স্পেনে উচ্চশিক্ষার বিস্তারিত দিকনির্দেশনা

ইউরোপীয় দেশগুলোর মধ্যে অন্যতম দর্শনীয়, আকর্ষণীয় সংস্কৃতি এবং উন্নত জীবনধারার দেশ হলো স্পেন। দেশটি আয়তনের দিক থেকে ফ্রান্স, রাশিয়া, ইউক্রেনের পরেই ইউরোপের ৪র্থ বৃহত্তম এবং দক্ষিণ ইউরোপের বৃহত্তম একটি দেশ। স্পেনের আয়তন ৫,০৫,৯৯০ বর্গ কিঃ মিঃ যা বিশ্বের ৫১তম দেশ।

স্পেনের পশ্চিম দিকে পর্তুগাল এবং উত্তর-পূর্ব দিকে ফ্রান্স। দেশটির উত্তরে বিস্কাই উপসাগর, দক্ষিণে মরক্কো, দক্ষিণ-পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর। স্পেন এর সাংবিধানিক নাম Reino de España (Kingdom of Spain) এবং এটি একটি সেঞ্জেন এবং ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত দেশ।

স্পেনের বৃহত্তম শহর ও রাজধানী হচ্ছে মাদ্রিদ। ফুটবল স্পেনের সবচেয়ে জনপ্রিয় খেলা সেটা আমরা সবাই জানি। বার্সেলোনা এবং রিয়েল মাদ্রিদ দেশটির বড় দুটি জনপ্রিয় ফুটবল ক্লাব, যা বিশ্বব্যাপী পরিচিত।

বার্সেলোনা, ভালেন্সিয়া, মালাগা, বিলবাও স্পেনের গুরুত্বপূর্ণ শহর। স্পেনের প্রধান ভাষা হচ্ছে স্প্যানিস। স্প্যানিস উপদ্বীপে পাঁচটি আলাদা আলাদা ভাষা রয়েছে- কাতালান, ক্যাসটিলিয়ান, বাস্কে, গালিচিয়ান, আরানেসে।

তবে তার মানে এই নয় যে সমস্ত স্প্যানিশ লোকজন এই ভাষাগুলি ব্যবহার করে। স্পেন রাজনৈতিকভাবে বিভিন্ন অঞ্চলে বিভক্ত এবং স্প্যানিশ স্বায়ত্তশাসিত সম্প্রদায়গুলিতে এই ভাষাগুলি সরকারী এবং বেসরকারী কাজে ব্যবহৃত হয়।

স্পেনের দক্ষিণ-পূর্ব দিকের ভূমধ্যসাগরীয় উপকূল অঞ্চলটিতে আছে সারি সারি পাম গাছ। সুগন্ধি রোজমেরির ঝাড় ও অন্যান্য বিভিন্ন প্রকার উদ্ভিদের দেখা মিলবে। স্পেনের জলবায়ু মৃদু হওয়ার সুবাদে বালেয়ারীয় দ্বীপপুঞ্জ আর এই অঞ্চলটিতে প্রতি বছরই লক্ষ লক্ষ পর্যটক ভ্রমন করতে স্পেনে আসে। স্পেনের বেশির ভাগ শহরে কমবেশি বাংলাদেশী বসবাস করেন।

শুধু তাই নয়, স্পেন পৃথিবীর বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি পছন্দসই অধ্যয়নের গন্তব্যস্থল। স্পেন পড়াশুনার পরিবেশ সার্বিক সুযোগ ও মানের বিচারে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক এগিয়ে আছে। মজার ব্যপার হলো, আমেরিকা থেকেও উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থী পাড়ি জমায় ইউরোপের এই দেশটিতে।

“Spain- a great whale stranded on the shores of Europe”
– Elizabeth Oakes Smith

আজকে স্পেন নিয়ে অনেক তথ্য জানলাম, তো চলুন এখনই জেনে নেয়া যাক যে কিভাবে উচ্চশিক্ষার জন্য স্পেনে আবেদন করতে পারবেন। কোনো প্রকার এজেন্সি কিংবা দালাল ছাড়াই অতি সহজে নিজে নিজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

স্পেনে সরকারী এবং বেসরকারী মিলিয়ে ৭৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, ডক্টরেট ও পিএইচডি পর্যায়ে বিভিন্ন কোর্স আছে। এছাড়াও বিভিন্ন ধরণের ডিপ্লোমা কোর্স করতে পারবেন।

ব্যাচেলর ডিগ্রির কোর্স তিন থেকে চার বছর, মাস্টার্স ডিগ্রির কোর্স এক থেকে দুই বছর এবং পিএইচডি তিন থেকে চার বছর মেয়াদি হয়ে থাকে। সেই সাথে রয়েছে স্কলারশিপের সুযোগ। তার মধ্য থেকে অন্যতম কোর্সগুলো হচ্ছে-

  • ফিলোসফি।
  • লাইব্রেরি সায়েন্স।
  • বায়োটেকনোলজি অকুপেশনাল থেরাপি প্রোগ্রাম।
  • অডিওলজি।
  • ফুড সায়েন্স।
  • ফার্মাসি।
  • ফিশারিস।
  • এডমিনিস্ট্রেটিভ ল।
  • সিভিল ল।
  • স্পেশালিষ্ট টিচার এডুকেশন।
  • পাবলিক ল।
  • ম্যাথমেটিক্স।
  • ফিজিওথেরাপি।
  • ইঞ্জিনিয়ারিং।
  • আইন।
  • আর্ট এন্ড ডিজাইন।
  • মেরিটাইম সায়েন্স।
  • আর্টটেকচার।
  • অটোলজি।
  • সয়েল সায়েন্স।
  • জার্নালিজম।
  • মেডিক্যাল সায়েন্স।
  • বায়োলজি।
  • ফিজিক্স।
  • ডেনটিসট্রি।
  • অর্থোপেডিকস।
  • রেডিওলোজী।
  • ন্যাচারাল সায়েন্স।
  • সোশাল সায়েন্স।
  • আর্কিটেকচার।
  • আর্টস।
  • বিজনেস স্টাডিজ।
  • ম্যানেজমেন্ট সায়েন্স।
  • সোশাল ওয়ার্ক।
  • নার্সিং।
  • ভেটেরিনারি মেডিসিন।
  • ফিজিকোলজি।
  • আরলি চাইল্ডহুড এডুকেশন।
  • এগ্রিকালচারাল সায়েন্স।

স্পেনের শীর্ষ বিশ্ববিদ্যালয় গুলো হচ্ছে-

  • Universitat de Barcelona
  • La Universitat de València
  • Pablo de Olavide University
  • Universidad de Granada
  • Universidad de Salamanca
  • Universidad Deusto
  • Universidad Antonio de Nebrija
  • Universidad Complutense de Madrid
  • Universitat Autònoma de Barcelona
  • Complutense University of Madrid
  • University of Navarra
  • Technical University of Valencia

স্পেনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোর্স ও সেশন-

স্পেনের বিশ্ববিদ্যালয়ে তিন ধাপে শিক্ষার্থীদের ভর্তির আবেদন গ্রহন করা হয়। স্প্যানিশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২-ধরনের কোর্স অফার করে, একটি অফিসিয়াল কোর্স যা স্পেনের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমদিত এবং আরেকটি কোর্স হলো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোর্স যা বিশ্ববিদ্যালয় নিজেই অনুমোদন করে থাকে।

১) ব্যাচেলর কোর্স

ব্যাচেলর কোর্সে ভর্তির জন্য বছরের শুরুতে ফেব্রুয়ারী থেকে জুন এর মধ্যে আবেদন গ্রহন করা হয়। ব্যাচেলর কোর্স ৪ বছর মেয়াদী এবং কোর্স ক্রেডিট ২৪০।

২) মাস্টার্স কোর্স-

মাস্টার্স কোর্সে ভর্তির জন্য বছরের মাঝামাঝি সময়ে এপ্রিল থেকে সেপ্টেম্বর এর দিকে ভর্তির আবেদন গ্রহন করা হয়। মাস্টার্স কোর্স ১-২ বছর মেয়াদী এবং কোর্স ক্রেডিট ৬০ থেকে ১২০ হয়ে থাকে।

৩) গবেষণামূলক/ PhD কোর্স-

সাধারণত প্রতি বছর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদন গ্রহন করা হয়। গবেষণামূলক/ PhD কোর্সগুলো 8-৫ বছর মেয়াদী হয়ে থাকে।

স্পেনের বিশ্ববিদ্যালয়ে আবেদনের প্রক্রিয়া-

স্পেনে প্রতিবছর শিক্ষা বছর অক্টোবর মাস থেকে শুরু হয়। তাই প্রতিবছর অক্টোবরের আগেই শিক্ষার্থীদের উচিত বিভিন্ন কোর্সে ভর্তির আবেদনের জন্য নিজেকে প্রস্তুত করা এবং যাবতীয় কাগজাদি তৈরি করে রাখা।

স্পেনে ভর্তির আবেদনের সময় প্রায় সব বিশ্ববিদ্যালয়ে একই সময়ে শুরু হয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব ওয়েবসাইটে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন সম্পর্কিত সব তথ্য রয়েছে যা ভবিষ্যতে ভর্তির জন্য যথেষ্ট।

আপনি আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়টি নির্বাচন করে তাদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেখানে আপনার সমস্ত কাগজাদি আপলোড করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে আপনার যা প্রয়োজন সেগুলো হচ্ছে-

  • অ্যাপ্লিকেশান ফর্ম।
  • আপ্লিকেশন ফি।
  • এসএসসি ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
  • এইচএসসি ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
  • ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট (মাস্টার্স এ আবেদন করতে)।
  • মাস্টার্স ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট (পিএইচডি আবেদন করতে)।
  • আপনার সিভি।
  • ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট IELTS/ TOEFL (ইংরেজি মাধ্যমের জন্য)।
  • স্প্যানিশ ভাষা দক্ষতার সার্টিফিকেট DELE B1-B2 এর সনদ।
  • পাসপোর্ট।
  • পাসপোর্ট সাইজ ছবি।
  • জন্ম নিবন্ধন সার্টিফিকেট।
  • রিকমেন্ডেশন লেটার ২-৩টা। (ক্ষেত্র বিশেষে প্রয়োজন হলে)।

সকল কাগজপত্র প্রয়োজন অনুযায়ী জমা দিতে হবে এবং কোনো দ্বিধা থেকে থাকলে বিশ্ববিদ্যালয়ে মেইল করে জেনে নিতে হবে।

স্পেনে স্টুডেন্ট ভিসার জন্য কীভাবে আবেদন করবেন?

স্পেন এমব্যাসি Embassy of Spain in Bangladesh ভিসা এপোয়েন্টমেন্ট এর জন্যে ইমেইল করতে হবে। ভিসার জন্য আবেদনকারীকে যাবতীয় কাগজপত্র সহ স্পেন দুতাবাসে যোগাযোগ করতে হবে। ইন্টার্ভিউতে যে সকল পেপারস নিয়ে উপস্থিত থাকতে হবে, সেগুলো হচ্ছে-

  • বিশ্ববিদ্যালয়ের অফার লেটার।
  • ভিসা অ্যাপ্লিকেশান ফি।
  • সকল একাডেমিক ডকুমেন্টস।
  • একটি বৈধ পাসপোর্ট ও ফটোগ্রাফ।
  • ব্যাংক স্টেটমেন্ট ও আর্থিক স্বচ্ছলতার প্রমানপত্র।
  • সকল সত্যায়িত ডকুমেন্টস, মার্কশিট ও সকল সনদ।
  • হেলথ ইস্যুরেন্স।
  • মোটিভেশন লেটার।
  • রেফারেন্স লেটার।
  • IELTS অথবা DELE B1- B2 এর সনদ।
  • হাউজিং সার্টিফিকেট/ ডকুমেন্টস।
  • ফ্লাইট বুকিং টিকিট।
  • স্কলারশিপের পেপার (যদি থাকে)।
  • আপনার আবাসন নিশ্চিতকরণ কাগজ বা প্রত্যয়করণ (যদি আপনি বন্ধু বা আত্মীয়দের সাথে থাকেন তবে) সেগুলো প্রদর্শিত করতে হবে।

স্প্যানিশ ভাষা শিক্ষা-

বাংলাদেশ থেকে স্প্যানিশ ভাষা শেখার জন্য বেশ কিছু ইন্সিটিউট রয়েছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে আধুনিক ভাষা ইন্সিটিউট। এই ইন্সটিটিউটে স্প্যানিশ ডিপার্টমেন্টে এক বছর মেয়াদী জুনিয়র এবং সিনিয়র কোর্স আছে।

স্প্যানিশ ভাষা শিক্ষা কোর্সে সাধারনত প্রতি বছরের এপ্রিল-মে মাসে ভর্তির আবেদন গ্রহন করা হয়। তাছাড়া ঢাকার মধ্যে আরও কিছু বিশ্ববিদ্যালয়ে স্প্যানিশ ভাষা শিক্ষার কোর্স করানো হয় যেমনঃ ব্রাক ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি।

স্প্যানিশ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি-

স্প্যানিশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবং কোর্স ভেদে প্রতি বছরে ব্যাচেলর্স প্রোগ্রামের জন্য টিউশন ফি প্রতি বছরে ব্যাচেলর্স প্রোগ্রামের জন্য টিউশন ফি ১৫০ ইউরো থেকে ৩,৫০০ ইউরো, মাস্টার্স প্রোগ্রামের জন্য ৩০০ ইউরো থেকে ৩,৫০০ ইউরো হয়ে থাকে। তবে কিছু কিছু প্রোগ্রাম, কোর্স, ইউনিভার্সিটিতে টিউশন ফি আরও বেশি হয়ে থাকে আবার কমও হয়ে থাকে।

বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলিতে টিউশন ফি ৫,০০০ ইউরো থেকে ২০,০০০ ইউরো হয়ে থাকে যা তুলনামূলক অনেক বেশি। স্পেনে এমবিএ নিয়ে কি আর বলব? এমবিএ কোর্সের টিউশন ফি ৩০,০০০ ইউরো প্রতি বছর বা তারও বেশি হয়ে থাকে। আপনারা স্প্যানিশ সরকারী বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন। তাহলে খরচ নিয়ে কোনো প্রকার ঝুট-ঝামেলায় পড়তে হবে না।

তো আর দেরি কিসের? শুরু করুন স্পেনে ভর্তির আবেদন। স্বপ্নের স্পেন আপনার সম্ভবনার নতুন দুয়ার হোক এই কামনায় আজ বিদায় নিচ্ছি।

স্প্যানিশ বিশ্ববিদ্যালয় এবং স্পেনে উচ্চশিক্ষায় খরচ কেমন হয়ে থাকে, এই ভিডিও দেখে ধারনা নিয়ে নিন।

লেখাটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।
কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন।
সবসময় আপনার সহযোগিতায় আমরা পাশে আছি।
জি ধন্যবাদ।

One thought on “স্পেনে উচ্চশিক্ষার বিস্তারিত দিকনির্দেশনা

  • 07/07/2021 at 10:42 PM
    Permalink

    সফটওয়্যার ইন্জিনিয়ারিং এ বিদেশে উচ্চ শিক্ষা + স্কলারশিপ নিয়ে একটা আর্টিকেল লিখলে৷ উপকৃত হতাম

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *