ইউরোপের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা

উচ্চশিক্ষায় আগ্রহী ছাত্রছাত্রীদের বেশিরভাগই তাদের উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে ইউরোপকে বেছে নেন। একক দেশ হিসেবে ইউএসএ (USA) এগিয়ে থাকলেও মহাদেশের হিসেবে ইউরোপ মহাদেশ এগিয়ে। উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা সবচেয়ে বেশি পাড়ি জমান (USA) তে। তার দ্বিতীয় অবস্থানেই রয়েছে ইউনাটেড কিংডম বা (UK). ইউরোপে কেনই বা উচ্চশিক্ষার জন্য যেতে চাইবে না, ইউরোপের জার্মানি ও নরওয়েতে পড়াশোনার জন্য কোন প্রকার টিউশন ফি লাগেনা। এছাড়াও দ্রমন করার জন্য রয়েছে দারুণ সুযোগ। সবকিছু মিলিয়ে পছন্দের শীর্ষে থাকে মহাদেশটি। আজকের আয়োজনে ইউরোপের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা দেওয়ার চেষ্টা করব।

কিউএস র‍্যাঙ্কিংয়ে ২০২১ সালের তালিকা অনুযায়ী, বিশ্বের ১০০টি সেরা বিশ্ববিদ্যালয়য়ের ৩৪টি ইউরোপে। তবে সেরা ১০টির মধ্যে ৮টিই ইউনাইটেড কিংডম (UK) এর দখলে। বাকি ২টির অবস্থান স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে। যারা ইউরোপে পড়াশোনা করতে আগ্রহী আজকের আর্টিকেলটি তাদের জন্যই।

ইউরোপের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ঃ

1- University of Oxford (UK)
2- ETH Zurich – Swiss Federal Institute of Technology (Switzerland)
3- University of Cambridge (UK)
4- Imperial College London (UK)
5- University College London (UCL) (UK)
6- Swiss Federal Institute of Technology Lausanne (EPFL) (Switzerland)
7- The University of Edinburgh (UK)
8- The University of Manchester (UK)
9- King’s College London (UK)
10- London School of Economics and Political Science (UK)

ইউরোপের সেরা ১০টি বিশ্ববিদ্যালয় শুধুমাত্র ইউরোপের মধ্যেই সেরা নয়, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এগুলোর অবস্থান শীর্ষে। সুতরাং আপনার উচ্চশিক্ষার পছন্দের তালিকায় বিশ্ববিদ্যালয়গুলো জায়গা করে নিতেই পারে।

University of Oxford

অনেকেই মনে করেন ইউনিভার্সিটি অব অক্সফোর্ড বিশ্বের সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়। তবে কিউএস র‍্যাঙ্কিং ২০২১ অনুযায়ী এটির অবস্থান ৫ম। যদিও বিশ্ববিদ্যালয়টি Times Higher Education University Ranking ২০২১ অনুযায়ী বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি অব অক্সফোর্ড একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি অব অক্সফোর্ড ১০৯৬ সালে প্রতষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়টির অবস্থান ইংল্যান্ডে। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ১১,০০০ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে। ২০১৫ সালের রিপোর্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে অবেদন গ্রহনের হার ১৭.৫%।

ETH Zurich – Swiss Federal Institute of Technology

ইউরোপের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ETH Zurich ২য় স্থানে অবস্থান করছে। তবে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়টির অবস্থান সুইজারল্যান্ডে। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৮৫৫ সালে ETH Zurich বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রায় ২৩,৪০০ ছাত্রছাত্রী রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। যার মধ্যে ৩৩.২% রয়েছে ছাত্রী। ETH Zurich বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০% বিশ্ববিদ্যালয়টিতে আবেদন গ্রহণের হার প্রায় ২৭%। বিশ্ববিদ্যালয়টিতে ২টি ক্যাম্পাস রয়েছে। আলবার্ট আইনস্টাইন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

University of Cambridge

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ইউরোপের তথা বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি অন্যতম। ১২০৯ সালে ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ প্রতিষ্ঠিত হয়। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়টি ইংল্যান্ডের ক্যামব্রিজ শহরে অবস্থিত। কিউএস র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এটির অবস্থান ৭ম। ইউরোপের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি ৩য়। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ২০১৫ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির আবেদন গ্রহনের হার ১৫%।

Imperial College London

এটি ১৯০৭ সালের ৮ জুলাই প্রতিষ্ঠিত হয়। ইম্পেরিয়াল কলেজ লন্ডন বিশ্ববিদ্যালয়টি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৭ম স্থান দখল করে আছে। ইউরোপে এটির অবস্থান চতুর্থ। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। Imperial College London বিশ্ববিদ্যালয়টি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। ইম্পেরিয়াল কলেজ লন্ডন বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০,০০০ শিক্ষার্থী রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫৯% ২০১৫ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে আবেদন গ্রহণের হার ১৪.৩%।

University College London

কিউএস র‍্যাঙ্কিং ২০২১ অনুযায়ী বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এটির অবস্থান ১০ম। তবে ইউরোপের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি ৫ম স্থান দখল করে আছে। University College London ১৮২৬ সালে প্রতিষ্ঠিত হয়। ইউনিভার্সিটি কলেজ লন্ডন বিশ্ববিদ্যালয়টি লন্ডনে অবস্থিত। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৪৪,০০০ ছাত্রছাত্রী রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫৩%।

Swiss Federal Institute of Technology Lausanne

এই বিশ্ববিদ্যালয়টি ১৯৬৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এটি সুইজারল্যান্ডে অবস্থিত। কিউএস র‍্যাঙ্কিং ২০২১ অনুযায়ী বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এটির অবস্থান ১৪তম। ইউরোপে যার অবস্থান ষষ্ঠ। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির ৫টি ক্যাম্পাস রয়েছে। ২০১৯ সালের তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ১১,৪০০ জন ছাত্রছাত্রী রয়েছে। তাদের মধ্যে ১৯% ফিমেল স্টুডেন্ট এবং ৫৭.৪% আন্তর্জাতিক শিক্ষার্থী।

The University of Edinburgh

এটি ১৫৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বের সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় এটির অবস্থান ২০তম। ইউরোপে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৭ম। বিশ্ববিদ্যালয়টির ৫টি ক্যাম্পাস রয়েছে। ২০১৭/১৮ শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে পার ৪১,৩১২ জন শিক্ষার্থী রয়েছে। যেখানে ফিমেল শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৪,৭৮২ জন। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ১৩,৩৫৩ জন আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে। ২০১৮ সালের তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে আবেদন গ্রহণের হার ১০%। আলেকজান্ডার গ্রাহাম বেল বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ছিলেন।

The University of Manchester

২০০৪ সালের ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এটির অবস্থান ২৭তম। ইউরোপে এটির অবস্থান ৮ম। বিশ্ববিদ্যালয়টি ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টিতে ৪০ হাজার ছাত্রছাত্রী রয়েছে। তাদের মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ হাজার। বিশ্ববিদ্যালয়টিতে আবেদন গ্রহনের হার প্রায় ৫৬%।

King’s College London

১৮২৯ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। কিউএস র‍্যাঙ্কিং ২০২১ অনুযায়ী বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এটি ৩১তম। ইউরোপে এটির অবস্থান ৯ম। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ২৬ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ৮,০০০।

London School of Economics and Political Science

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এটি ৪৯তম এবং ইউরোপে ১০ম। ১৮৯৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টিতে ১১,০০০ শিক্ষার্থী রয়েছে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০%। তবে মাজার বিষয় হচ্ছে, শুধুমাত্র এশিয়া থেকেই ৩০%।

ইউরোপের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৫০ এর মধ্যে অবস্থান করছে। সুতরাং নিঃসন্দেহে এগুলো খুবই ভালো মানের বিশ্ববিদ্যালয়। আপনার উচ্চশিক্ষার পছন্দের তালিকায় রাখতে পারেন বিশ্ববিদ্যালয়গুলো।

লিখেছেনঃ নাজমুল হাসান

Nazmul Hasan

Assalamu Alaikum. This is Nazmul Hasan. I am from Bangladesh. I am Civil Engineering Student. I love to share information about higher studies and immigrants. Because many students fail to fulfill their dream of higher education only due to a lack of information

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *