হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত তথ্য
ইতিমধ্যেই আপনি যদি জার্মানিতে উচ্চশিক্ষার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে সময় এখন বিশ্ববিদ্যালয় খোঁজার। জার্মানি ইউরোপের সমৃদ্ধশালী একটি দেশ। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য জার্মানিতে পাড়ি জমান। ২০২০ সালের তথ্য অনুযায়ী ঐ বছর দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৩৫০,০০০। জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোর পড়াশোনার মান বেশ উন্নত। জার্মানিতে বেশ অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে। রয়েছে শত শত প্রোগ্রাম। শুধুমাত্র ডাডের ওয়েবসাইটেই ইংরেজিতে ব্যাচেলর করার জন্য ১৪৩টি প্রোগ্রাম ও মাস্টার্সের জন্য ১০৭৬টি কোর্স বা প্রোগ্রাম রয়েছে। যা সর্বমোট প্রায় ২০০টি ব্যাচেলর ও ১৭০০টি মাস্টার্স কোর্স বা প্রোগ্রাম রয়েছে। হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় জার্মানির অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়।
হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩য়। প্রথম ও দ্বিতীয় স্থান দখন করে আছে যথাক্রমে টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ এবং মিউনিখ লুডভিগ ম্যাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয়। হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়টি জার্মানির প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি।
পরিচিতিঃ
হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় জার্মানির হাইডেলবার্গ শহরে অবস্থিত। বাডেন গুটেনবার্গ (Baden-Württemberg) স্টেটের একটি শহর হাইডেলবার্গ। হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় ১৩৮৬ সালের ১৮ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। অফিসিয়ালি বিশ্ববিদ্যালয়টি Ruprecht Karl University of Heidelberg নামেই পরিচিত। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ২৮,৬৪৯ জন শিক্ষার্থী রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪,৯০৫ জন। বিশ্ববিদ্যালয়টিতে ১২টি ফ্যাকাল্টি রয়েছে।
ফ্যাকাল্টিসমুহঃ
Faculty of Bio-sciences | Faculty of Chemistry and Earth Science |
Faculty of Mathematics and Computer Science | Faculty of physics and astronomy |
Faculty of Philosophy | Faculty of Modern Language |
Faculty of Theology | Faculty of Law |
Faculty of Behavioral and Cultural Studies | Faculty of Economics and Social Science |
Faculty of Medicine |
কোর্সসমুহঃ
- American Studies
- Ancient History
- Anthropology
- Applied Computer Science
- Art History and Museology (Heidelberg and Paris)
- Assyriology
- Biochemistry
- Biology
- Biomedical Engineering
- Biosciences
- Byzantine Archaeology and Art History
- Chemistry
- Chinese Studies
- Christianity and Culture
- Classical and Modern Literature
- Classical Archaeology
- Communication and Society in Ibero-America
- Communication, Literature, and Media in Modern South Asian Languages
- Comparative German Studies
- Computational Linguistics
- Computer Engineering
- Conference Interpreting
- Corporate Restructuring
- Cultural Heritage and Protection of Cultural Goods
- Dentistry
- Development, Environment, Societies, and History in South Asia
- Earth Sciences
- East Asian Art History
- East Asian Studies
- Eastern European and East-Central European Studies
- Economics
- Editorial Theory and Textual Criticism
- Education Studies
- Education Studies with a Focus on Organisational Development
- Egyptology
- English Studies
- European Art History
- French/Romance Studies
- French/Transcultural Studies
- Geoarchaeology
- Geography
- German as a Second Language
- German Studies
- German-French Master’s Degree in History (Heidelberg and Paris)
- Gerontology, Health, and Care
- Global History
- Governance of Risk and Resources
- Greek/Classical Philology
- Health and Society in South Asia
- Health Services Research and Implementation Science in Health Systems
- Historical Methodology
- History
- International Health
- International Law
- Interprofessional Health Care
- Interreligious Studies
- Islamic and Middle Eastern Studies
- Italian/Italy in Contact
- Italian/Romance Studies
- Japanese Studies
- Jewish Studies
- Latin/Classical Philology
- Law
- Management, Ethics, and Innovation in the Non-Profit Sector
- Mathematics
- Matter to Life
- Medical Biometry/Biostatistics/
- Medical Education
- Medical Informatics
- Medicine (study location Heidelberg)
- Medicine (study location Mannheim)
- Medieval Studies
- Molecular Biosciences
- Molecular Biotechnology
- Musicology
- Near Eastern Archaeology
- Near Eastern Studies
- Pharmacy
- Philosophy
- Physics
- Political Science
- Portuguese/Romance Studies
- Pre- and Protohistory
- Protestant Theology
- Psychology
- Public Law
- Religious Studies
- Scientific Computing
- Semitic Studies
- Slavic and Eastern European Studies
- Slavic Studies
- Sociology
- South Asian Cultural and Religious History/Classical Indology
- South Asian Studies
- Spanish/Ibero-American Studies
- Spanish/Romance Studies
- Sport Science
- Transcultural Studies
- Translation Studies
- Translation Studies for Information Technologies
- Translational Medical Research
ইংরেজিতে যতগুলো মাস্টার্স প্রোগ্রাম রয়েছেঃ
- Master of Arts in American Studies (MAS)
- Master of Science in Biomedical Engineering
- Communication, Literature, and Media in Modern South Asian Languages
- Development, Environment, Societies, and History in South Asia
- Economics
- English Studies
- Master of Arts: Health and Society in South Asia
- Master of Science in International Health (MSc)
- Matter to Life
- Molecular Biosciences
- Physics
- South Asian Cultural and Religious History/Classical Indology
- Transcultural Studies
- Translational Medical Research
পিএইচডি প্রোগ্রামসমুহঃ
- Graduate Program for Transcultural Studies (GPTS)
- Heidelberg Biosciences International Graduate School (HBIGS)
- HighRR – High Resolution and High Rate Detectors in Nuclear and Particle Physics Research Training Group
আবেদন প্রক্রিয়া ও সময়সীমাঃ
বিশ্ববিদ্যালয়টিতে বেশ অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। এসব প্রোগ্রামে আবেদনের জন্য কোন প্রকার ফি লাগেনা। হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় নিজস্ব পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করে থাকে।
আবেদনের সময়সীমাঃ
উইন্টার সেমিস্টারঃ ১৫ জুন।
সামার সেমিস্টারঃ সাধারনত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় থাকে। (কোর্স ভেদে ভিন্নতা রয়েছে)
ভাষাগত দক্ষতাঃ
বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন প্রোগ্রামে আবেদনের জন্য ভাষাগত দক্ষতা প্রমাণ করতে হয়। ইংরেজি ভাষাগত দক্ষতার ক্ষেত্রে আইএলটিএস স্কোর ৬.৫ থেকে ৭.০ চেয়ে থাকে। তবে বেশিরভাগ কোর্সেই ৬.৫ দিয়ে আবেদন করা যায়। জার্মান কোর্সের ক্ষেত্রে জার্মান ভাষা বি১ থেকে বি২ পর্যন্ত লাগে।
টিউশন ফিঃ
হাইডেলবার্গসহ বিশ্ববিদ্যালয়টির ৩টি ক্যাম্পাস রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে সেমিস্টার ফি সাধারনত কোর্স ভেদে ১৫০ থেকে ২০০ ইউরো হয়ে থাকে। Baden-Württemberg স্টেটে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি দিতে হয়। বাডেন-ওয়ার্টেমবার্গে (Baden-Württemberg) আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে ১৫০০ ইউরো টিউশন ফি দিতে হয়।
জার্মানির বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় অন্যতম। সুতরাং আপনার উচ্চশিক্ষার পছন্দের তালিকায় হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় স্থান করে নিতেই পারে।
লিখেছেনঃ নাজমুল হাসান
Thank you Vary Much
I Want Study in Garmany
This Post Are Many Helpful for international students… Plz We Hope You Give us More Information …. So Thank you
Please stay connected with us