জার্মান দ্বৈত নাগরিকত্ব আইনের সর্বশেষ ধাপও পাস!

জার্মান দ্বৈত নাগরিকত্ব আইনের সর্বশেষ ধাপও পাস! জার্মানিতে দ্বৈত নাগরিকত্ব আইনটির সর্বশেষ ধাপ ‘বুন্ডেসরাট’ থেকেও পাস হয়ে গেলো। যাঁরা বৈধভাবে জার্মানিতে পাঁচবছর ধরে আছেন এবং অন্যান্য শর্ত পূরণ করছেন তাঁরা এখনই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে পারেন দু-তিনমাস পর থেকে আবেদন জমা দেওয়ার জন্য।

জার্মানির যুগান্তকারী এই নাগরিকত্ব আইন চূড়ান্ত ভোটে পাস হয়েছে শুক্রবার সকালে একটি ঐতিহাসিক ভোটে। জার্মান বুন্ডেসরাট হচ্ছে পার্লামেন্টের উচ্চকক্ষ যা জার্মানির ১৬টি ফেডারেল রাজ্যের প্রতিনিধিত্ব করে।

এই নাগরিকত্ব আইনের মাধ্যমে মূলত যুগান্তকারী একটি সংস্কার পাস হয়েছে।

আইনটির কারণে আগের মতো আট বছর জার্মানিতে না থেকেই মানে মাত্র পাঁচবছর পরই জার্মান নাগরিকত্বের জন্য আবেদন করা সম্ভব।

এছাড়া যাঁরা বিশেষ ইন্টিগ্রেশন দেখাতে পারবে যেমন : জার্মান ভাষাদক্ষতা C1 লেভেল থাকবে তাঁরা তিনবছর পরই জার্মান নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে।

সেই সঙ্গে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকরা তাঁদের দ্বৈত নাগরিকত্ব বহাল রেখেই জার্মানি পাসপোর্ট নিতে পারবে।

জার্মান নাগরিকত্ব পেতে হলে জার্মানিতে বসবাসরত অবস্থায় কোনো ধরনের সরকারি অর্থ-সাহায্য ছাড়াই নিজের খরচ চালাতে হবে। জানতে হবে ন্যূনতম B1 লেভেলের জার্মান ভাষাও। এ ছাড়া Leben in Deutschland বা Einbürgerungstest নামের নাগরিকত্ব পরীক্ষায়ও পাস করতে হবে। তবে এটি খুবই সহজ একটি পরীক্ষা।

আইনটি চলতি মাসের শেষের দিকে জার্মান চ্যান্সেলর ওলাফ শল্জ এবং রাষ্ট্রপতি ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার স্বাক্ষর করবেন। এটি তার তিন মাস পরে কার্যকর হবে। এর অর্থ হচ্ছে আইনটি মে মাসের শেষের দিকে থেকে প্রয়োগ শুরু হবে।

জার্মান সরকারের হিসাব অনুসারে, ১২ মিলিয়নেরও (প্রায় ১ কোটি ২০ লাখ) বেশি লোক (বা জার্মানির জনসংখ্যার প্রায় ১৪%) জার্মান নাগরিকত্ব নেই এবং তাদের মধ্যে প্রায় ৫ দশমিক ৩ মিলিয়ন কমপক্ষে ১০ বছর ধরে জার্মানিতে বসবাস করছেন।

Subscribe For Latest Updates!

Get higher-study abroad, visa & migration-related latest updates from eGal!

Invalid email address
We promise not to spam you. You can unsubscribe at any time.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *