তাহলে অফার লেটার পাওয়ার সম্ভবনা বেশি থাকবে।
▣ আইএলটিএস ছাড়া কি জার্মানিতে যাওয়া যায় না?
উত্তর : জ্বি! যাওয়া যায়, যদি আপনার কোর্স জার্মান ভাষায় হয়। আর যদি ইংরেজি হয় তাহলে আপনার অবশ্যই আইএলটিএস স্কোর লাগবে।
▣ মিডিয়াম অব ইন্সট্রাকশন দিয়ে কি অফার লেটার পাওয়া যায় না?
উত্তর : জ্বি! অফার লেটার পাওয়া যায় তবে ভিসা পাওয়া যায় না। (যদি আমার ভুল না হয়ে থাকে)
▣ আমার রেজাল্ট খারাপ! আমি কি জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যেতে পারব?
উত্তর : যদি সহজ ভাবে উত্তর দেই তাহলে আপনি পারবেন। কারন অফার লেটার শুধুমাত্র রেজাল্ট এর উপর ভিত্তি করে দেওয়া হয়না। আপনার আইএলটিএস স্কোর, কারিকুলার অ্যাক্টিভিটিস, রিসার্চ পেপার, রেজাল্ট ইত্যাদির উপর ভিত্তি করে অফার লেটার দেওয়া হয়। সুতরাং আপনার যদি ৩ এর নিচেও রেজাল্ট হয়ে থাকে তবুও চেষ্টা করতে থাকুন, কেননা ২.৮৬ নিয়েও জার্মানিতে পড়তে গেছেন। তবে ৩ উপরে থাকাটা ভালো। সুতরাং যাদের রেজাল্ট একটু কম তারা বেশি বেশি আবেদন করবেন।
▣ আমি দেশে ব্যচেলর সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়েছি আমি কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্সের জন্য জার্মানি পড়তে যেতে পারব?
উত্তর : না! আপনি পারবেন না। আপনাকে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট এ আবেদন করতে হবে যেমন- স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশনাল ইঞ্জিনিয়ারিং,রেলওয়ে ইঞ্জিনিয়ারিং, আরবান প্লানিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এসকল বিষয়ে।
▣ আমি একটি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে জার্মানি যাওয়ার পর ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারব?
উত্তর : জ্বি! আপনি জার্মানিতে গিয়ে ইউনি চেঞ্জ করতে পারবেন। (যদি আমার ভুল না হয়ে থাকে) তবে ঝামেলা এড়াতে আগে থেকেই ঠিকঠাক ইউনিভার্সিটি চয়েজ করে যাওয়াই বুদ্ধিমানের কাজ।
▣ জার্মানি তে যেতে কত টাকা ব্লক একাউন্টে রাখা লাগে এবং প্রতি মাসে কত টাকা উঠানো যাবে?
উত্তর : শেষ আপডেট অনুযায়ী জার্মানিতে ১০,৩৩২ ইউরো ব্লক করা লাগে এবং প্রতি মাসে ৮৬১ ইউরো করে উঠানো যাবে।
▣ ব্লক অ্যাকাউন্ট ছাড়া কি জার্মানি তে যাওয়া যায় না?
উত্তর : জ্বি! যাওয়া যায় তবে আপনাকে কেউ স্পন্সর করতে হবে। জার্মানিতে থাকে এমন যে কেউ আপনাকে স্পন্সর করতে পারবে। (যদি আমার ভুল না হয়ে থাকে)
এ রকম বেসিক প্রশ্ন যদি ধারাবাহিক ভাবে পেতে চান তবে কমেন্ট করে জানাতে পারেন। কোন জিজ্ঞাসা থাকলে পোস্ট করুন আমাদের গ্রুপে।
লিখেছেনঃ নাজমুল হাসান
যারা এখনও যুক্ত হন নি…
ফেসবুক গ্রুপ : https://www.facebook.com/groups/eGalTube/?ref=share
ফেসবুক পেইজ : https://www.facebook.com/eGALTube/
ইউটিউব চ্যানেল : https://youtube.com/c/eGalTube
আমার আরো লেখাসমূহ :
বাড়িতেই আইএলটিএস এর প্রস্তুতি কিভাবে নিবেন
আত্মউন্নয়নের জন্য নিজেকে সময় দিন
জার্মানিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা
জার্মানির সেরা ১০ শহরের তালিকা
সফট স্কিল কি? সফট স্কিলের প্রয়োজনীয়তা
জার্মান ভাষা কোথায় শিখবেন? জার্মান ভাষার হাতেখড়ি
জার্মানিতে পড়তে কি কি যোগ্যতা লাগে?
জার্মানির বার্লিনে কোন কোন ইউনিভার্সিটি রয়েছে?
মাস্টার্স জন্য জার্মানি গেলে কোর্স শেষে ১৮ মাস সময় দেয় জব পাওয়ার জন্য।এই ১৮ মাসের ভিতর কি রকম জব পেলে জার্মানি থাকা যাবে? সাবজেক্ট রিলেটেড জবই হতে হবে নাকি যে কোন জব হলেও থাকা যাবে।এই প্রশ্নের উত্তর কোথাও পেলাম না।দয়া করে যদি বলতেন।
আপনি যেভাবে এই পড়াশোনাতথ্যগুলো জার্মানি নিয়ে দিয়েছেন যদি আরো ফ্রান্স নিয়ে উচ্চশিক্ষা বিষয় নিয়ে কিছু তথ্য দিতেন আমি যতটুকু জানেন তাহলে একটু উপকৃত হতাম। ফ্রান্সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিএসসি করা যায় কি? না যায় না? আর ফ্রান্সে যেতে বাংলাদেশ থেকে কি কি ডিগ্রী থাকা লাগবে ডিপ্লোমার শেষ পড়ে বিএসসি করা যাবে কিনা? এ বিষয় নিয়ে কিছু তথ্য দিলে ভালো হতো।
জার্মানিতে কমার্স রিলেটেড সাবজেক্টে পড়তে যাওয়া ও চাকরি ক্ষেত্রে এর সুবিধা অসুবিধা গুলো যদি জানাতেন
এবং ব্যবসায় শিক্ষ শাখায় জার্মানিতে পড়তে যাওয়া সম্পর্কে যদি একটি কনটেন্ট দিতেন অথবা আপনার চ্যানেলে যদি একটি ভিডিও দিতেন তাহলে খুবই উপকৃত হতাম। ধন্যবাদ ভাই।
Garman University gula Niya aro information cai… Tuition fee.. Rent.. Food Cost.. Travel…. etc…