ডাড স্কলারশিপ নিয়ে জার্মানিতে উচ্চশিক্ষা

ডাড স্কলারশিপ জার্মানির অন্যতম প্রেস্টিজিয়াস স্কলারশিপ। স্কলারশিপ নিয়ে জার্মানি যেতে চায় অথচ ডাড স্কলারশিপ সম্পর্কে জানেনা এমন ছাত্র খুব কমই রয়েছে। না জানলেও সমস্যা নেই, এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। জার্মানির সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ হচ্ছে ডাড। German Academic Exchange Service অথবা ডাড ১৯২৫ সালে তাদের কার্যক্রম শুরু করে। যারা ডাড স্কলারশিপ নিয়ে জার্মানিতে উচ্চশিক্ষা নিতে চান, তাদের জন্য এই স্কলারশিপটি একটি দারুণ সুযোগ।

DAAD স্কলারশিপ ছাড়া জার্মানিতে আরও কিছু স্কলারশিপ থাকলেও, এই স্কলারশিপটির সুযোগ সুবিধা সবচেয়ে বেশি। আপনি যদি জার্মানিতে স্কলারশিপ নিয়ে আসতে চান তবে আপনার উচিত DAAD Scholarship এর জন্য চেষ্টা করা। আজকের এই পর্বে জার্মানির এই স্কলারশিপ সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর থাকবে।

ডাড স্কলারশিপ আওতাধীন কী কী প্রোগ্রাম রয়েছে?

DAAD Scholarship এর আওতায় আপনি মাস্টার্স এবং পি এইচ ডি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন।

DAAD স্কলারশিপে যেসকল বিষয়ে আবেদন করা যাবে

এই স্কলারশিপের আওতায় বেশ কিছু প্রোগ্রামে আবেদন করা যাবে। নিম্নোক্ত প্রোগ্রাম বাদে অন্য কোন প্রোগ্রামে আবেদনের সুযোগ নেই। তবে আপডেটেড থাকার জন্য ডাডের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

  • অর্থনৈতিক বিজ্ঞান (Economic Sciences)
  • রাজনৈতিক অর্থনীতি (Political Economics)
  • উন্নয়ন সহযোগিতা (Development Cooperation)
  • ব্যবসা প্রশাসন (Business Administration)
  • ম্যাথমেটিক্স
  • প্রকৌশল সম্পর্কিত বিজ্ঞান (Engineering and related sciences)
  • মিডিয়া স্টাডিজ (Media Studies)
  • আঞ্চলিক ও নগর পরিকল্পনা (Regional and Urban Planning)
  • সামাজিক বিজ্ঞান (Social Sciences)
  • শিক্ষা ও আইন (Education and Law)
  • চিকিৎসা ও জনস্বাস্থ্য (Medicine and public health)
  • কৃষি ও বন বিজ্ঞান (Agricultural and Forest Sciences)
  • প্রাকৃতিক এবং পরিবেশ বিজ্ঞান (Natural and Environmental Sciences)

ডাড স্কলারশিপের আওতায় কী কী সুযোগ সুবিধা রয়েছে:

এই স্কলারশিপটির সুযোগ সুবিধা অনেক। আপনি একজন ইন্টারন্যাশনাল ছাত্র হিসেবে সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন। স্পাউস থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে স্কলারশিপ অথোরিটির সাহায্য পাবেন। কিছু উল্লেখযোগ্য সুযোগ সুবিধা উল্লেখ করা হলো।

  • টিউশন ফি
  • সেমিস্টার কন্ট্রিবিউশন ফি
  • বিমান ভাড়া
  • স্বাস্থ্যবীমা
  • মাসিক ভাতা (পি এইচ ডি = ১২০০ ইউরো, মাস্টার্স = ৮৬১ ইউরো)

এগুলো ছাড়াও আপনি আরোও কিছু সুবিধা নিতে পারবেন। এপয়েনমেন্ট জটিলতা, ভিসা জটিলতা, স্পাউস আনার ঝামেলা, ব্লক একাউন্ট ইত্যাদি সকল ঝামেলা থেকে মুক্তি পাবেন। কিছু কিছু ক্ষেত্রে পরিবারের জন্য বাসা যোগাড় করা থেকে শুরু করে বাসা ভাড়া, এবং তাদের মাসিক ভাতার ব্যবস্থা করে দিয়ে থাকে। এক কথায়, ডাড স্কলারশিপ নিয়ে জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেলে আপনার কোন টাকা পয়সার প্রয়োজন হবেনা।

DAAD স্কলারশিপ আবেদনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে?

  • পাসপোর্ট
  • এনাইডি (NID)
  • আবেদন ফরম
  • সকল একাডেমিক সার্টিফিকেট
  • সকল একাডেমিক মার্কশীট
  • মোটিভেশন লেটার (SOP)
  • সাইন ও সিলসহ রিকোমেন্ডেশন লেটার (২টি)
  • আইএলটিএস (IELTS)
  • কাজের অভিজ্ঞতা সাটিফিকেট
  • অফার লেটার (যদি থাকে)
ডাড স্কলারশিপের জন্য কয় বছরের স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য?

যেহেতু ডাডের এই স্কলারশিপের জন্য ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা লাগে, সেহেতু এখানে কিছু সময় স্টাডি গ্যাপ হয়েই যায়। ডাডের তথ্য অনুযায়ী স্টাডি গ্যাপ ৬ বছরের কম হওয়া ভালো। ৬ বছরের বেশি স্টাডি গ্যাপ থাকা উচিত হয়।

কাজের অভিজ্ঞতা ছাড়া ডাড স্কলারশিপে আবেদন করা যায়?

না আপনি আবেদন করতে পারবেন না। ডাড স্কলারশিপের জন্য ২ বছরের ফুল টাইম কাজের অভিজ্ঞতা প্রয়োজন। কাজের অভিজ্ঞতা ছাড়া আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না।

ডাড স্কলারশিপের জন্য কি কোন বয়সসীমা রয়েছে?

না, সাধারণত কোন নির্দিষ্ট বয়সসীমা নেই। তবে প্রোগ্রাম ভেদে ভিন্নতা থাকতে পারে। বিস্তারিত জানার জন্য, অনুগ্রহ করে www.funding-guide.de-এ যোগাযোগ করুন।

ডাড স্কলারশিপ নিয়ে কোন প্রকার প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। এছাড়াও এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ডাডের ওয়েবসাইট ভিজিট করুন।

Subscribe For Latest Updates!

Get higher-study abroad, visa & migration-related latest updates from eGal!

Invalid email address
We promise not to spam you. You can unsubscribe at any time.

Nazmul Hasan

Assalamu Alaikum. This is Nazmul Hasan. I am from Bangladesh. I am Civil Engineering Student. I love to share information about higher studies and immigrants. Because many students fail to fulfill their dream of higher education only due to a lack of information

4 thoughts on “ডাড স্কলারশিপ নিয়ে জার্মানিতে উচ্চশিক্ষা

  • 17/01/2022 at 10:04 PM
    Permalink

    Thank you so much for your information. I am working as Executive Office, HR last 3 years & i have completed my Msc in 2015 ( passing year 2017) after that i have completed PGD-HRM (professional course). They count passing year or academic year? Is IELTS is mendatory?

    Reply
  • 29/04/2022 at 3:57 PM
    Permalink

    My SSC group is business studies and I got GPA-5 in SSC exam 2021.
    At present, I m studying at Dhaka college (HSC batch -23). After 4 year’s Honours level, I want to go to German for master and PhD level study. But i think as a student, for every student of Bangladesh, there is a obstacle to get daad scholarship that is, one of the most significant conditions, experience of work (related with study course).
    So my query to all senior students who are taking experience on work to get daad scholarship to go to German, Is it possible working in study related issues with Honours level in Bangladesh? (Suppose i will.srudy then.Dhaka University.)

    Reply
  • 01/06/2022 at 4:06 PM
    Permalink

    ধন্যবাদ আপনাকে। ডাড স্কলারশিপ নিয়ে সহজে ব্যাখ্যা করেছেন। আশা করি কুশলে আছেন। আমার একটা প্রশ্ন ছিলো সেটা হচ্ছে এই স্কলারশিপে আবেদন করার জন্য ২ বছরের জব এক্সপেরিয়েন্স লাগে, এই জব এক্সপেরিয়েন্সটা কি ডিপার্টমেন্টাল হতে হবে? যেমন আমি ডিপ্লোমা করেছি আর্কিটেকচার নিয়ে, বি এস সি সিভিল এ আর বর্তমানে জব করছি এনজিও তে। সেক্ষেত্রে আমার এই এক্সপেরিয়েন্স কি সহযোগিতা করবে?আর না করলে আমার করণীয় কি? আশা করি আপনার নিকট থেকে এই সহযোগিতাটা পাব। পুনরায় আপনার কুশল কামনা করছি।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *