মোবাইল অ্যাপ্সের মাধ্যমে শিখুন জার্মান ভাষা!

আধুনিক প্রযুক্তি ভাষা শেখাকে সহজ, সুবিধাজনক এবং উপভোগ্য করে তুলছে। বিরক্তিকর পাঠ্যপুস্তক এবং বিশাল দ্বিভাষিক অভিধানের বোঝা এখন অনেকেই মাথা থেকে ঝেড়ে ফেলতে চায়। কিন্তু আপনি শুধুমাত্র একটি স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগের মাধ্যমে, বিভিন্ন ভাষার ব্লগ এবং শীর্ষস্থানীয় দারুন সব পডকাস্টগুলি অ্যাক্সেস করতে পারেন।

আর এই জন্য আপনার কোথাও যেতে হবেনা,আপনার মোবাইল থেকে বেশ কিছু অ্যাপ্লিকেশান এর মাধ্যমে আপনি যেকোনো ভাষা শিখতে পারবেন। শুধু দরকার কিছু সময়, শ্রম আর প্রচেষ্টা। আর শুধুমাত্র বিশ্বাস করতে হবে যে, আপনি পারবেন।

এবং শুধুমাত্র জার্মান নয়, আরবি, ফরাশি, ইতালিয়ান, জাপানিস, এমনকি হিব্রু ভাষার মতন বিদঘুটে ভাষাও আপনি শিখতে পারবেন, শুধু তাই নয় এই ভাষা দিয়ে আপনি স্থানীয় লোকজনের সাথে কথোপকথন ও করতে পারবেন। তো কি করতে হবে আপনার?

আপনার শুধু প্রয়োজন ইন্টারনেট সংযোগ, ১টা স্মার্টফোন, আর কিছু সংখ্যক অ্যাপ। কোন অ্যাপটা ব্যবহার করবেন তা আপনি যদি না জানেন, হতাশ হবেন না। জার্মান শেখার জন্য ইন্টারনেটে প্রচুর অ্যাপ রয়েছে। আমি ভাষা শেখার উপযুক্ত কয়েকটি সেরা অ্যাপের একটি তালিকা তৈরি করেছি, যেগুলো আমি নিজেও জার্মান ভাষাশিক্ষার ক্ষেত্রে ব্যবহার করেছিলাম।

চিন্তার কোনও কারন নেই, আপনার কাছে কোনও ধরনের বই কিংবা ভাষা শিক্ষার কোনো শিক্ষাসামগ্রী না থাকলেও আপনার পক্ষে ভাষা শেখা সম্ভব। এই নিশ্চয়তা আমি আপনাকে  দিচ্ছি। আজকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ এর তালিকা, বিবরণ এবং লিঙ্ক আপনাদেরকে দিচ্ছি যাতে করে আপনারা সবাই যেকোনো ভাষা খুব সহজেই আয়ত্ত করতে পারবেন।

) DUOLINGO (ডুওলিংগো)-

ডুওলিংগো হচ্ছে আমেরিকান ভাষা শিক্ষা ওয়েবসাইট এবং অ্যাপ। ৩০০ মিলিয়ন এর অধিক ব্যবহারকারী আছে, যারা প্রতিনিয়ত ভাষা শিখছে এইখানে। আমি নিজেও একজন DUOLINGO ইউজার। আমি প্রথম জার্মান ভাষা শেখা শুরু করেছিলাম এই অ্যাপ দিয়েই। এই অ্যাপটা বেশ মজার। ব্যবহার করাও অনেক সহজ।

আপনার কাছে মনে হবে যে আপনি কোনো গেম খেলছেন। অনেকগুলো ধাপ আছে, এই ধাপগুলো পার করে করে আপনি ভাষা শিখবেন। অ্যাপটা একই সাথে কম্পিউটার এবং মোবাইলে ব্যবহার করতে পারবেন। যদি আপনার স্মার্ট ফোন নাও থাকে, কম্পিউটার ব্যবহার করেও আপনি এইখানে ভাষা শিখতে পারবেন।

লিঙ্কhttps://play.google.com/store/apps/details?id=com.duolingo

২) HELLO TALK (হ্যালো টক)-

এই অ্যাপটা আসলেই অসাধারণ। শুরুতে অনেকটা ফেসবুক এর মত মনে হতে পারে। এখানে অনেক ইন্টারেক্টিভ ন্যটিভ স্পিকাররা আছে। তাদের সাথে আপনি প্রতিনিয়ত ভাষা চর্চা করতে পারবেন। এই অ্যাপএ ভাষার পাঠগুলো বেশ গোছানো। বেস্ট ম্যাচ থেকে কারা অনলাইনে, কাছাকাছি, এবং সিরিয়াস লার্নারদের খুজে পাবেন।

ভাষার বিষয়গুলো সবসময় আপডেট করা হয়। মজার বিষয় হলো ট্রান্সলেটর যোগ করা আছে এই অ্যাপএ, তাই আপনার আলাদা করে শব্দ খুজতে হবে না। একজন ইউজার শুধুমাত্র একটা ভাষা সম্পূর্ণ শিখতে পারবে, আর ভি.আই.পি ইউজার হলে ৩ বা এর বেশিও শিখতে পারবেন। অনেক ভাল মানের ল্যাঙ্গুয়েজ পার্টনার পাবেন ভাষা শেখার জন্য, আর সাথে ভালো কমিউনিটি তো আছেই।

লিঙ্ক- https://play.google.com/store/apps/details?id=com.hellotalk

৩) MEMRISE (ম্যমরাইজ)-

এই অ্যাপটা আমার ফেভারট। বিশেষ করে নতুন শব্দ শেখার ক্ষেত্রে বেশ কাজে দেয়। অ্যাপটা আপনার ভুল সংশোধন করার আগ পর্যন্ত আপনাকে ছাড়বে না। বারংবার ভুল করে যাওয়া শব্দগুলো স্ক্রীনএ নিয়ে আসবে, যতক্ষণ পর্যন্ত না আপনি শব্দটা একেবারে শিখে ফেলছেন। জার্মান শব্দভাণ্ডার কাউকে না ভোগীয়ে ছাড়েনা।

জার্মান A1 লেভেলের বেশ কিছু কঠিন শব্দ আমি MEMRISE (ম্যমরাইজ) থেকে শিখেছিলাম। আজকে একটা লম্বা জার্মান শব্দ আপনাদেরকে শিখাচ্ছি, “Betäubungsmittelverschreibungsverordnung” (বে-টয়-বুংস-মিটেল-ফারসশাইবুংস-ফা-অরডনুং)

এই ৪১টা শব্দের অর্থটা দাড়ায়- মাদকদ্রব্য প্রেসক্রিপশন অধ্যাদেশ। হাহাহা

লিঙ্ক- https://play.google.com/store/apps/details?id=com.memrise.android.memrisecompanion

৪) AnkiDroid Flashcards (আঙ্কি ফ্ল্যাশ-কার্ড)-

এই অ্যাপটা মূলত ফ্ল্যাশ-কার্ড এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এখানে আপনি আপনার ইচ্ছা মতো জার্মান শব্দের ফ্ল্যাশ-কার্ড তৈরি করে নিতে পারবেন। প্রতিদিন অ্যাপটা ব্যবহার করলে এমনিতেই ভোকাবুলারি সমৃদ্ধ হবে।

লিঙ্ক- https://play.google.com/store/apps/details?id=com.ichi2.anki

৫) DW Learn German (ডে-ভে লার্ন জার্মান)-

জার্মান ভাষা শেখার ক্ষেত্রে এই অ্যাপটা অনেক কার্যকরী। এই অ্যাপ থেকে A1 ধাপ থেকে সরাসরি B1 ধাপ পর্যন্ত শিখতে পারবেন। মজার ভিডিও এবং সুগঠিত এক্সারসাইজ এর সমন্বয়ে জার্মান ভাষার কোর্স তৈরি করা আছে এই অ্যাপ-এ। এখানে জার্মান প্রাকটিস করার সময় আপনার মনে হবে যে, আপনি কোনো মুভি দেখছেন। তো আর দেরি কেনো এখনি শুরু করে দিন জার্মান শেখা।

লিঙ্ক- https://play.google.com/store/apps/details?id=com.dw.learngerman 

৬) German Learning App From Bangla For Free Use (জার্মান লারনিং অ্যাপ)-

বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে ইংরেজি বা অন্য ভাষার মাধ্যমে না শিখে যে যার মাতৃভাষায় শেখাতাই উত্তম। এক্ষেত্রে এই বাংলা অ্যাপটা অনেক বেশি কার্যকরী। জার্মান ভাষার বাক্য গুলো সহজ বাংলায় এইখানে বিস্তারিত আছে, সহজেই সবাই শিখতে পারবেন।

লিঙ্ক- https://play.google.com/store/apps/details?id=digbazar.com.bangla.deutsch

সবশেষে, আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনাদের উপকারের জন্যই অ্যাপগুলোর সম্পর্কে বলা, ভাষা শেখার নাম করে কখনো কাউকে বিরক্ত করে নিজের দেশের নাম ক্ষুন্ন করবেন না।

কারণ দিন শেষে আমরা প্রত্যেকটা মানুষই নিজের দেশের প্রতীক। আমাদের পরিচয়ে দেশ পরিচিত হয়। সুতরাং কোন ধরনের অযাচিত কাজ করবার আগে নিজের দেশের কথা একবার হলেও স্মরণ করবেন।

সবাইকে অনেক ধন্যবাদ ভালো এবং সুস্থ থাকুন আর সেই সাথে জার্মান ভাষা শিখতে থাকুন।

Auf wiedersehen.

জার্মান ভাষা নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে এই লেখা পড়তে পারেন-

কেন শিখবেন জার্মান ভাষা?

জার্মান ভাষাশিক্ষা : Goethe-Institut বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

এ ছাড়া অল্প টাকায় ঘরে বসে জার্মান ভাষা শিখার বিষয়ে আরও জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আর ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে ওই অ্যাপের লিংক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *