টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখঃ জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়

জার্মানি হচ্ছে ইউরোপের সমৃদ্ধশালী একটি দেশ। প্রায় ৩০০টিরও বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে দেশটিতে। দেশটিতে পড়তে যেতে কোন প্রকার টিউশন ফি লাগেনা। উচ্চশিক্ষায় আগ্রহী ছাত্রছাত্রীদের পছন্দের তালিকায় থাকে দেশটি। এখানে শত শত বিশ্ববিদ্যালয় আর এত পরিমাণে কোর্স রয়েছে যে, শিক্ষার্থীরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়বে তা নিয়ে চিন্তায় পড়ে যায়। তবে যারা একটু খোঁজ খবর রাখেন তারা জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়গুলোকে পছন্দের তালিকায় রাখেন। টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। জার্মানির সেরা ১০টি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানুন।

পরিচিতিঃ

টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ (TUM) ইউরোপের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। ১৮৬৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ইউরোপের মধ্যে এটির অবস্থান ১৪তম। বর্তমানে টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখে ৪৫,৩৫৬ জন শিক্ষার্থী রয়েছে। ১৫টি স্কুল এবং ডিপার্টমেন্ট রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। প্রায় ১৭৮টি কোর্স রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। ৬টি সমন্বিত গবেষণা কেন্দ্র এবং ৭টি কর্পোরেট গবেষণা কেন্দ্র মিলিয়ে মোট ১৩টি গরেষণা কেন্দ্র রয়েছে।

টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখে প্রায় ১৫,৪২১ জন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে। যা মোট ছাত্রছাত্রীর প্রায় ৩৪%। এইখানে প্রফেসরের সংখ্যা ৬১২ জন। ইউনিভার্সিটিটির ৪টি ক্যাম্পাস রয়েছে।যাদের অবস্থান মিউনিখ, গার্চিং, ওয়েইনস্টেফেন এবং স্ট্রাবিং শহরে। এটি ইউরোপের প্রযুক্তিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বেশ কয়েকটি নোবেল পুরষ্কার বিজয়ীর গৌরবও অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। জার্মানিতে উচ্চশিক্ষার বিস্তারিত জানুন

যেসকল ডিপার্টমেন্ট রয়েছে

  • Aerospace and Geodesy
  • Architecture
  • Chemistry
  • Civil, Geo and Environmental Engineering
  • Electrical and Computer Engineering
  • Informatics
  • Mechanical Engineering
  • Mathematics
  • Physics
  • Sport and Health Sciences

যেসকল স্কুল রয়েছে

  • TUM School of Education
  • TUM School of Governance
  • TUM School of Life Sciences
  • TUM School of Management
  • TUM School of Medicine

বিশ্ববিদ্যালয়টিতে যতগুলো স্কুল বা ডিপার্টমেন্ট রয়েছে, তাদের প্রত্যেকটির অধীনে একাধিক কোর্স বা প্রোগ্রাম রয়েছে। এই বিশ্ববিদ্যালয়টিতে পড়ার জন্য প্রায় ১৭৮টি কোর্স বা পোগ্রাম খুঁজে পাবেন।

ব্যচেলরে যেসকল কোর্স বা প্রোগ্রাম রয়েছে

  1. Agricultural and Horticultural Sciences
  2. Architecture
  3. Biochemistry
  4. Bioeconomic
  5. Biogenic Materials
  6. Bioinformatics 
  7. Brewing and Beverage Technology
  8. Chemical Biotechnology
  9. Chemical Engineering
  10. Chemistry 
  11. Civil Engineering
  12. Electrical Engineering and Information Technology
  13. Electronics and Data Engineering
  14. Engineering Science
  15. Environmental Engineering
  16. Food Chemistry
  17. Food Technology
  18. Forest Science and Resource Management 
  19. Geodesy and Geoinformation
  20. Geosciences
  21. Health Sciences
  22. Informatics
  23. Informatics: Games Engineering
  24. Information Systems
  25. Landscape Architecture and Landscape Planning
  26. Life Sciences Biology
  27. Life Sciences Nutrition
  28. Management and Technology
  29. Management and Technology (TUM-BWL)
  30. Mathematics 
  31. Mechanical Engineering
  32. Molecular Biotechnology
  33. Pharmaceutical Bioprocess Engineering
  34. Physics 
  35. Political Science
  36. Sport Science
  37. Teaching at Academic Secondary Schools – Scientific Education
  38. Technology of Biogenic Resources
  39. Vocational Education Agriculture (Teaching at Vocational Schools) 
  40. Vocational Education Electrical Engineering and Information Technology (Teaching at Vocational Schools) 
  41. Vocational Education Health and Health Care Science (Teaching at Vocational Schools) 
  42. Vocational Education Metal Engineering (Teaching at Vocational Schools) 
  43. Vocational Education Nutrition and Home Economics (Teaching at Vocational Schools) 
  44. Vocational Education Structural Engineering (Teaching at Vocational Schools 

মাস্টার্সে যেসকল কোর্স বা প্রোগ্রাম রয়েছে

  1. Aerospace
  2. Aerospace Engineering
  3. Agricultural Biosciences
  4. Agrosystem Sciences
  5. Automotive Engineering
  6. Biochemistry 
  7. Bioeconomy 
  8. Bioinformatics 
  9. Biology
  10. Biomass Technology
  11. Biomedical Computing (BMC)
  12. Biomedical Engineering and Medical Physics
  13. Biomedical Neuroscience
  14. Brewing and Beverage Technology 
  15. Business Education I
  16. Business Education II with second teaching subject
  17. Cartography 
  18. Chemical Biotechnology
  19. Chemical Engineering 
  20. Chemistry 
  21. Civil Engineering (M.Sc.)
  22. Communications Engineering
  23. Computational Mechanics
  24. Computational Science and Engineering (CSE)
  25. Conservation and Landscape Planning
  26. Consumer Science
  27. Data Engineering and Analytics
  28. Development, Production, and Management in Mechanical Engineering
  29. ESPACE – Earth Oriented Space Science and Technology
  30. Ecological Engineering
  31. Electrical Engineering and Information Technology
  32. Energy and Process Engineering
  33. Engineering Geology and Hydrogeology
  34. Environmental Engineering
  35. Ergonomics – Human Factors Engineering
  36. Executive MBA in Business & IT
  37. Executive MBA in General Management
  38. Executive MBA in Innovation and Business Creation
  39. Finance and Information Management (FIM)
  40. Food Chemistry 
  41. Food Technology and Biotechnology
  42. Forestry and Wood Science
  43. Geothermic/ GeoEnergie
  44. Geodesy and Geoinformation
  45. Green Electronics
  46. Health Science – Prevention and Health Promotion
  47. Industrial Biotechnology
  48. Industrial Chemistry
  49. Informatics
  50. Informatics: Games Engineering
  51. Information Systems
  52. Integrated Circuit Design
  53. Intellectual Property and Competition Law (Continuing Education Program
  54. Land Management and Geospatial Science
  55. Landscape Architecture 
  56. Management (Main Location: Heilbronn)
  57. Management (Main Location: Munich)
  58. Management and Innovation
  59. Management and Technology (TUM-BWL)
  60. Materials Science and Engineering
  61. Mathematical Finance and Actuarial Science
  62. Mathematics
  63. Mathematics in Data Science
  64. Mathematics in Operations Research
  65. Mathematics in Science and Engineering
  66. Matter to Life
  67. Mechatronics and Robotics
  68. Medical Engineering and Assistance Systems
  69. Molecular Biotechnology
  70. Neuro engineering
  71. Nutrition and Biomedicine
  72. Pharmaceutical Bioprocess Engineering
  73. Physics (Applied and Engineering Physics) 
  74. Physics (Biophysics)
  75. Physics (Condensed Matter Physics) 
  76. Physics (Nuclear, Particle, and Astrophysics)
  77. Politics & Technology
  78. Power Engineering
  79. Quantum Science & Technology
  80. Radiation Biology
  81. Rail, Transport, and Logistics
  82. Research on Teaching and Learning
  83. Resource Efficient and Sustainable Building
  84. Responsibility in Science, Engineering, and Technology (RESET)
  85. Robotics, Cognition, Intelligence
  86. Science and Technology Studies (STS)
  87. Software Engineering
  88. Sport and Exercise Science
  89. Sustainable Management and Technology
  90. Sustainable Resource Management
  91. Technology of Biogenic Resources
  92. Traditionelle Chinesische Medizin (TCM), weiterbildender Masterstudiengang, Teilzeit (Master)
  93. Transportation Systems
  94. Urbanism – Urban and Landscape Studies and Design
  95. Vocational Education Agriculture (Teaching at Vocational Schools)
  96. Vocational Education Electrical Engineering and Information Technology (Teaching at Vocational Schools)
  97. Vocational Education Health and Health Care Science (Teaching at Vocational Schools)
  98. Vocational Education Metal Engineering (Teaching at Vocational Schools)
  99. Vocational Education Nutrition and Home Economics (Teaching at Vocational Schools)
  100. Vocational Education Structural Engineering (Teaching at Vocational Schools

এগুলো ছাড়াও আরোও অনান্য কিছু কোর্স রয়েছে। সবগুলো কোর্স ও টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ সম্পর্কে আরোও জানতে ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখুন।

আবেদন প্রক্রিয়াঃ

পুরো জার্মানির যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলোতেই সাধারণত ২ ভাবে আবেদন করা হয়ে থাকে। ১- ইউনি-অ্যাসিস্ট ২-সরাসরি বিশ্ববিদ্যালয় পোর্টালে। তবে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলো ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টদের ইউনি-অ্যাসিস্টের মাধ্যমে আবেদন করতে বলে থাকে। কিভাবে আবেদন করবেন তা ডাডের প্রতিটি কোর্সের রেজিস্ট্রেশন সেকশনে ও বিশ্ববিদ্যালয়য়ের ওয়েবসাইটে বলা থাকে।

টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখে ইউনি-অ্যাসিস্টের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু করতে হয়। তার পাশাপাশি ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টালে সকল ডকুমেন্টস আপলোড করতে হয়। তবে মনে রাখা ভালো, প্রতিটি কোর্সের ভিন্নতা রয়েছে। সুতরাং কিভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তা ভালো ভাবে দেখে নিন। খুব সম্ভবত টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ অ্যাপ্লিকেন্টদের স্কাইপ ইন্টারভিউ নিয়ে থাকে (সব কোর্সের ক্ষেত্রে নাও নিতে পারে)। বিশ্ববিদ্যালয়টির আবেদন প্রক্রিয়ার বিস্তারিত জানতে ভিজিট করুন।

কোন প্রকার টিউশন ফি নেই বিশ্ববিদ্যালয়টিতে। তবে সেমিস্টার কন্ট্রিবিউশন ফি আছে। যা জার্মানির প্রায় সকল বিশ্ববিদ্যালয়েই থাকে। যা বিশ্ববিদ্যালয় ভেদে ৫০থেকে ৩০০ ইউরোর মত হয়ে থাকে। সাধারনত ছোট শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে সেমিস্টার কন্ট্রিবিউশন ফি কম হয়ে থাকে। তবে এর বিনিময়ে একটি সেমিস্টার কার্ড দেওয়া হয়, যা দিয়ে স্ব-স্টেটে কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট শহরে বাস ও ট্রেনে ফ্রিতে ভ্রমন করা যায়।

Nazmul Hasan

Assalamu Alaikum. This is Nazmul Hasan. I am from Bangladesh. I am Civil Engineering Student. I love to share information about higher studies and immigrants. Because many students fail to fulfill their dream of higher education only due to a lack of information

4 thoughts on “টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখঃ জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়

  • 22/05/2021 at 2:05 PM
    Permalink

    আঙ্কেল আপনি যেভাবে সাহায্য করেন এতে অনেক অনেক অনেক বেশি উপকৃত হই।
    স্বপ্ন আছে জার্মানি তে মাস্টার্স করতে যাব।
    ইনশাআল্লাহ।
    আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।
    ❤️❤️❤️

    Reply
    • 23/05/2021 at 4:36 PM
      Permalink

      ধন্যবাদ আপনাকে। ইনশা আল্লাহ্‌ আপনার স্বপ্ন পূরণ হবে। আপনার সবটুকু চেষ্টা দিয়ে স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করুন।

      Reply
  • 20/06/2021 at 12:09 PM
    Permalink

    ভাই আপনার হেল্প চাই আপনাদের ধন্যবাদ আমি জার্মান জেতে চাই

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *