ইউনিভার্সিটি অব বার্গেনঃ বিস্তারিত তথ্য

নরওয়ে হচ্ছে বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলোর একটি। শিক্ষা, সমৃদ্ধিতে বেশ এগিয়ে দেশটি। দেশটির রাজধানী অসলো এবং বড় শহরও বটে। নরওয়েতে বেশ কয়েকটি পাবলিক ইউনিভার্সিটি রয়েছে। পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি না থাকায়, অনেকেই উচ্চশিক্ষার জন্য দেশটিকে বেছে নেন। এছাড়াও দেশটির শিক্ষার মান বিশ্ব স্বীকৃত। ইউনিভার্সিটি অব বারগেন দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি।

পরিচিতিঃ

ইউনিভার্সিটি অব বার্গেন হচ্ছে নরওয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। নরওয়ের সেরা ৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটির অবস্থান ২য়। প্রথম স্থান অবস্থান করে আছে ইউনিভার্সিটি অব অসলো। বার্গেন বিশ্ববিদ্যালয়টি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বার্গেন বিশ্ববিদ্যালয় (ইউআইবি) একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়। বার্গেন বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৭টি ফ্যাকাল্টি বা অনুষদ রয়েছে। বার্গেন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১্‌৯,০০০ ছাত্রছাত্রী রয়েছে। তাদের মধ্যে প্রায় ২,০০০ আন্তর্জাতিক শিক্ষার্থী। সুতরাং ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা প্রায় ১২%।

QS World University Ranking এ ইউনিভার্সিটি অব বার্গেন ১৯৪তম। ইউরপের মধ্যে বার্গেন বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮০তম। দেশটির মধ্যে বর্তমানে ২য় অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বার্গেন বিশ্ববিদ্যালয়ে যতগুলো ফ্যাকাল্টি রয়েছেঃ

  • Faculty of Law
  • Faculty of Humanities
    • Department of Archeology, History, Cultural Studies, and Religion (AHKR)
    • Department of Foreign Languages
    • Department of Philosophy  
    • Department of Linguistic, Literary and Aesthetic studies
    • Centre for the Study of the Sciences and the Humanities
    • Centre for Women and Gender Research
  • Faculty of Fine Art, Music and Design
    • Department of Design
    • Department of Music
    • Department of Contemporary Art
  • Faculty of Mathematics and Natural Sciences
    • Department of Biological Sciences
    • Department of Chemistry
    • Department of Physics and Technology
    • Department of Mathematics
    • Department of Informatics
    • Department of Earth Science
    • Department of Molecular Biology
    • Geophysical Institute
  • Faculty of Medicine
    • Department of Global Public Health and Primary Care
    • Department of Biomedicine
    • Department of Clinical Dentistry
    • Department of Clinical Medicine
    • Department of Clinical Science
  • Faculty of Psychology
    • Department of Psychosocial Science
    • Department of Health Promotion and Development
    • Department of Education
    • Department of Clinical Psychology
    • Department of Biological and Medical Psychology
  • Faculty of Social Sciences
    • Department of Administration and Organization Theory
    • Department of Comparative Politics
    • Department of Sociology
    • Department of Social Anthropology
    • Department of Economics
    • Department of Geography
    • Department of Information Science and Media Studies

যতগুলো মাস্টার্স প্রোগ্রাম রয়েছেঃ

ইউনিভার্সিটি অব বার্গেন প্রায় ২০টিরও বেশি ইংরেজিতে মাস্টার্স প্রোগ্রাম অফার করে। বার্গেন বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। যেখানে প্রায় ১২% ইন্টারন্যাশনাল ছাত্রছাত্রী রয়েছে। বার্গেন বিশ্ববিদ্যালয়টি ইংরেজি এবং নরওয়েজীয় ২টি ভাষাতেই কোর্স অফার করে থাকে।

  • Applied and Computational Mathematics
  • Biology
  • Biomedical Sciences
  • Chemistry
  • Curatorial Practice
  • Design
  • Digital Culture
  •  Earth Science
  • English
  • Fine Art
  • French
  •  Geographies of Sustainable Development
  •  German
  •  Global development Theory and Practice
  • Global Health
  • Informatics
  • Master’s Programme in Linguistics
  • Mathematics
  • Media and Interaction Design
  • Meteorology and Oceanography
  • Molecular Biology
  • Music Performance or Composition
  •  Old Norse Studies
  • Petroleum Technology
  • Philosophy
  • Physical Geography
  • Physics
  • Process Technology
  •  Public Administration
  • Master’s Programme in Russian
  •  Spanish and Latin-American Studies
  • Statistics
  • System Dynamics
  •  Religious Minorities
২০২১/২০২২ শিক্ষাবর্ষের জন্য বিদেশি শিক্ষার্থীদের ইংরেজি মাস্টার্স প্রোগ্রামের তালিকাঃ
  1. Humanities and Aesthetic Studies
    1. Digital Culture
    2. French
    3. German
    4. Linguistics
    5. Philosophy
    6. Spanish Language and Latin-American Studies
  2. Medicine
    1. Biomedical Sciences
    2. Global Health
  3. Social Sciences and Psychology
    1. Geographies of Sustainable Development
    2. Global Development Theory and Practice
    3. Physical Geography
    4. Public Administration
    5. System Dynamics
  4. Fine Art, Music, and Design
    1. Master’s program in Design
    2. Master’s program in Fine Art
    3. Master’s program in Music Performance and Composition

আবেদন প্রক্রিয়া ও যোগ্যতাঃ

ইউনিভার্সিটি অব বার্গেনে আবেদন প্রক্রিয়া সকল কোর্সের ক্ষেত্রে একই হলেও আবেদনের যোগ্যতা প্রোগ্রাম ভেদে ভিন্ন হয়ে থাকে।

আবেদন করতে কি কি যোগ্যতা লাগে?

  • মাস্টার্সে আবেদনের ক্ষেত্রে ৪ বছরেরে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে
  • আপনার ডিগ্রী নরওয়ে স্বীকৃত হতে হবে
  • নির্দিষ্ট প্রোগ্রামে আবেদনের জন্য ঐ বিষয়ে মিনিমাম ৮০ ইসিটিএস থাকতে হবে
  • নরয়েজীয় গ্রেডিং সিস্টেমে সি গ্রেড থাকতে হবে
  • প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকার ডকুমেন্টস থাকতে হবে

আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগেঃ

  • সিভি
  • এসএসসি সার্টিফিকেট
  • এইচএসসি সার্টিফিকেট
  • সকল ট্রান্সক্রিপ্ট (গ্রেডিং সিস্টেমসহ)
  • ভাষাগত দক্ষতার প্রমানপত্র
  • ফান্ডিং ডকুমেন্টস (১ বছরের জন্য)
  • মোটিভেশন লেটার (সর্বোচ্চ ৪৫০ শব্দের)
  • পাসপোর্ট
  • ছবি ইত্যাদি

এইখানে ইংরেজি ভাষাগত দক্ষতার ক্ষেত্রে আইএলটিএস সর্বনিম্ন ৬.৫ স্কোর লাগবে। টুফেল এর ক্ষেত্রে ৯০ স্কোরে লাগবে এবং পিটিই টেস্টের ক্ষেত্রে ৬২ স্কোর লাগে। ফান্ডিং ডকুমেন্টস বলতে ১ বছরের থাকা খাওয়ার জন্য প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকার ব্যাংক স্টেটমেন্ট।

আবেদনের সময়সীমাঃ

বার্গেন বিশ্ববিদ্যালয় তাদের অ্যাপ্লিকেশন পোর্টাল প্রতি বছর ১ নভেম্বর চালু করে। যা ১ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকে। এডমিশন রেজাল্ট তার পরের বছরের এপ্রিল মাসে দিয়ে থাকে। অফার লেটার গ্রহণ করার জন্য ১ মাসের মত সময় দিয়ে থাকে। যা সাধারনত মে মাস পর্যন্ত থাকে।

টিউশন ফিঃ

বার্গেন বিশ্ববিদ্যালয়ে কোন প্রকার টিউশন ফি দিতে হয়না। তবে প্রতি সেমিস্টারে নির্দিষ্ট পরিমান সেমিস্টার ফি দিতে হয়। ইউনিভার্সিটি অব বার্গেনে প্রতি সেমিস্টারে প্রায় ৫৯০ নরয়েজীয় ক্রোন সেমিস্টার ফি দিতে হয়। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬,০০০ টাকা।

ইউনিভার্সিটি অব বার্গেন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে বার্গেন বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ভিজিট করুন।

যেকোন প্রকার জিজ্ঞাসা করতে পারেন আমাদের গ্রুপে

লিখেছেনঃ নাজমুল হাসান

Nazmul Hasan

Assalamu Alaikum. This is Nazmul Hasan. I am from Bangladesh. I am Civil Engineering Student. I love to share information about higher studies and immigrants. Because many students fail to fulfill their dream of higher education only due to a lack of information

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *