উদ্যমী, পরিশ্রমী কিছু তরুণ-তরুণী প্রয়োজন…

মানুষের জন্য কিছু করতে পারলে মনের মধ্যে এক ধরনের আনন্দবোধ হয়। সেই আনন্দ অনেকটা যেন স্বর্গীয় ব্যাপার! যতটা সম্ভব আমি মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। বিশেষত সঠিক তথ্য দিয়ে কিংবা পথ দেখিয়ে। তবে যতটা চাই ঠিক ততটা একা আমি পেরে উঠি না। তাই আমার সঙ্গে আমি কিছু তরুণ-তরুণীকে নিতে চাই। সত্যিকারের মোটিভেটেড, সৎ, উদ্যমী, পরিশ্রমী কিছু তরুণ-তরুণীকে সঙ্গে পেলে আমার বিশ্বাস আরও ভালো কাজ করা সম্ভব!

যোগ্যতা…

▣ কমপক্ষে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী হতে হবে, যে-কোনো বয়সের নারী-পুরুষ বা তরুণ-তরুণী যুক্ত হতে পারবেন, তবে ৩৫ বছরের কম বয়সীরা অগ্রাধিকার পাবেন

▣ ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে

▣ গুগল সার্চ করার আগ্রহ থাকতে হবে

▣ শুদ্ধভাবে বাংলা বা ইংরেজি কিংবা উভয় ভাষায় লিখতে জানতে হবে

▣ কোনো বিষয়েই গোঁড়ামি থাকা যাবে না, যেমন রাজনীতি কিংবা ধর্ম

▣ যে-কোনো ধর্ম-বর্ণের বা মতাদর্শের মানুষের প্রতিই শ্রদ্ধাশীল হতে হবে

কী লাভ?

আপাতত নগদ কোনো লাভ নেই। তবে নিশ্চয়ই একটা সময় কোনো না কোনো ‘লাভ’ হবে! আমার সঙ্গে যুক্ত হলে সরাসরি বিভিন্ন বিষয়ে কথা বলার সুযোগ তৈরি হবে। একটি ক্লোজ্ড গ্রুপের মাধ্যমে আমি সময়ে-সময়ে বিভিন্ন বিষয়ে শেখানোর চেষ্টা করবো। বিশেষত কনটেন্ট রাইটিং, বেসিক এসইও, ব্লগিং, ভ্লগিং, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন থেকে আয় বা আউটসোর্সিং ইত্যাদি নানা বিষয়ে আমি যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করবো। সেই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষা এবং অভিবাসন সম্পর্কেও তথ্যাদিসহ অভিজ্ঞতা শেয়ার করবো।

▣ এই প্ল্যাটফর্মে আপনি লেখালেখির প্র্যাকটিস করতে পারবেন

▣ বিভিন্ন টুল্স এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক ফ্রি ট্রেনিংসহ নানান আপডেট সরাসরি পাবেন আমার কাছ থেকে

▣ আপনার ভালো কাজগুলো নানান সময়ে কমিউনিটি ট্যাবসহ আমার সোশ্যাল মিডিয়া পেজে তুলে ধরবো। এতে আপনার পরিচিতি বাড়বে দেশে-বিদেশে

▣ লেখাগুলোর কিংবা আপনার প্রোফাইল লিংক সিভিতে যুক্ত করা নিশ্চয়ই একটা ইতিবাচক দিক হবে

▣ লিখতে গেলে যেহেতু পড়তে হয়, ঘাঁটাঘাঁটি করতে হয়, তাই অনেককিছু নিজের অজান্তেই শিখবেন

▣ আমি যা শিখাবো তা বিভিন্ন কোচিংয়ে শিখতে অন্তত ২০,০০০-৩০,০০০ টাকা বা তারও বেশি লাগবে। আমি শেখাবো বিনামূল্যে

▣ যেহেতু ক্লোজ্ড গ্রুপের মাধ্যমে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে তাই পরস্পর পরস্পরের কাছ থেকে শেখার সুযোগ মিলবে

কেন লিখবেন?

উচ্চশিক্ষা কিংবা যে-কোনো ধরনের চাকরিতেই কিন্তু লেখালেখি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে উচ্চশিক্ষা বা ‘পড়ালেখা’ মানেই আপনি কোনোভাবেই লেখালেখিকে উড়িয়ে দিতে পারবেন না। খেয়াল করে দেখবেন, পড়ালেখা বা লেখাপড়া শব্দ দুটির মাঝেই কিন্তু ‘লেখা’ শব্দটি রয়েছে। আমাদের দেশের শিক্ষার্থীরা লেখাতে তুলনামূলক দুর্বল হওয়ায় অনেকসময় খারাপ ফলাফল করে। আপনি যতই পড়েন না কেন কিংবা পারেন না কেন, যদি ভালো লিখতে না পারেন তাহলে মেধার মূল্যায়ন পাবেন না বললেই চলে! কারণ পরীক্ষায় খাতায় কিন্তু আপনার জানার পরিধিটা প্রকাশ পাবে লেখার মাধ্যমেই!! আর যদি উচ্চশিক্ষার কথা বলি, সেটা দেশেই হোক কিংবা বিদেশে… সারাক্ষণ নানান অ্যাসাইনমেন্ট, ইমেইল, মোটিভেশন লেটার, চাকরির দরখাস্ত ইত্যাদি আপনাকে লিখতে জানতে হবে খুব ভালোভাবে! এমনকি একটা প্রেম করতে গেলেও কিন্তু একটা সময় ভালোভাবে প্রেমপত্র লিখতে পারার দক্ষতা কাজে লাগতো! এখন মনে হয় তা আর লাগে না। 😉😉

যা-ই হোক, আমাদের সঙ্গে থাকলে আপনি এই প্ল্যাটফর্মেই বাংলা এবং ইংরেজি— যে-কোনো বিষয়ে লিখতে পারবেন, কেবল ধর্ম ও রাজনীতি ছাড়া যে-কোনো বিষয়েই!

যোগাযোগ…

উপরের কথাগুলো পড়ে যদি আপনি মোটিভেটেড হয়ে থাকেন তাহলে সিভি পাঠাতে পারেন এই ইমেইলে…  EGAL[@]EGALTUBE.COM , সিভিতে অবশ্যই ইমেইল এবং ফেসবুক লিংক উল্লেখ করতে হবে। সেই সঙ্গে কোন্ বিষয়ে পড়াশোনা করছেন বা করেছেন এবং আপনার শখের কথাও উল্লেখ থাকতে হবে।

15 thoughts on “উদ্যমী, পরিশ্রমী কিছু তরুণ-তরুণী প্রয়োজন…

  • 06/11/2020 at 11:32 AM
    Permalink

    Is it possible to help you by Android phone because I do not have laptop now.

    Reply
  • 06/11/2020 at 2:10 PM
    Permalink

    Vaiya, main bishoyta clear bujhi ni
    Apnar idea /planning share korle valo hoto
    What do u want actually

    Reply
  • 06/11/2020 at 6:04 PM
    Permalink

    Islam er bire ami akta kotha o write korte parbo na! Jodi ai condition a amk nite chan nite paren. Amr academic qualification M.Sc in CSE

    Reply
  • 07/11/2020 at 1:44 AM
    Permalink

    আমি স্নাতক পর্যায়ের ছাএ নই কিন্তু কনটেন্ট রাইটিং, বেসিক এসইও, ব্লগিং, ভ্লগিং, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং এগুলো শিখতে খুবই আগ্রহী। তাই আপনার থেকে একটা সুযোগ আশা করছি।

    Reply
      • 07/11/2020 at 2:34 AM
        Permalink

        I’m in hon’s 4th year.
        Dept. of Sociology

        Highly intersted to be accompanied with you.

        Reply
  • 07/11/2020 at 2:32 PM
    Permalink

    Bro I also create content in youtube. Plz inform me about your plan.

    Reply
  • 07/11/2020 at 5:47 PM
    Permalink

    I can’t send my cv to this email address..seems like invalid!why this is showing to me?

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *