পোল্যান্ডে উচ্চশিক্ষার আদ্যোপান্ত

পোল্যান্ড হচ্ছে মধ্য ইউরোপের এক অপূর্ব সুন্দর দেশ। সাতটি দেশ ঘিরে রয়েছে পোল্যান্ডকে। পূর্বে ইউক্রেন ও বেলারুশ, পশ্চিমে জার্মানি, উত্তরে লিথুয়ানিয়া ও রাশিয়া এবং দক্ষিণে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া। কার্পেথিয়ান পাহাড়ের সবুজের ছায়াঘেরা এবং বাল্টিক সাগরের নীল জলরাশি নিয়ে নীল সবুজের দেশ এই পোল্যান্ড।

পোল্যান্ডে ৪০০ টিরও বেশি বিশ্ববিদ্যালয় এবং কলেজ রয়েছে। পোল্যান্ড একটি সাশ্রয়ী মূল্যের ইউরোপীয় দেশ হিসাবে পরিচিত যেখানে সমৃদ্ধ ইতিহাস এবং অসংখ্য উচ্চ-মানের বিশ্ববিদ্যালয় রয়েছে।

পোল্যান্ডে জীবনযাত্রার মান বেশ উন্নত। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জীবন-যাপন খরচ ও টিউশন ফি তুলনামুলক কম এবং ভিসা প্রক্রিয়া খুবই সহজ। এই কারণে পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য পোল্যান্ডকে বেছে নিচ্ছেন।

পোল্যান্ডের রাষ্ট্রীয় ভাষা পোলিশ তাই এখানের বেশিরভাগ কোর্স পোলিশ ভাষায় পড়ানো হয়। চিন্তার কোনো কারণ নেই, পোল্যান্ডের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে পোলিশ ভাষা শেখার জন্য অনেক ব্যবস্থা আছে। সেইসাথে বিভিন্ন ইংরেজি ভাষার কোর্সও রয়েছে। পোল্যান্ডে ইংরেজি ভাষার কোর্সে উচ্চশিক্ষার জন্য যেতে চাইলে আইএলটিএসে স্কোর ভালো থাকতে হবে।

পোল্যান্ডের শীর্ষ বিশ্ববিদ্যালয় গুলো-
  • University of Warsaw
  • Jagiellonian University
  • Warsaw University of Technology
  • Wroclaw University of Science and Technology (WRUST)
  • Poznan University of Technology
  • University of Wroclaw
  • Vistula University
  • Warsaw School of EconomicsLazarski University
  • University of Lodz
  • Adam Mickiewicz University
পোল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত-
  • ১. ইউনিভার্সিটি।
  • ২. টেকনিক্যাল ইউনিভার্সিটি।
  • ৩. মেডিক্যাল একাডেমি।
  • ৪. এগ্রিকালচারাল একাডেমি।
  • ৫. ইকোনমিক্যালি একাডেমি।
  • ৬. হায়ার টিচার এডুকেশনাল স্কুল।
  • ৭. একাডেমিস অব মিউজিক, ফাইন আর্টস, থিয়েটার এন্ড সিনেমাটোগ্রাফি।
  • ৮. একাডেমিস অব ফিজিক্যাল এডুকেশন।
  • ৯. থিওলজিক্যাল একাডেমিস।
  • ১০. মারচেন্ট মেরিন একাডেমিস।
  • ১১. মিলিটারি স্কুল।
  • ১২. স্কুল অব পুলিশ।
  • ১৩. স্টেট স্কুল অব হায়ার ভোকেশনাল এডুকেশন।
  • ১৪. নন পাবলিক স্কুল।
  • ১৫. নন স্টেট স্কুল অব হায়ার ভোকেশনাল এডুকেশন।

নিম্নোক্ত বিষয়গুলো পড়ার জন্য বেশ ভালো পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো।

  • ইন্টেরিয়র ডিজাইন।
  • আর্ট এডুকেশন।
  • জার্নালিজম ও সোশ্যাল কমিউনিকেশন।
  • ইকোনমিক্স, এডমিনিস্ট্রেশন।
  • বায়োটেকনোলজি।
  • ফার্মেসি।
  • ফিলোসফি।
  • মেডিকেল এনালাইসিস।
  • জিওগ্রাফি।
  • ফরেস্ট্রি।
  • আইন।
  • নার্সিং।
  • থিওলজি।
  • মিউজিকোলজি।
  • ফুড টেকনোলজি।
  • ফটো।
  • ফিল্ম এন্ড টিভি ক্যামেরাসহ রয়েছে আরো অনেক বিষয়।
পোল্যান্ড বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া-

পোল্যান্ডের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব ওয়েবসাইটে শিক্ষার্থীদের স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন সম্পর্কিত সব তথ্য রয়েছে যা ভবিষ্যতে ভর্তির জন্য উপযোগী।

সুতরাং, আপনি একবার আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়টি নির্বাচন করার পরে, আপনি তাদের প্রয়োগের মাধ্যমে কাজ সম্পন্ন করবেন এবং আপনার কাগজপত্র সেখানে জমা দিবেন। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশন চলাকালীন সময়ে আপনার যেসব ডকুমেন্ট জমা দিতে হবে সেগুলো হচ্ছে-

  • ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট (মাস্টার্স এ অ্যাপ্লাই করতে)।
  • মাস্টার্স ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট (পিএইচডি এর জন্য)।
  • IELTS স্কোর 6.5 থেকে 7 (ইংরেজি মাধ্যমের জন্য)।
  • এসএসসি ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
  • এইচএসসি ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
  • মোটিভেশনাল লেটার
  • সিভি/ রিজিউমি।
  • আপনার পোর্টফোলিও
  • রেফারেন্স লেটার (২-৩টা)।
ইংরেজি ভাষার পরীক্ষা-

পোল্যান্ডে উচ্চশিক্ষার জন্য আপনার ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট দরকার হবে। পোলিশ বিশ্ববিদ্যালয়গুলির গৃহীত সার্টিফিকেট গুলো হচ্ছে-

পোল্যান্ডে স্টুডেন্ট ভিসার জন্য যেভাবে আবেদন করবেন-

পোল্যান্ডে উচ্চশিক্ষার জন্য আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। প্রথমে পোলিশ ভিসা আবেদন ফর্মটি ডাউনলোড করুন, এটি সম্পূর্ণভাবে পূরণ করুন। তারপর আপনি পোল্যান্ড শেঞ্জেন ভিসা আবেদন ফর্মটি পূরণ করবেন আর একটি হার্ড-কপি প্রিন্ট-আউট রাখবেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে আপনি সর্বপ্রথম তিন মাসের জন্য বৈধ ভিসা পাবেন। ভিসা পেতে আপনার যে কাগজগুলো তৈরি করতে হবে সেগুলো হচ্ছে-

  • কমপ্লিটেড ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম।
  • বিশ্ববিদ্যালয়ের অফার লেটার।
  • বৈধ পাসপোর্ট (কমপক্ষে ১ বছর এর বেশি মেয়াদ থাকতে হবে)
  • শিক্ষাগত কাগজপত্র।
  • ব্যাংক স্টেটমেন্ট (আর্থিক সামর্থ্যের প্রমাণপত্র)।
  • হেলথ ইস্যুরেন্স।
  • IELTS স্কোর সার্টিফিকেট।
  • নাগরিক মর্যাদার প্রমাণ।
  • পাসপোর্ট সাইজ ছবি।
পোল্যান্ড বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি-

পোল্যান্ডে ইউনিভার্সিটি এবং কোর্স ভেদে প্রতি বছরে ব্যাচেলর্স প্রোগ্রামের জন্য টিউশন ফি ৫০০-৬০০০ ইউরো। এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য ১০০০-৮০০০ ইউরো হয়ে থাকে। একজন আন্তর্জাতিক শিক্ষার্থীর জীবনযাত্রার মাসিক ব্যয় ৩৫০-৫৫০ ইউরো হয়ে থাকে যা তিনি পার্ট টাইম কাজ করে সহজেই তার যাবতীয় খরচ মেটাতে পারেন।

পোল্যান্ডের রাতের দৃশ্য কেমন সেটা এই ভিডিওটা থেকে দেখে নিতে পারেন।

লেখাটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন।
কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন।
সবসময় আপনার সহযোগিতায় আমরা পাশে আছি।

জি ধন্যবাদ।

লেখাটি লিখেছেন- রেদোয়ান আহমেদ

উচ্চশিক্ষা নিয়ে আমার আরও লেখা পড়ে দেখুন-

বেলজিয়ামে উচ্চশিক্ষা
ফ্রান্সে উচ্চশিক্ষা
ফিনল্যান্ডে উচ্চশিক্ষা
জার্মান বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া : শুরু থেকে শেষ

2 thoughts on “পোল্যান্ডে উচ্চশিক্ষার আদ্যোপান্ত

  • 07/05/2021 at 7:18 PM
    Permalink

    Khub valo likhecen bhai

    Reply
  • 30/08/2023 at 7:49 PM
    Permalink

    Lebe lange, glücklich, stark. Jung bleiben. Ich bin Md. Obaidul aus Bangladesch

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *