“গাইতে গাইতে গায়েন বাইতে বাইতে বায়েন” কম্পিউটার এবং মোবাইল টেকনোলজি : পর্ব-২

আশা করি সবাই ভালো আছেন। টাইটেল দেখে হয়তো অবাক হবেন এই ভেবে যে টেকনোলজিতে “গাওয়া আর বাওয়া!” কিসের সাথে কি!

ইংরেজিতে একতা প্রবাদ আছে “Practice makes a man perfect” তাই বাংলায় এই কথাটা বলা গায়তে গায়তে গায়ক আর বায়তে বায়তে বায়ক হয়া সম্ভব।আজকে চেষ্টা করবো একটি বিষয় নিয়ে আলোচনা করার, আশা করি ধৈর্য ধরে লিখাটি পড়বেন।

আপনারা অনেকে হয়তো কম্পিউটার টেকনোলজি নিয়ে পড়ছেন অনেকে পড়ার চিন্তা করছেন আবার অনেকে বিদেশে কম্পিউটার টেকনোলজি নিয়ে উচ্চতর ডিগ্রির জন্য যাবেন । তাদের সবচেয়ে বেশি যে বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকতে হয় তাহলো কোডিং আর এই কোডিং করতে করতে অনেকে বিরক্ত হয়ে মাঝপথে ত্যাগ করেন।কিন্তু আজ দেখবো কীভাবে ইন্টারএক্টিভ উপায়ে কোডিং শিখা যায়।

  • SoloLearn : এই অ্যাপটি গুগলের প্লেষ্টোরে পাওয়া যায় ব্যবহার করাও সহজ। এই অ্যাপটি কীভাবে অন্যদের থেকে ব্যতিক্রম তাহলো আপনি এইখানে হাজার হাজার ইউজার পাবেন যারা আপনার মতো নতুন এবং আপনার থেকে কোডিং এ অনেক জ্ঞানী ও দক্ষ । এই অ্যাপের শিখানোর ধরন অনেক আলাদা কারণ এইখানে আপনকে প্রতিদিন নতুন নতুন অধ্যায় শিখানো এবং তার পরপরই আপানকে চ্যালেঞ্জ করা হয় সেই কোডটি লিখার জন্য যা আপনি মাত্র শিখলেন। এছাড়া অন্যদের সাথে আপনি প্রতিযোগিতা করে শিখতে পারবেন , আমার কাছে এটাই সবচেয়ে ভালো লেগেছে কারণ আমরা প্রতিযোগিতার মাধ্যমে শিখলে সবসময় সবার আগে থাকতে চাই আর এই প্রবণতা আমাদের সবার মাঝে থাকে তাই এতে করে একঘেয়ামি আসেনা এবং আমরা সেই কাজটি সম্পূর্ণও করতে পারি।
  • W3schools/Webcoachbd : এতক্ষণ দেখলাম ইন্টারএক্টিভ  পোগ্রামিং বা কোডিং শিখার উপায় কিন্তু সবসময় এইভাবে  শিখা সম্ভব হয়ে উঠে না। কখনো কখনো রেফারেন্স লাগে বা ব্যাখ্যা লাগে অনেক কোডের ,যেমন ধরুন ডিকশনারীতে আমারা কোন নতুন শব্দের অর্থ খুজি আর তথ্যভাণ্ডারে সেই শব্দের সাথে সম্পর্কিত প্রয়োজনীয় আরো অনেক কিছু খুজে পাওয়া যায় যা নানান কাজে লাগে।তেমনি W3schools.com হল কোডেরদের তথ্যভাণ্ডার যা সম্পূর্ণ ইংরেজিতে কিন্তু সেখানে টিউটোরিয়াল গুলো অনেক সহজে ব্যাখ্যা করা রয়েছে। এইতো গেল ইংরেজি তথ্যভাণ্ডার কিন্তু যারা একদমই ইংরেজি পারেন না তারা হতাশ হবেন না তাদের জন্য আছে webcoachbd.com যা সম্পূর্ণ বাংলাতে লিখা।

 

 

Shahitto

Love Computer, Android and Information Technology. Like Traveling. True happiness comes when we can make others happy.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *