জার্মানির হামবুর্গে যত বিশ্ববিদ্যালয় রয়েছে

জার্মানি উচ্চশিক্ষার জন্য বেশ উন্নত। দেশটির আয়তন ৩,৫৭,০২২ বর্গকিলোমিটার। দেশটিতে প্রায় ৩৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। জার্মানিতে ছোট বড় মিলিয়ে বেশ অনেকগুলো শহর রয়েছে। যেহেতু বড় শহরগুলোতে পার্ট টাইম জবের সুযোগ বেশি এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বেশি এছাড়াও কমিউনিটি অনেক বড় সেহেতু সবাই চায় বড় শহরগুলোতে যেতে। হামবুর্গ হচ্ছে জার্মানির ২য় বৃহত্তম শহর। রয়েছে অনেক নামকরা বিশ্ববিদ্যালয়। আজকের আর্টিকেলে জার্মানির হামবুরগের যত বিশ্ববিদ্যালয় রয়েছে তা জানার চেষ্টা করব।

হামবুর্গঃ

জার্মানির সবচেয়ে বড় ১০টি শহরের তালিকায় হামবুর্গের অবস্থান ২য়। হামবুর্গ শহরে প্রায় ২০ লাখ মানুষের বসবাস।  শহরটির আয়তন বার্লিনের চেয়ে কিছুটা কম ৭৫৫ বর্গ কিমি প্রায়। শহরটিতে ১৮টিরও বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে। হামবুর্গ শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১ লাখ ছাত্রছাত্রী পড়াশোনা করে। মজার বিষয় হচ্ছে, হামবুর্গে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা প্রায় ১১ হাজার। হামবুর্গ শহরে প্রতিবছর বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় হামবুর্গ প্রিমিয়ার লিগ নামে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে, যা ক্রিকেট প্রেমীদের কাছে সুখবর। শহরটিতে বাংলাদেশি কমিউনিটি বেশ বড়।

হামবুর্গ শহরকে কেন বেছে নিবেন?

উচ্চশিক্ষার জন্য একটি শহরকে বেছে নেওয়ার অনেকগুলো কারণ রয়েছে। একটি শহরকে বেছে নেওয়ার জন্য যতগুলো সম্ভাব্য কারণ থাকতে পারে, সবগুলোই উল্লেখ করার চেষ্টা করব। হামবুর্গ শহরে প্রায় ১৮টি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং প্রায় ২০০টি কোর্স বা প্রোগ্রাম রয়েছে।

হামবুর্গ অনেক সুন্দর একটি শহর। জার্মানির বড় শহরগুলোর মধ্যে এটি একটি। ইন্টারন্যাশনাল ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি। হামবুর্গ শহরটি একটি শিল্প নগরী। এই শহরের সবচেয়ে বড় শিল্প হলো শিপিং এবং লজিস্টিক। ছোট শহরের তুলনায় পার্ট টাইম জবের সুযোগ অনেক ভালো। শহরটির যাতায়াত ব্যবস্থা বেশ উন্নত। এই শহরে ২টি এয়ারপোর্ট রয়েছে যার মধ্যে একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যার নাম হচ্ছে হামবুর্গ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হামবুর্গে জীবনযাত্রার মান বেশ উন্নত।

হামবুর্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয়ঃ

  • University of Hamburg
  • Hamburg University of Applied Sciences
  • Hamburg University of Technology

হামবুর্গে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছেঃ

➤  University of Hamburg
➤ Technische Universität Hamburg Harburg
➤ Helmut Schmidt University – University of the Federal Armed Forces of Hamburg
➤ Hamburg University of Applied Sciences
➤ HafenCity University Hamburg
➤ European Fernhochschule Hamburg
➤ Hamburg Distance Teaching University of Applied Sciences
➤ Kühne Logistics University
➤ Bucerius Law School
➤ Hamburg School of Business Administration
➤ University of Fine Arts in Hamburg
➤ Hamburg University of Music and Theatre
➤ Evangelical School of Social Work & Diakonie
➤ Brand Academy – University of Applied Arts
➤  Hamburg University of Technology
➤ MSH Medical School Hamburg University of Applied Science and Medical University
➤ European Distance Education University of Applied Sciences Hamburg
➤ EBC University of Applied Sciences

হামবুর্গের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে যেসকল প্রোগ্রাম রয়েছে

ইউনিভার্সিটি অব হামবুর্গে ইংরেজিতে মাস্টার্সের জন্য যতগুলো প্রোগ্রাম রয়েছেঃ

  • African Languages and Cultures
  • British and American Cultures
  • Buddhist Studies
  • English as a World Language
  • European Studies
  • Social and Cultural Anthropology
  • Geophysics
  • Health Economics and Health Care Management
  • Human Rights and Democratisation
  • Industrial Mathematics
  • Integrated Climate System Sciences
  • Intelligent Adaptive Systems
  • International Business and Sustainability
  • Journalism, Media, and Globalisation
  • Languages and Cultures of Southeast-Asia
  • Law and Economics (EMLE)
  • Law and Economics of the Arab Region
  • Food Chemistry
  • Marine Ecosystem and Fisheries Science
  • Mathematical Physics
  • Mathematics
  • MathMods – Mathematical Modelling in Engineering
  • Molecular Plant Science
  • Molecular Biology
  • Ocean and Climate Physics
  • Peace and Security Studies
  • Physics
  • Polar and Marine Sciences (POMOR)
  • Politics, Economics, Philosophy
  • South Asian Studies
  • Wood Science

হামবুর্গ ইউনিভার্সিটি অব এপ্লাইড সায়েন্সে ইংরেজিতে মাস্টার্সের জন্য যতগুলো প্রোগ্রাম রয়েছেঃ

  • Aeronautical Engineering
  • Automotive Engineering
  • Biotech and Environment
  • Compute Science Engineering
  • Design and Art
  • Industrial Engineering
  • Information Engineering
  • International Business
  • Mechanical Engineering
  • Media and Film
  • Nursing and Healthcare
  • Nutrition and Health
  • Social Work

হামবুর্গ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ইংরেজিতে মাস্টার্সের জন্য যতগুলো প্রোগ্রাম রয়েছেঃ

  • Chemical and Bioprocess Engineering
  • Environmental Engineering
  • Global Technology and Innovation Management & Entrepreneurship (G-TIME / Joint Masters)
  • Information and Communication Systems
  • International Production Management (expiring)
  • Mechanical Engineering Management
  • Mechatronics
  • Microelectronics and Microsystems
  • Joint Masters in Ship and Offshore Technology*
  • Joint Masters in Environmental Studies: Cities and Sustainability*

সবদিক বিবেচনায়, হামবুর্গ হতে পারে আপনার পছন্দের ডেস্টিনেশন। কেননা হামবুর্গের বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, লাইফ সায়েন্স, ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং,’ল’ সকল বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। হামবুর্গ শহর হোক আপনার উচ্চশিক্ষার দ্বার।

আরও পড়ুনজার্মানির বার্লিনে কোন কোন বিশ্ববিদ্যালয় রয়েছে?

যেকোন প্রকার জিজ্ঞাসা করতে পারেন আমাদের গ্রুপে

লিখেছেনঃ নাজমুল হাসান

Subscribe For Latest Updates!

Get higher-study abroad, visa & migration-related latest updates from eGal!

Invalid email address
We promise not to spam you. You can unsubscribe at any time.

Nazmul Hasan

Assalamu Alaikum. This is Nazmul Hasan. I am from Bangladesh. I am Civil Engineering Student. I love to share information about higher studies and immigrants. Because many students fail to fulfill their dream of higher education only due to a lack of information

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *