জার্মানির একটি নামকরা ফলিত বিজ্ঞান বিশ্যবিদ্যালয়ের পরিচয়

টেকনিশে হক্সসুলে ইঙ্গোলস্টাড্ট (Technische Hochschule Ingolstadt)

বাভারিয়া স্টেট এর অন্তর্গত ইঙ্গোলস্টাড্ট বিশ্ববিদ্যালয় ,১৯৯৪ সালে প্রতিষ্ঠিত, মূল ক্যাম্পাসটি ইংলস্ট্যাড্টের কেন্দ্রে অবস্থিত। দ্বিতীয় ক্যাম্পাসটি নিউবুর্গ শহরে অবস্থিত। প্রথম কোর্স (ব্যবসায় প্রশাসন) ৯০ জন শিক্ষার্থী এবং তিনজন অধ্যাপক নিয়ে শুরু হয়। বর্তমানে পাঁচটি অনুষদে প্রায় ৬০ টিরও বেশি কোর্স অফার করে। বিশ্ববিদালয়ের গবেষণা বাজেট প্রতি বছর প্রায় 20 মিলিয়ন ইউরো। গবেষণা এবং শিক্ষার কেন্দ্রীয় ফোকাস প্রযুক্তি এবং ব্যবসায়।

২০১৬ সালে, CARISSMA (সমন্বিত সুরক্ষা সিস্টেম ও পরিমাপ অঞ্চল স্বয়ংচালিত গবেষণা কেন্দ্র) গবেষণা এবং পরীক্ষা কেন্দ্রটি উদ্বোধন করা হয়। এটি যানবাহনের সুরক্ষার জন্য একটি দেশব্যাপী বৈজ্ঞানিক কেন্দ্র এবং এটি জার্মানির প্রয়োগকৃত বিজ্ঞানের প্রথম গবেষণা সুবিধা।

স্টাডিচেক.ডে (Studycheck.de) রেঙ্ককিং – এ টপ হক্সসুলে অ্যাওয়ার্ড ২০২১ পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে অফার করা ব্যাচেলর কোর্স গুলাে হল :
(i) Computer Science and Artificial Intelligence
(ii) Autonomous Vehicle Engineering
(iii) Energy Systems and Renewable Energies
(iv) Engineering and Management

বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে অফার করা মাস্টার্স কোর্স গুলাে হল :
(i)  International Automotive Engineering
(ii) Automotive Production Engineering
(iii) Renewable Energy Systems
(iv) Simulation based engineering
(v)Engineering and Management
(vi)Global Foresight and Technology Management
(vii)Retail and Consumer Management
(viii)User experience design

উইন্টার আবেদন শুরু মে-২,আবেদন শেষ জুলাই-৩১।
সামার আবেদন শুরু নভেম্বর-১৫ আবেদন শেষ জানুয়ারী-১৫।

আবেদন প্রক্রিয়া : মূলত ৩টি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ধাপ-১
প্রথমে Hochschulstart (DoSV) পোর্টাল থেকে রেজিস্ট্রেশন করে একটি পার্সোনাল একাউন্ট তৈরি করতে হবে। একাউন্ট তৈরি হওয়ার পর, লগইন করে আপনি সেখান থেকে (BID) এবং (BAN) নম্বর সংরক্ষন করতে পারবেন। এই নম্বর দুটি পরবর্তী ধাপে কাজে লাগবে।

লিংক : dosv.hochschulstart.de

ধাপ-২
এখন (Uni-Assist) এ আবেদন করতে হবে (VPD) জন্য
নিজস্ব সব তথ্য দিয়ে একাউন্ট তৈরি করার পর, (BID) এবং (BAN) নম্বরএর প্রয়জন হবে এবং (৭৫  ইউরো) পেমেন্ট করতে হবে এবং একাডেমিক সকল কাগজপত্র স্ক্যান  করে আপলোড করতে হবে। করোনা জন্য আবেদন অনলাইন এই যথেষ্ট কুরিয়ারের মাধ্যমে পাঠানোর প্রয়জন নেই।ব্যাচেলর এর ক্ষেত্রে (VPD) হচ্ছে এমন একটি সার্টিফিকেট যা প্রমান করে আপনার ইউনিভার্সিটি এন্টারন্যাস কোয়ালিফিকেশন আছে এবং সেখানে আপনার (HSC) এর উপর ভিত্তি করে একটি জার্মান গ্রেড এবং (HSC+University 1Year) উপর ভিত্তি করে একটি অ্যাভারেজ গ্রেড  দেওয়া থাকবে। সেটাকেই  (VPD) গ্রেড বলা হয় তবে মাস্টার এর ক্ষেত্রে শুধুমাত্র ব্যাচেলর এর ৪ বছরের গ্রেড কেই কাউন্ট
করা হয়।
নোট: (VPD) আবেদনের জন্য IELTS এর প্রয়োজন নেই।
(VPD) জন্য ৪/৬ সপ্তাহ সময় লাগতে পারে সর্বোচ্চ।(VPD) হয়ে  গেলে তারা আপনকে (Uni-Assist) এর ইনবক্স এ পিডিএফ কপি পাঠিয়ে দিবে এবং পিডিএফ কপিই যথেষ্ট আবেদন করার জন্য।
লিংক : https://my.uni-assist.de/

ধাপ-৩
সর্বশেষে (PRIMUSS CAMPUS IT) পোর্টাল থেকে রেজিস্ট্রেশন করে একটি পার্সোনাল একাউন্ট তৈরি করতে হবে। একাউন্ট তৈরি হওয়ার পর, লগইন করে আপনি সেখান থেকে আপনার পছন্দসই বিষয়ে আবেদন করতে পারবেন। সকল কাগজপত্র পিডিএফ আকারে আপলোড করতে হবে (VPD) সহ তারপর তারা এই পোর্টাল এর মাধ্যমে জানিয়ে দিবে তাদের ডিসিশন।
লিংক:https://www3.primuss.de/cgi-bin/bew_anmeldung_v2/index.pl?Session=&FH=fhin&Email=&Portal=1&Language=de

©লেখা : দিপ্ত বর্মন (Dipto Bormon)

Subscribe For Latest Updates!

Get higher-study abroad, visa & migration-related latest updates from eGal!

Invalid email address
We promise not to spam you. You can unsubscribe at any time.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *