ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সম্পূর্ণ গাইডলাইন

ইউরোপের উত্তর-পশ্চিম অঞ্চলে বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত ফিনল্যান্ড। নর্ডিক দেশগুলোর মধ্যে একটি দেশ হচ্ছে ফিনল্যান্ড। বলা হয়ে থাকে যে, ফিনল্যান্ড হচ্ছে বিশ্বের সবথেকে সুখী দেশগুলোর একটি।

ফিনল্যান্ড এমন একটি দেশ যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এক দুর্দান্ত অধ্যায়নের গন্তব্য। বিদেশে উচ্চশিক্ষা যখন কোন আন্তর্জাতিক শিক্ষার্থীর লক্ষ্য হয় তখন ফিনল্যান্ড তাদের পছন্দের দেশ গুলোর মধ্যে অন্যতম।

ফিনল্যান্ডে উচ্চশিক্ষা বিশ্বের অন্যতম সেরা উচ্চ শিক্ষা হিসেবে ব্যাপকভাবে সম্মানিত। বাংলাদেশ থেকে হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে যারা ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি বা অনান্য করছে ফিনল্যান্ডে পড়াশোনা করছেন।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল প্রতিযোগিতা রিপোর্ট অনুযায়ী ফিনল্যান্ডকে উচ্চশিক্ষা এবং প্রশিক্ষণ কর্মসূচির ক্ষেত্রে অন্যতম উদ্ভাবনী দেশ হিসাবে চিহ্নিত করা হয়। প্রতিবছর বিভিন্ন দেশ থেকে প্রায় ৩১ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডকে বেছে নেয়।

ফিনল্যান্ডে 400 টিরও বেশি ডিগ্রি প্রোগ্রাম রয়েছে ইংরেজি ভাষায়। এখন হয়তোবা আপনি ভাবছেন যে এতগুলো প্রোগ্রাম থেকে কোন প্রোগ্রামটা আসলে আপনার জন্য প্রযোজ্য। ফিনল্যান্ডে সর্বাধিক জনপ্রিয় ব্যাচেলর শাখাগুলোর মধ্য থেকে এই শাখাগুলো আপনি নির্বাচন করতে পারেন।

  • Bachelors in Engineering.
  • Bachelors in Computer Science.
  • Bachelors in Business.

ফিনল্যান্ডের শীর্ষ বিশ্ববিদ্যালয় গুলো হচ্ছে-

  • University of Helsinki
  • Aalto University
  • Tampere University
  • University of Oulu
  • Lappeenranta University of Technology (LUT University)
  • Turku University
  • Eastern Finland University
  • University of Jyväskylä
  • Åbo Akademi University
  • Arcada University of Applied Sciences
  • Helsinki School of Business
  • Häme University of Applied Sciences
  • Kajaani University of Applied Sciences
  • Satakunta University of Applied Sciences
  • Lappeenranta University of Technology

টিউশন-ফ্রী বিশ্ববিদ্যালয় সমূহ-

  • University of Helsinki
  • University of Vaasa
  • Tampere University
  • University of Turku
  • University of Jyvaskyla
  • Lappeenranta University of Technology (LUT University)

বিশ্ববিদ্যালয়গুলিতে কিভাবে আবেদন করা যায়?

ব্যাচেলর প্রোগ্রামের অ্যাপ্লিকেশন করার জন্য সাধারণত কিছু কাগজপত্রের প্রয়োজন হয়।
সেগুলো হচ্ছে-

  • বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করুন।
  • হাই স্কুল গ্রেড ট্রান্সক্রিপ্ট।
  • ইংরেজি ভাষা পরীক্ষার ফলাফল (IELTS / TOEFL ibt / PTE Academic)
  • বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অথবা,
  • স্যাট পরীক্ষা (SAT)।

ফিনল্যান্ডে মাস্টার্স কোর্সের জন্য কিভাবে আবেদন করবেন?

  • বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করুন।
  • অ্যাপ্লিকেশন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট Studyinfo (স্টাডিইনফো) এর মাধ্যমে আবেদন করুন।
  • GRE (The Graduate Record Examination) অথবা GMAT (Graduate Management Admission Test) পরীক্ষার ফলাফল।

ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসার জন্য কীভাবে আবেদন করবেন?

আপনি যদি EU (European Union) / EEA (European Economic Area) এর শিক্ষার্থী না হন তবে আপনার আবাসিক অনুমতি প্রয়োজন যা একজন আন্তর্জাতিক শিক্ষার্থীর এক বা চার বছরের জন্য জারি করা হয়। মোট কথা ১ থেকে সর্বোচ্চ ৪ বছরের জন্য বসবাসের অনুমতি পাবেন। দারুণ খবর তাইনা? এবং এইসব কিছুর আবেদন আপনি অনলাইনেই সম্পন্ন করতে পারবেন। (Finnish Immigration Service) ফিনিশ ইমিগ্রেশন সেবার মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন সেখানে আপনাকে কিছু দরকারি কাগজ আপলোড করতে হবে সেগুলো হচ্ছে:

  • বিশ্ববিদ্যালয় অফার লেটার।
  • ব্যাংক স্টেটমেন্ট আপনার কাছে পর্যাপ্ত টাকা রয়েছে তার প্রমাণ।
  • একটি বৈধ পাসপোর্ট।
  • স্বাস্থ্য বীমা।

নির্বাচিত হওয়ার পর চূড়ান্ত পদক্ষেপ-

ধরে নেওয়া যাক আপনি গ্রহণযোগ্যতা পত্র পেয়েছেন, এক্ষেত্রে আপনাকে অভিনন্দন! আর সামান্য একটু কাজ বাকি। এখন অনলাইন থেকে (Finnish Residence permit) ফিনল্যান্ডের আবাসনের জন্য অনুমতি নিন। কারণ আবাসনের জন্য আপনার ৯০ দিনের চেয়ে বেশি সময় প্রয়োজন হবে। সর্বনিম্ন ৩ মাসের ভিসা পাবেন। এবং ফিনল্যান্ডে যাবার পর আপনার কাগজাদি দেখিয়ে ৩ মাসের ভিসার মেয়াদ বাড়িয়ে নিবেন। আবাসন বা অন্যান্য ছাত্র পরিষেবার জন্য আপনার বিশ্ববিদ্যালয়ের সাহায্য-সহায়তা নিন। তারা আপনাকে সাহায্য করার জন্য রয়েছে, যাতে আপনি সবরকম সুযোগ সুবিধা পেতে পারেন।

লেখাটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন।
কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন।
সবসময় আপনার সহযোগিতায় আমরা পাশে আছি।
জি ধন্যবাদ।

স্কলারশিপ / বৃত্তি নিয়ে ফিনল্যান্ডে উচ্চশিক্ষার জন্য যেতে চাইলে এই লেখাটি আপনার জন্য যথেষ্ট!
বাল্টিকের পাড়ের দেশ ফিনল্যান্ডে স্কলারশিপ – ২০২১

লিখেছেন- রেদোয়ান আহমেদ

আমার আরও লেখা-সমূহ পড়তে চাইলে এই লিঙ্কে আপনার আমন্ত্রন রইলো- পড়ে দেখুন

Subscribe For Latest Updates!

Get higher-study abroad, visa & migration-related latest updates from eGal!

Invalid email address
We promise not to spam you. You can unsubscribe at any time.

2 thoughts on “ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সম্পূর্ণ গাইডলাইন

  • 29/04/2021 at 12:23 AM
    Permalink

    Admission test deoa lagbe?

    Reply
  • 07/07/2021 at 11:30 PM
    Permalink

    সফটওয়্যার ইন্জিনিয়ারিং নিয়ে একটা আর্টিকেল চাই

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *