জার্মানির সেরা দশটি স্কলারশিপ
স্কলারশিপ এমন একটি বিষয় যা সবাই পেতে চায়। আপনিওতো পেতে চান, তাই না? তাও যদি আবার জার্মানির মতো দেশে হয় তাহলেতো কথাই নেই। কিন্তু সমস্যা হলো আমরা জানিই না জার্মানিতে কি কি স্কলারশিপ আছে। না জানা থাকলে আবেদনই বা করবো কিভাবে? সেজন্য আজকে জার্মানির দশটি স্কলারশিপ সম্পর্কে আলেচনা করবো। চলুন শুরু করি।
১। DAAD স্কলারশিপ। এর সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এটি জার্মান সরকারি স্কলারশিপ। মুলত মাস্টার্স, পিএসডি, ডক্টরেট স্টুডেন্ট বা ক্ষেত্র বিশেষে শর্টকোর্স করবার জন্য এই স্কলারশিপ দেয়া হয়। এটা জার্মানির বৃহত্তম স্কলারশিপ। লিঙ্ক
২। Erasmus Mundus স্কলারশিপ। এটি ইউরোপিয়ান ইউনিওনের অধীনে সর্ববৃহৎ স্কলারশিপ। এটি এককভাবে ইউরোপের কোন দেশ নিয়ন্ত্রণ করে না। এই স্কলারশিপ প্রাপ্তদেরকে সাধারণত একই কোর্স ইউরোপের ২ থেকে ৪ টা ভিন্ন দেশের ভিন্ন বিশ্ববিদ্যালয়ে মিলিয়ে করতে হয়। এই স্কলারশিপে আবেদন করতে হলে নুন্যতম অনার্স পাশ থাকতে হবে। জার্মানিতে প্রতি বছর প্রচুর স্টুডেন্ট আসে এই স্কলারশিপ নিয়ে। লিঙ্ক
https://ec.europa.eu/programmes
৩। Deutschlandstipendium স্কলারশিপ। বাংলাদেশ থেকে যারা ভালো গ্রেড থাকা অবস্থাতেও কোন স্কলারশিপ না পেয়ে জার্মানিতে এসেছেন তারা দেশ থেকে অথবা এখানে আসার পরে এই deutschlandstipendium পেতে আবেদন করতে পারেন। এটা যে কোন সেমিস্টারে আবেদন করা যায়। মাসে ৩০০ ইউরো পাবেন, ১ বা ২ সেমিস্টারের জন্য। এই স্কলারশিপ ইউনিতে ভর্তি হবার পরে ঐ ইউনি থেকে আবেদন করতে হয়। অফিশিয়াল লিঙ্ক
https://www.deutschlandstipendium.de
৪। AIESEC: Global Talent Programme এটি মুলত বিজনেস রিলেটেড কোর্সে যারা পড়াশুনা করছেন, তাদের জন্য। এতে মুলত AIESEC স্কলারশিপ স্বরূপ ৪৯০ ইউরো দেয়। জার্মানিতে আসার পরে আপনি তাদের সাথে যোগাযোগ করে আবেদন করতে হয়। অনলাইনে বিস্তারিত জানতে চাইলে লিঙ্ক (জার্মান ভাষায়)
https://aiesec.org/global-talent
৫। Alexander von Humboldt-Foundation স্কলারশিপ। এই স্কলারশিপ জারমানির সবচাইতে রয়েল স্কলারশিপ। এটি শুধু মাত্র বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য। কোন কম্পিউটার রিলেটেড, ইঞ্জিনিয়ারিং, ব্যবসা, বা মানবিক শাখার জন্য না। এই স্কলারশিপে আবেদন করতে হলে কমপক্ষে পিউর বিজ্ঞান বিভাগ হতে মাস্টার্স পাশ করতে হবে। (যেমন গনিত, বা পদার্থ বিজ্ঞান)। তবে যারা পিএইচডি বা পোস্টডক বা রিসার্চার হিসেবে কাজ করছেন, তারাই মুলত এই স্কলারশিপ পেয়ে থাকে। তাদের ওয়েবসাইট লিঙ্ক
https://www.humboldt-foundation.de
৬। The Baden-Wüttenberg-Stipendium। এই স্কলারশিপে জার্মানির স্টেটে যারা পড়তে আসে, এমন যে কেউ আবেদন করতে পারবে। এটাই জার্মানির এক মাত্র স্টেট যেখানে প্রতি সেমিস্টারে প্রায় ১৫০০ ইউরো করে টিউশন ফিস আছে। এই স্কলারশিপের জন্য ব্যাচেলর থেকে পোস্টডক পর্যন্ত যে কেউ আবেদন করতে পারে। এই স্কলারশিপে আবেদন করার লিঙ্ক
৭। Bayer Science & Education Foundation স্কলারশিপ। এটি বিশ্ববিখ্যাত কোম্পানি এর পক্ষ্য থেকে শুধু মাত্র যারা ডাক্তার, পাবলিক হেলথ, Life Sciences, Agro Science বা Biology and Chemistry রিলেটেড কোর্সে জার্মানিতে পড়ছেন এবং যারা healthcare সেক্টরে জার্মানিতে ইন্টার্নশিপ করছেন তাদের জন্য। বাংলাদেশীদের মধ্যে প্রায় কেউ এই স্কলারশিপ সম্বন্ধে না জানার কারনে প্রচুর ভারতীয় এই স্কলারশিপের জন্য আবেদন করে থাকে। তাই এবার আমাদেরও বসে না থেকে পাই না পাই আবেদন করা উচিৎ। এই স্কলারশিপে আবেদন করার লিঙ্কসহ বিস্তারিত পাবেন এখানে
https://www.bayer.com/en/ca/bayer
৮। Konrad-Adenauer-Stiftung (KAS): International Scholarships। আমরা না জনার কারনে কতটুকু পিছিয়ে যাচ্ছি, তার বড় প্রমান এই স্কলারশিপ। এতে ব্যাচেলর থেকে Doctorate পর্যন্ত যে কেউ আবেদন করতে পারে। মুলত এই স্কলারশিপ পেতে কোন IELTS লাগে না। লাগে বাংলাদেশ থেকে যদি আপনি ভালো গ্রেড পান তার ট্রান্সক্রিপ্ট। তবে মিনিমাম জার্মান ভাষার নলেজ আছে তা দেখাতে হয়। (যেমন এ১ লেভেল)। আর বাকি রিকয়ারমেন্ট আসলে তেমন কিছুই নেই। কিন্তু আমরা না জানার কারনে গত কয়েক বছরে আমরা কেউ আবেদনই করিনি। এবার কেউ গণহারে আবেদন করতে ভুলবেন না। বিস্তারিত পাবেন এই লিঙ্কে
৯। Stiftung der Deutschen Wirtschaft স্কলারশিপ। এই ফান্ড The Foundation of German Business (SDW) এর অধীনে। এই স্কলারশিপ মুলত বিজনেসের স্টুডেন্টদের জন্য। ব্যাচেলর থেকে PhD পর্যন্ত যে কোন বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত জানার লিঙ্ক (জার্মান ভাষায়)
১০। State of Bavaria: Max Weber স্কলারশিপ। এই স্কলারশিপ জার্মানির Bavaria রাজ্যের পক্ষ থেকে রাজ্যের যেকোনো ইউনিতে পড়া আন্তর্জাতিক স্টুডেন্টদেরকে দিয়ে থাকে। ব্যাচেলর থেকে Doctorate পর্যন্ত যে কোন ডিসিপ্লিন থেকে যে কেউ আবেদন করতে পারবে। বছরে ৪০০টা স্কলারশিপ দিয়ে থাকে। বিস্তারিত পাবেন এই লিঙ্কে
https://www.elitenetzwerk.bayern.de/en
আমার অন্যান্য লেখাসমূহ
বিদেশে উচ্চশিক্ষায় স্কলারশিপ : আন্ডারগ্র্যাজুয়েট
বিদেশে উচ্চশিক্ষায় স্কলারশিপ : পোষ্টগ্র্যাজুয়েট