ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘ওমেন এন্ট্রাপ্রেনিউরশিপ কংগ্রেস’

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে ১৯-২১ নভেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী ওমেন এন্ট্রাপ্রেনিউরশীপ কংগ্রেস শুরু হচ্ছে। গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ ইউকে বাংলাদেশ এবং ফিমেল ইনোভেশন হাব এর সহযোগিতায় ভার্চুয়ালি আয়োজিত এবারের কংগ্রেসের মূল প্রতিপাদ্য ‘উদ্যোক্তাবৃত্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন’। ৬টি মহাদেশের ৬৫ জন বক্তা বিভিন্ন সেশনে তাদের উপস্থাপনা তুলে ধরবেন। পৃথিবীর ১৩০টি দেশ থেকে ১০ হাজারেরও বেশী অংশগ্রহণকারী এবারের কংগ্রেসে যোগ দিচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি।

তিন দিনব্যাপী এ কংগ্রেসে অংশগ্রহণকারীরা পরস্পরের সাথে নেটওয়ার্ক সৃষ্টি দক্ষতা বৃদ্ধি ও জ্ঞান বৃদ্ধির সুযোগ পাবে। পাশাপাশি বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজারের টিকে থাকার লড়াইয়ের উপযুক্ত হিবে নিজেদের তৈরি করার সুযোগ পাবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়, ওই কংগ্রেস ১৯ নভেম্বর দুপুর ১২টায় উদ্বোধন করবেন রিপাবলিক অব মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনাহ গুরিব ফাকিম এবং ২১ নভেম্বর রাত ৯টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্টার্ট-আপ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা। কংগ্রেসের সভাপতিত্ব করবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইওনাভেমন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের ফ্যাকাল্টি বিউটি আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *