মিউনিখ লুডভিগ ম্যাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয় (LMU): বিস্তারিত তথ্য

ইউরোপের একটি দেশ জার্মানি। উচ্চশিক্ষার জন্য বেশ সুনাম কুড়িয়েছে দেশটি। দেশটিতে রয়েছে শত শত বিশ্ববিদ্যালয়। অবাক করার বিষয় হচ্ছে দেশটিতে নেই কোন প্রকার টিউশন ফি। দেশটিতে প্রায় ৩০০টির মত পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এহাড়াও অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। যেখানে কোর্স ভেদে বিভিন্ন অঙ্কের টিউশন ফি প্রদান করতে হয়। যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি নেই, সেহেতু আমরা কথা বলব জার্মানির পাবলিক ইউনিভার্সিটিগুলোর একটি “মিউনিখ লুডভিগ ম্যাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয়” (LMU) নিয়ে।

মিউনিখ লুডভিগ ম্যাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয় হচ্ছে জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি। জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়য়ের তালিকায় এটির অবস্থান ২য়। প্রথম স্থান দখন করে আছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ। মিউনিখ লুডভিগ ম্যাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয়টি জার্মানির মিউনিখ শহরে অবস্থিত। বড় শহর এবং সেরা বিশ্ববিদ্যালয় যেন একটি পারফেক্ট কম্বিনেশন। সুতুরাং এই বিশ্ববিদ্যালয়টি আপনার পছন্দের তালিকায় রাখতেই পারেন।

পরিচিতিঃ

মিউনিখ লুডভিগ ম্যাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয় (LMU) হচ্ছে ইউরোপের একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। ১৪৭২ সালে এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৫৩,০৯১ জন। বিশ্ববিদ্যালয়য়ের প্রফেসরের সংখা প্রায় ৭৮৭ জন। বাভারিয়া রাজ্যের প্রথম বিশ্ববিদ্যালয়ও এটি। মিউনিখ লুডভিগ ম্যাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালইয়ের ৪টি ক্যাম্পাস কয়েছে। মিউনিখ লুডভিগ ম্যাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে ১৮টি ফ্যাকাল্টি। যার প্রতেকটির অধীনে রয়েছে একাধিক প্রোগ্রাম।

ক্যাম্পাসসমূহ

  • Geschwister-Scholl-Platz Campus
  • Campus Grosshadern/Martinsried
  • Campus Sendlinger Tor
  • Campus Oberschleissheim

ফ্যাকাল্টিসমূহ

  1. Faculty of Economics
  2. Faculty of Philosophy, Philosophy of Science and Religious Studies
  3. Faculty of Social Sciences
  4. Faculty of Biology
  5. Faculty of Business Administration – Munich School of Management
  6. Faculty of History and the Arts
  7. Faculty of Languages and Literatures
  8. Faculty of Chemistry and Pharmacy
  9. Faculty of Catholic Theology
  10. Faculty Of Law
  11. Faculty of Veterinary Medicine
  12. Faculty for the Study and Culture
  13. Faculty of Physics
  14. Faculty of Protestant Theology
  15. Faculty of Medicine
  16. Faculty of Psychology and Educational Sciences
  17. Faculty of Mathematics, Informatics, and Statistics
  18. Faculty of Geosciences

ব্যাচেলরে কী কী প্রোগ্রাম রয়েছে

➸ Bachelor of Science in Computer Science

➸ Bachelor of Science in Business Administration

➸ Bachelor of Science in Psychology

➸ Bachelor of Science in Economics

➸ Bachelor of Science in Chemistry and Biochemistry

➸ Bachelor of Arts in Political Science

➸Bachelor of Science in Theatre Studies

➸ Bachelor of Science in Bioinformatics

➸ Bachelor of Science in Geography

ইংরেজীতে মাস্টার্সে কী কী প্রোগ্রাম রয়েছে

➸ American History, Culture and Society

➸ Astrophysics

➸ BioChemistry

➸ Data Science

➸ Economics

➸ English Studies

➸ Epidemiology

➸ Evolution, Ecology and Sytematics

➸ Geobiology and Paleobiology

➸ Geomaterials and Geochemistry

➸ Geophysics

➸ Human Biology – Principals of Health and Disease

➸ Insurance, Executive Master

➸ International Health

➸ Logic and Phisophy of Science

➸ Management – European Triple Degree

➸ Media, Management and Digital Technologies

➸ Meteorology

➸ Molecular and Cellular Biology

➸ Neuro – Cognitive Psychology

➸ Neuroscience

➸ Physics

➸ Plant Science

➸ Psychology Master’s Program in the Learning Science

➸ Quantitative Economics

➸ Software Engineering

➸ Theoretical and Mathematical Physics

আবেদনের যোগ্যতাঃ

ভর্তির আবেদনের যোগ্যতা কোর্স ভেদে ভিন্ন হয়ে থাকে। এই বিশ্ববিদ্যালয়ে পড়তে অতিরিক্ত কোন প্রকার যোগ্যতার প্রয়োজন হয়না। মাস্টার্সের ক্ষেত্রে ব্যাচেলরের প্রমাণ লাগবে। কিছু কিছু কোর্সে আপনি আপনার ব্যাচেলরের ৭৫% কমপ্লিট করলেই আবেদন করতে পারবেন। তবে সকল কোর্সের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। দয়া করে কোর্সের রিকোয়ারমেন্ট ভালোভাবে দেখে নিন।

এইখানে কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে জার্মান স্কেলে ১.৫ বা তার চেয়ে ভালো ফলাফল থাকা লাগে। আবার কিছু ক্ষেত্রে ২.৫ হলেও আবেদন করা যায়। ইংরেজি ভাষাগত দক্ষতা ক্ষেত্রে আইএলটিওএস ৬.৫ থেকে ৭.৫ চেয়ে থাকে। যা প্রোগ্রাম ভেদে ভিন্ন হয়ে থাকে। তবে ভালো দিক হচ্ছে বেশিরভাগ কোর্সেই মিডিয়াম অব ইন্সট্রাকশন (MOI) দিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমাঃ

সামার সেমিস্টারের আবেদন ১৫ জানুয়ারির মধ্যে করতে হবে। উইন্টার সেমিস্টারেরে আবেদনের শেষ সময় ১৫ জুলাই। তবে কোর্স ভেদে আবেদনের সময় ভিন্ন হতেও পারে।

টিউশন ফিঃ

মিউনিখ লুডভিগ ম্যাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয়ে কোন প্রকার তিউশন ফি দিতে হয়না। তবে প্রতি সেমিস্টারে সেমিস্টার ফি প্রদান করতে হয় যা প্রায় ২৫০ থেকে ৩০০ ইউরোর মধ্যে হয়ে থাকে। তবে এর বিনিময়ে একটি সেমিস্টার কার্ড দেওয়া হয়। যা দিয়ে ফ্রিতে বাস ও ট্রেনে ভ্রমণ করা যায়।

মিউনিখ লুডভিগ ম্যাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোন তথ্য জানার থাকলে বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট দেখুন।

লিখেছেনঃ নাজমুল হাসান

Nazmul Hasan

Assalamu Alaikum. This is Nazmul Hasan. I am from Bangladesh. I am Civil Engineering Student. I love to share information about higher studies and immigrants. Because many students fail to fulfill their dream of higher education only due to a lack of information

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *