নতুন ভাষা আয়ত্ত করা ও শিখার উপায়

ভাষা শিখার কথা মাথায় আসলেই অনেকের ভিতর একধরনের উৎকণ্ঠা কাজ করে, নতুন একটি ভাষা নতুন নিয়ম, কত ধরনের ব্যাকরণ আরও কত কিছুই না চিন্তা করে শেষ পর্যন্ত আশা ছেড়ে দেন বা অনেকই কিছুটা শুরু করে হাল ছেড়ে দেন।

অনেকেই আবার বুঝেন না কী করে বা কোথা থেকে শুরু করা উচিত। উত্তরটা কিন্তু খুব সহজ আবার খুব কঠিন… পরস্পর সাংঘর্ষিক কথা তাই না। ব্যাখা অবশ্যই আছে… ধরুন আপনি নতুন ভাষা হিসেবে ইংরেজি শিখতে আগ্রহী এবং আপনাদের মাঝে অনেকেই কিছু না কিছু ইংরেজি জানেন, অনেকেই স্কুল জীবনের দশ বছর ইংরেজি শিখার অভিজ্ঞতাও আছে ইতিমধ্যেই তাদের জন্য ইংরেজি শিখাটা অনেকটা সহজ।

এ তো গেলো “খুব সহজ”-এর ব্যাপারটি। আর যারা একদমই ইংরেজি পারেন না তাদের জন্য শিখাটা কঠিন, কঠিন কিন্তু অসম্ভব নয়। তারা অল্প অল্প করে নতুন নতুন ইংরেজি শব্দ শিখবেন প্রায় প্রতিদিন এবং যথাসম্ভব ব্যবহার করবেন। যেহেতু আমরা প্রায় সবাই শিক্ষিত তাই আজকে আমরা দেখবো যারা এরিমধ্যে অনেকটাই ইংরেজি পারেন তারা নিজিদের কীভাবে আরো দক্ষ করে তুলবেন।

  1. ভুল করুনঃ আমদের সবার মাঝেই এক ধরণের প্রবণতা কাজ করে আর তাহলো এটা মনে করা যে ভুল করা দোষের বিষয়। আসলে ভুল যদি কোনোকিছু শিখার ক্ষেত্রে করেন তাহলো সেই ভুল আপনার জন্যই ভালো কারণ ভুল না করে কোন কিছু শিখা যায়না । “Your mistake is your asset”. আপনার ভুল আপনার জন্য সম্পদ হয়ে দাড়ায় যদি আপনি সেই ভুল থেকে সিখে বড় কোন কিছু অর্জন করতে পারেন। একটু চিন্তা করে দেখেন আমাদের ছোটবেলায় আমরা হাঁটতে শিখেছি কিন্তু বার বার পড়ে গিয়ে। আমরা বার বার ভুল করে কথা বলতে শিখেছি। তাই ভুল করা লজ্জার কিছু নয় বরং ভুল থেকে শিখুন। 
  2. চর্চা করুনঃ আমার আগের পোষ্টে লিখেছি ” গাইতে গাইতে গায়েন বাইতে বাইতে বায়েন ” তার মানে অনুশীলন বা চর্চার কোন বিকল্প নেই। এমন কোন জাদু নেই যা আপনাকে রাতারাতি সাফল্যের চূড়ায় পৌঁছে দিবে। আজ যারা সাফল্যের দ্বারপ্রান্তে তারাও বছরের পর বছর অধ্যবসায় করে তাদের সাফল্য অর্জন করেছে।ভাষা শিক্ষাও একটি চর্চা ও ব্যবহার এর ব্যাপার, আপনি যত বেশি চর্চা করবেন যত বেশি আপনার দৈনন্দিন কাজে নতুন ভাষাটিকে ব্যবহার করবেন আপনি ততদ্রুত সেই ভাষায় পারদর্শী হয়ে উঠবেন।ভাষা চর্চা করার বেপারটা কিন্তু অন্য কোন নতুন কিছু শিখার চেয়ে সহজ কারণ আমাদের প্রতিনিয়ত কথা বলতে হয় ।  
      1. ভাষা চর্চা করার জন্য আপনি খুব কাছের বন্ধুদের যারা আপনারি মত আগ্রহী তাদের সাথে নির্দিষ্ট সময় বেঁছে নিয়ে চর্চা করতে পারেন। কোন নির্দিষ্ট বিষয় নিয়ে যে কথা বলতে হবে এমন নয়  দৈনন্দিন ঘটে যাওয়া যে কোন কিছু নিয়ে শুরু করতে পারেন।
      2. আপনার চারপাশের পরিবেশটি এমন করে গড়ে নিতে পারেন যেখানে আপনাকে ইংরেজিতে কথা বলতে বাধ্য হবেন। যেমন – আপনার ভার্সিটি , অনলাইন মাল্টিপ্লেয়ার গেম, স্পিকিং ক্লাব , প্রাইভেট টিউটর ইত্যাদি। 
      3. বাসায় আপনার ভাই-বোন তাদেরও আপনি উৎসাহিত করতে পারেন আপনার সাথে তারা যাতে ইংরেজিতে কথোপকথন করে। 
  3. লজ্জা ভুলে যানঃ আমাদের বিশেষ করে যারা একটু লাজুক ধরণের তারা ভাষা শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড়ধরনের যে সমস্যায় পড়ে তা হল লজ্জা পাওয়া। অনেকে আবার সবার সামনে ভুল হলে লজ্জায় পড়ে যাওয়ার ভয়ে কথাই বলতে চান না । আপনাদের সবার জন্য একটি ঘটনা মনে করিয়ে দেই ঘটনাটি শুনলে আপনারা সবাই মনে মনে হাসবেন , “ছোটবেলায় আপনি আমি সবাই কিন্তু ভুল করতাম , না জানি কত ভুল করেছি আর বড়দের সামনে কতই না উলটা পাল্টা কথা বলেছি”  কিন্তু তখন আমরা কেওই লজ্জা জিনিসটি সম্পর্কে অবগত ছিলাম না। আমাদের এখন সেই রকমই হতে হবে, ভুল করবেন কিন্তু লজ্জিত হবেন না কারণ আপনি এখন একজন শিক্ষার্থী আর আপনার ভুল হওয়াটাই স্বাভাবিক ।
  4. লক্ষ্য নির্ধারণঃ যেকোনো কিছু অর্জন করার জন্য লক্ষ্য নির্ধারণ করা দরকার । নতুন ভাষা শিখার ক্ষেত্রেও লক্ষ্য নির্ধারণ করে সেই অনুযায়ী কাজ করে যেতে হবে, এই লক্ষ্য অর্জনে সবচেয়ে বড় বাঁধা হবে আলসেমি অন্য কিছু নয়। আপনার দৃঢ় প্রতিজ্ঞা থাকলে আপনি যে কোন সমস্যার সমাধান করে নিতে পারবেন কিন্তু আলসেমি করলে চলবে না লক্ষ্য অর্জনের জন্য নিয়মিত কাজ করে যেতে হবে।
  5. সাহায্য নিনঃ মানুষের জীবনে কোন না কোন পর্যায়ে তাকে অন্যের সাহায্য নিতে হয়, আমাদের মাতৃভাষা শিখার জন্য আমাদের সাহায্য করেছে আমাদের মা-বাবা , আত্মীয় ও পরিবেশের সবাই। নতুন ভাষা শিখার ক্ষেত্রে আমাদের প্রয়োজনমত বন্ধু, শিক্ষক, পরিবার বা বাহিরের যে কার সাহায্য নিতে হতে পারে। তাই সর্বক্ষেত্রে নিজেকে মানিয়ে নিয়ে অন্যের সাহায্য নিতে শিখুন বা আপনি অন্যদের সাহায্যে এগিয়ে আসুন।

আশা করি উপরোক্ত বিষয়গুলো যথারীতি বুঝে অনুসরণ করার মাধ্যমে আমরা যেকোনো নতুন ভাষা খুব সহজেই আয়ত্ত করতে পারবো। 

Our Best Partners: https://casino-sportaza.com/ https://turvallinenkasinot.com/review/caxino-casino/ https://toppikakasino.com/ internet kasinot https://turvallinenkasinot.com/ paynplay 1€ casino parhaat trustly kasinot https://kasinopaynplay.com/ jouer big bass splash

Subscribe For Latest Updates!

Get higher-study abroad, visa & migration-related latest updates from eGal!

Invalid email address
We promise not to spam you. You can unsubscribe at any time.

Shahitto

Love Computer, Android and Information Technology. Like Traveling. True happiness comes when we can make others happy.

5 thoughts on “নতুন ভাষা আয়ত্ত করা ও শিখার উপায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *