জার্মানির সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা
নতুন আরও একটি আর্টিকেলে আপনাকে আমি দিতে যাচ্ছি ছোট্ট একটি তালিকা। অনেকেই অনেকসময় জার্মানির সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা খুঁজে থাকেন। আজকের এই আর্টিকেলে আমি জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি তালিকা দিতে যাচ্ছি। আশা করি এই তালিকাটি পাওয়ার পর জার্মানির সেরা বিশ্ববিদ্যালয় খুঁজে পাওয়া এবং তার যে-কোনো একটি ভর্তি হওয়া অনেকখানি সহজ হয়ে যাবে।
টিউশন ফি না থাকার কারণে জার্মানি দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে। শুধুমাত্র টিউশন ফি না থাকার কারণে নয় দেশটিতে রয়েছে বিশ্বের অনেক নামীদামি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ ছাড়াও প্রতিবছর বিশ্বের অনেক দেশ থেকে স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য জার্মানিতে পড়তে যায়।
বাংলাদেশ থেকে যারা পড়তে যেতে চায়, অনেকেই জানার চেষ্টা করে যে জার্মানির সেরা বিশ্ববিদ্যালয় কোনগুলো? তবে জার্মানিতে মোটামুটি সব ইউনিভার্সিটিই ভালো। তবুও আমি আজ জার্মানির সেরা ১০টি ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব।
আপনারা সবাই জানেন, একটি ইউনিভার্সিটির র্যাঙ্কিং অনেকগুলা ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে করা হয়ে থাকে। আর প্রতিবছরই কয়েকটি প্রতিষ্ঠান এই র্যাঙ্কিং করে থাকে। যেহেতু প্রতিবছর এটি চেঞ্জ হয় সেহেতু আপনি যখন এটা পড়ছেন তখন তা র্যাঙ্কিংয়ে নাও থাকতে পারে। তবুও একটি সম্যক ধারণা পাবেন আশা করছি!
খুব সম্ভবত এগুলোই ঘুরেফিরে সেরাদের তালিকায় থাকে, যারা কিনা চায় একটু র্যাঙ্কিংওয়ালা ইউনিভার্সিটিতে পড়তে তারা এগুলো পছন্দের তালিকায় রাখতে পারেন। এখানের সবগুলোই ২০০ নাম্বারের নিচে, সেরা ১০০-তে রয়েছে জার্মানির ৩টি ইউনিভার্সিটি। যেখানে ঢাকা ইউনিভার্সিটির অবস্থান ৮০১-১০০০-এর মধ্যে।
Technical University of Munich (TUM)
যে সকল কোর্স অফার করে :
- Aerospace Engineering
- Agricultural and Horticultural Sciences
- Agricultural Bio-sciences
- Architecture
- Automotive Engineering
- Civil Engineering
- Vocational Education specializing in Agriculture
- Vocational Education specializing in Construction Technology
- Biochemistry
- Bio-economy
- Bioinformatics
- Biology
- Chemical Engineering
- Computer science
- Industrial Biotechnology
- Food technology
- Landscape Architecture
- Mechatronics and Robotics
- Life Science
- Mathematics
- Mechanical Engineering
- Materials Science
- Management and Technology
- physics
- Sustainable Resources management
- Software Engineering
- Transportation System
- Environmental Engineering
- Business Informatics
হতাশ হবার কোন কারন নেই এইরকম আরো অনেক কোর্স রয়েছে Technical University of Munich এ, আপনি যেই সাবজেক্ট এই পড়েন না কেন আশা করছি আপনার রিলেটেড কোন না কোন সাবজেক্ট অবশ্যই খুঁজে পাবেন। আপনার রিলেটেড কোর্স সার্চ দিয়ে দেখে নিবেন। Technical University Of Munich যতগুলো কোর্স অফার করে সবগুলো দেখতে- https://www.tum.de/studium/studienangebot/#page=1
এটি একটি পারলিক ইউনিভার্সিটি এবং টিউশন ফি ফ্রি। যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৪৫ হাজার, মজার বিষয় হচ্ছে প্রায় ২৫ ভাগ ই হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। মিউনিখে অবস্থিত এই ইউনিভার্সিটি ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত হয়।
Ludwig Maximilians University Munich
যেসকল কোর্স অফার করে-
- Geo-sciences
- Biology
- Chemistry
- Pharmacy
- Physics
- Mathematics
- Social Science
- Language & Literature
- Culture study
- Psychology
- Philosophy
- Religious Studies
- History and arts
- Medicine
- Veterinary Medicine
- Economics
- Law
- Business Administration
- Protestant Theology
- Catholic Theology
এছাড়া অনেক কোর্স রয়েছে এই ইউনিভার্সিটিতে। এগুলো হচ্ছে একেকটা ফেকাল্টি আর এসব ফেকাল্টির আন্ডারে এই রিলেটেড অনেক কোর্স থাকে। সবগুলো ফেকাল্টি চেক করতে- https://www.lmu.de/en/about-lmu/structure/faculties/index.html
১৪৭২ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটিতে প্রায় ৫৩ হাজার ছাত্রছাত্রী রয়েছে এবং সেখানে ৭৮৭ জন প্রফেসর রয়েছে।
যেসকল কোর্স বা ফেকাল্টি রয়েছে-
- Faculty of Bio-sciences
- Faculty of Chemistry and Earth Science
- Faculty of Mathematics and Computer Science
- Faculty of physics and astronomy
- Faculty of Philosophy
- Faculty of Modern Language
- Faculty of Theology
- Faculty of Law
- Faculty of Behavioral and Cultural Studies
- Faculty of Economics and Social Science
- Faculty of Medicine
এসব ফেকাল্টির আন্ডারে অনেকগুলা কোর্স থাকে, দয়া করে চেক করে নিবেন। সকল ফেকাল্টি চেক করতে- https://www.uni-heidelberg.de/en/institutions/faculties
নোবেল বিজয়ী এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৩৮৬ সালে।
ব্যাচলরে যেসকল কোর্স অফার করে –
- Agricultural Science
- Biology
- Biophysics
- Business Administration
- Chemistry
- Computer Science
- Economics
- Geography
- Horticultural Science
- Islamic Theology
- Mathematics
- Physics
- Psychology
- Social Science
- Sport Science
মাস্টার্সে যেসকল কোর্স অফার করে-
- Adult Education
- Agricultural Economics
- American Studies
- African Studies
- Arts and Image History
- Biophysics
- British Studies
- Business Information System
- Business Administration
- Central Asian Studies
- Chemistry
- Classical Archaeology
- Classical philology
- Computational Neuroscience
- Cultural Theoray and History
- Economics
- Economics and Management Science
- English Literatures
- European History
- European Literature
- Fish Boilogy, Fisheries and Aquaculture
- German literature
- Gender Studies
- Geography of big cities
- Global Change Geography
- Global History
- Global Studies program
- Horticultural Science
- Information Science
- International Relations
- Library and Information Science
- Mathematics
- Media Information Technology
- Mind and Brain
- Molecular Life Science
- Philosophy
- Physics
- Polymer science
- Psychology
- Religion and Culture
- Rural Development
- Social science
- Urban Geography
এছাড়াও আরো কিছু কোর্স হয়েছে। সবগুলি কোর্স দেখতে ভিজিট করুন- https://www.hu-berlin.de/en/studies/counselling/course-catalogue
যেসকল ডিপার্টমেন্ট রয়েছে-
- Department of Biology, Chemistry and Pharmacy
- Department of Earth Science
- Department of Education and Psycology
- Department off History and Cultural Studies
- Department of Law
- Department of Mathematics and Computer Science
- Department of Philosophy and Humanities
- Department of Physics
- Department of Political and Social Science
- Department of Veterinary Medicine
- School Of Business and Economics
- School of Medicine
সবগুলো ডিপার্টমেন্ট চেক করতে – https://www.fu-berlin.de/en/einrichtungen/fachbereiche/fb/index.html
Karlsruhe Institute of Technology (KIT)
যেসকল সাবজেক্ট রয়েছে-
- Energy
- Mobility
- Information
- Climate and Environment
- Materials
- Man and Technology
- Elementary and Astroparticle Physics
- Mathematics in Action
সাবজেক্ট সম্পর্কিত বিস্তারিত জানতে- http://www.kit.edu/themen/index.php
যেসকল কোর্স বা ফেকাল্টি রয়েছে-
- Mathematics, Computer Science and Natural Science
- Architecture
- Civil Engineering
- Mechanical Engineering
- Georesourses and Material Engineering
- Electrical Engineering and Information Technology
- Arts and Humanities
- School of Business and Economics
- Medicine
এসব ফেকাল্টির আন্ডারে অনেকগুলি কোর্স রয়েছে। বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ওয়েবসাইটে।
Technische Universität Berlin (TU Berlin)
যেসকল কোর্স ও ফেকাল্টি রয়েছে?
- Humanities and Educational Sciences
- Mathematics and Natural Sciences
- Process Sciences
- Electrical Engineering and Computer Science
- Mechanical Engineering and Transport System
- Planning Building Environment
- Economics and Management
- Water Energy and Urban Panning
- Water Engineering
- Energy Engineering
- Urban Plannning
এছাড়াও আরো কোর্স রয়েছে। বিস্তারিত জানতে –https://www.tu.berlin/en/about/organization/faculties-central-institutes/
Technische Universität Dresden
যেসকল কোর্স ও ফেকাল্টি রয়েছে-
- Faculty of Biology
- Faculty of Chemistry and Food Chemistry
- Faculty of Mathematics
- Faculty of Physics
- Faculty of Psychology
- Faculty of Education
- Faculty of arts, Humanities and Social Science
- Faculty of Literature and cultural Studies
- Faculty of Electrical and Computer Engineering
- Faculty of Computer Science
- Faculty of Mechanical Science and Engineering
- Faculty of Architecture
- Faculty of Civil Engineering
- Faculty of Environmental Science
- Faculty of Transportation and Traffic Science
- Faculty of Business and Economics
- Faculty of Medicine
এসকল ফেকাল্টি ও কোর্সের বিস্তারিত জানতে – https://tu-dresden.de/tu-dresden/organisation/bereiche-fakultaeten?set_language=en
যেসকল ফেকাল্টি গুলো রয়েছে-
- Faculty of Theology
- Faculty of Law
- Faculty of Economics and Behavioral Science
- Faculty of Medicine
- Faculty of Philology
- Faculty of Humanities
- Faculty of Mathematics and Physics
- Faculty of Chemistry and Pharmacy
- Faculty of Biology
- Faculty of Environment and Natural Resources
- Faculty of Engineering
এসব ফেকাল্টির আন্ডারে অনেকগুলা ডিপার্টমেন্ট রয়েছে, এসব ডিপার্টমেন্ট এ অনেকগুলা কোর্স রয়েছে। বিস্তারিত জানতে – https://uni-freiburg.de/university/university-at-a-glance/faculties-departments/
সেরা ১০টি বিশ্ববিদ্যালয় কোনগুলো?
- Technical University of Munich (TUM)
- Ludwig Maximilians University Munich
- Heidelberg University
- Humboldt University Berlin
- Freie Universität Berlin
- Karlsruhe Institute of Technology (KIT)
- RWTH Aachen University
- Technische Universität Berlin (TU Berlin)
- Technische Universität Dresden
- University of Freiburg
কিছু অতিরিক্ত তথ্য-
★ সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়
★ ইংলিশে কোর্স অফার করে
★ টিউশন ফি নেই ( কিছু কিছু কোর্সে থাকতে পারে)
★ বেশিরভাগ ইউনিভার্সিটি বড় সিটিতে
★ বাংলাদেশি অনেক ছাত্রছাত্রী রয়েছে
আশা করছি আজকের আর্টিকেলটি আপনার জন্য হেল্পফুল হবে। আরো কোন বিষয় নিয়ে জানতে চান কমেন্ট করে জানাতে পারেন।
লিখেছেনঃ নাজমুল হাসান
আমার আরো লেখাসমুহ-
বাড়িতেই আইএলটিএস এর প্রস্তুতি কিভাবে নিবেন
আত্মউন্নয়নের জন্য নিজেকে সময় দিন
জার্মানিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা
জার্মানির সেরা ১০ শহরের তালিকা
সফট স্কিল কি? সফট স্কিলের প্রয়োজনীয়তা
জার্মান ভাষা কোথায় শিখবেন? জার্মান ভাষার হাতেখড়ি
জার্মানিতে পড়তে কি কি যোগ্যতা লাগে?
জার্মানির বার্লিনে কোন কোন বিশ্ববিদ্যালয় রয়েছে?
জার্মানিতে উচ্চশিক্ষা সম্পর্কিত যত প্রশ্ন (পার্ট ১)
UNIVERSITY tuition fee kmn hobe Bolle Better feel hoito Plz reply
University gulo te tution fees nei. tobe semister fee royeche, ja sadaronto 200 theke 300 E
uror modde hoye thake
Excellent, just I would like to explore. Thanks.
আমি দেশে Textile Engineering এর উপর ২৫% cradit শেষ করেছি, এখন german university গুলোতে undergraduate এ textile subj. খুবি কম, আমি যদি undergraduate এ CSE or other Engineering subj. এ apply করি তাহলে কোন সমস্যা হবে?
Data science a MSC korte chai.Amon kicu University nam bolen plz??
নির্ভরযোগ্য কাউকে খুব প্রয়োজন। বিভিন্ন বিষয়ে একটু কথা জানার জন্য। আপনাদের নম্বর দিলে ভালো হয়।