ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে জার্মানিতে বাচেলর
ঘরে যদি আলো জ্বলে, পাখাও চলে তবে ইলেকট্রিক্যাল এবং ইলেট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের যথার্থ ইতিমধ্যেই বুঝে গেছেন। যতগুলো ইঞ্জিনিয়ারিং শাখা রয়েছে সবগুলোই যেন এক সুতোই গাঁথা। যেমন ধরুন আপনার ঘর আছে কিন্তু আলো নেই, পাখা নেই। মনে হবে যেন আপনার কিচ্ছুই নেই। এইখানে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ,ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের কথা বুঝেয়েছি।
এই পোষ্টটি কাদের জন্য?
তবে আজকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু লিখছি না, আজকে ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্স নিয়ে লিখব। মন খারাপের কিচ্ছু নেই, ইতিমধ্যে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে লিখেছি, পড়ুন।
যারা এই দুটি বিষয়ে অর্থাৎ ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্সে জার্মানিতে ব্যাচেলর করতে চান, তাদের জন্য আজকের লেখাটি বেশ তথ্যবহুল হতে যাচ্ছে।টিউশহ ফি নেই, ইংরেজিতে কোর্স অফার করে এমন কিছু বিশ্ববিদ্যালয়ের সাথে পরিচয় করিয়ে দেব। তাছাড়াও আইএলটিএস কত লাগে, কিভাবে আবেদন করতে হয়, ডেডলাইন কবে এসমস্ত সকল বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকবে।
ব্যাচেলরে যেসকল কোর্সে আবেদন করা যাবে
Rhine-Waal University of Applied Sciences
Subject Name: Electrical and Electronics Engineering, BSc
Degree: Bachelor of Science
Course Location: Kleve
Tuition Fees: None
Semester Contribution Fees: Approx. 310 EUR
Language: English
Beginning: Winter semester
Program Duration: 7 semesters
IELTS: 6.0-6.5
How to Apply: Uni-Assist
Application Deadline: 15 july
Funding Opportunities: Yes
Course Details: https://www2.daad.de/deutschland/studienangebote/international-programmes/en/detail/4227/
Hamm-Lippstadt University of Applied Sciences
Subject Name: Electronic Engineering
Degree: Bachelor of Engineering
Course Location: Lippstadt
Tuition Fees: None
Semester Contribution Fees: Approx. 281.33 EUR
Language: English
Beginning: Winter semester
Program Duration: 7 semesters
IELTS: 6.0-6.5
How to Apply: Direct
Application Deadline: https://www.hshl.de/en/studying/online-registration/
Funding Opportunities: No
Course Details: https://www2.daad.de/deutschland/studienangebote/international-programmes/en/detail/4876/#tab_overview
Rhine-Waal University of Applied Sciences
Subject Name: Mechatronic Systems Engineering, BSc
Degree: Bachelor of Science
Course Location: Kleve
Tuition Fees: None
Semester Contribution Fees: Approx. 310 EUR
Language: English
Beginning: Winter semester
Program Duration: 7 semesters
IELTS: 6.0-6.5
How to Apply: Uni-Assist
Application Deadline: 15 July
Funding Opportunities: Yes
Course Details: https://www2.daad.de/deutschland/studienangebote/international-programmes/en/detail/4220/#tab_overview
Deggendorf Institute of Technology
Subject Name: Energy Systems Engineering (BEng)
Degree: Bachelor of Engineering (BEng)
Course Location: Pfarrkirchen
Tuition Fees: None
Semester Contribution Fees: Approx. 62 EUR
Language: English
Beginning: Winter semester
Program Duration: 7 semesters
IELTS: 5.5-6.5
How to Apply: Direct
Application Deadline: 15 April to 15 July for October entries (winter semester)
Funding Opportunities: Yes
Course Details: https://www2.daad.de/deutschland/studienangebote/international-programmes/en/detail/7019/#tab_overview
আরও যেসকল বিষয়ে আবেদন করা যাবে?
এছাড়াও ইঞ্জিনিয়ারিং সায়েন্স, ভিহাইকেল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এধরনের অনেক কোর্স রয়েছে। যেহেতু ব্যাচেলরে আবেদনের জন্য কোন বিশেষ রিকোয়ারমেন্ট নেই সেহেতু আপনি এই রিলেটেড অনেকগুলো কোর্সেই আবেদন করতে পারবেন। ব্যাচেলরের জন্য এরকম আরো অনেক কোর্স আছে, দয়া করে চেক করে নেন।
যারা মাস্টার্সের জন্য লিস্ট চান এবং দরকারি সব লিংক পেতে চান তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। মনে রাখবেন আপনি আপনার তথ্যভান্ডার যত বেশি সমৃদ্ধ রাখবেন, আপনার কাজ তত বেশি সহজ হবে।
কপিরাইট- Nazmul Hasan
আমার আরো লেখাসমুহ-
বাড়িতেই আইএলটিএস এর প্রস্তুতি কিভাবে নিবেন
আত্মউন্নয়নের জন্য নিজেকে সময় দিন
জার্মানিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা
জার্মানির সেরা ১০ শহরের তালিকা
সফট স্কিল কি? সফট স্কিলের প্রয়োজনীয়তা
জার্মান ভাষা কোথায় শিখবেন? জার্মান ভাষার হাতেখড়ি
জার্মানিতে পড়তে কি কি যোগ্যতা লাগে?
জার্মানির বার্লিনে কোন কোন বিশ্ববিদ্যালয় রয়েছে?
জার্মানিতে উচ্চশিক্ষা সম্পর্কিত যত প্রশ্ন (পার্ট ১)
জার্মানির সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা
ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের জন্য প্লিজ দয়া করে জানাবেন