চলুন… নিজেকে বিশ্লেষণ করি!
“আমাদের চারপাশের চলার পরিবেশটা এতটা মসৃণ আর সহজ নয়। তাই না ?
দেখবেন অনেক সময় চারপাশের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে গিয়ে,মনে হতে পারে,আপনি/আমি ঠিক! কিন্তু,যখন পরিস্থিতির চাপে নিজেদের একটু প্রকাশ করবেন,তখন দেখবেন সত্যিই আপনি নিজে কতটা সম্পূর্ণ!! 😯”
সমাজে হাজার রকমের ‘কারেক্টার’ এর মানুষ থাকে,হাজার শব্দে তখন তাদের ‘ডিফাইন করা যায়। কেউ ভালো,কেউ মন্দ!আবারতো, কেউ ভালো-মন্দের উপরে।সত্যিই অসম্ভব শব্দেও তাদের ডিফাইন করা “ইম্পসিবল “ও বটে।
আজব কারেক্টার বলতে পারেন!!😬😬
“”””” স্মার্ট মানুষ তো সেই,যে নিজেকে সব পরিবেশের সাথে adjust করে নিবে, স্মার্ট সেই না, যে ভালো-জাঁকজমকপূর্ণ লাইফস্টাইল lead করে। “””””
নিজের মনোবৃত্তিকে জাগিয়ে তুলে যখন একটা অনন্য প্রতিভার উপেক্ষিত দিগন্তের কার্য সম্পাদন করে,তখনই কেবল তাকে “স্মার্ট “বলা যায়।
তাই,চলার পথে প্রতিদিন একটি করে নতুন শব্দে নিজেকে যাচাই করুন,দেখুন- জানুন নিজেকে…
আসলে আমরা কেউই নিজেদের ভূলএুটি গুলো খুঁজতে চাই না।😕😕
খুঁজতে চাই না-নিজেদের failure -এর কথা।😮
শুধুই ভেবে বসি…
“” ও কী করলো??
“”” ও কেন এমন??
“”” ও কেন করছে এটা…আমিও করবো না,হুমমম…!!
#বেগম রোকেয়া সাখাওয়াত এর মতে-যাকে শুদ্ধ বাংলায়- “” অনুকরণপ্রিয়তা–বলে!!#
এরকম হাজারো imperfection থাকে আমাদের মাঝে। তাই,এগুলো থেকে বেরিয়ে আসতে হবে।নিজেকে ভেঙ্গে নিতে হবে-আপন সত্তায়।নতুন করে নিজেদের mentality -কে positive way- তে change করতে হবে।
*ভেবে দেখুন…
আপনি যদি খুব আনন্দে থাকেন,suddenly কেউ এসে বললো”আমার সাথে খুব একটা খারাপ- জঘন্যতম কাজ হয়েছে বা খুব বাজে কিছু কথা বা খুব দুঃখ পেয়েছে মনে. (অপ্রতাশিত).তাই আপনার মনটাতে সাথে সাথে কালো মেঘ জমে গেল।””
তার মানে এই না যে, আপনিও তাকে দুঃখ মনের ভারাক্রান্ত হৃদয় নিয়ে,দুঃখটাকে হাজার গুন বাড়িয়ে দিবেন!
আপনার উচিত তাকে “smartly handle” করা। অসুবিধাটুকু বুঝে তার মনটাকে শান্তি দেওয়া। তাকে বুঝিয়ে বলা।
তাহলে সেও “happiness ” খুঁজে পাবে আর আপনিও ‘happy ‘করতে পেরে নিজেকে ‘lucky ‘ভাববেন।
একটু হিসাব করে নতুন আঙ্গিকে বলতে গেলে এভাবে দাড়ায়…😇😇..
আপনি আগে ছিলেন Happy ,এটাকে মার্ক দেন = 50,আর এখন Lucky,এটাকে মার্ক দেন =50..
Lucky+Happy =100
Overall Happy lucky😁
তার মানে নতুন একটা অভিজ্ঞতা add হলো লাইফ নামক জিনিসে😆
তাই ভাবুন,,,
লাইফটাকে’ easily ‘চিন্তা করে,নিজেকে আপনি নিজেই বিশ্লেষণ করতে পারবেন।
নিজেই পাবেন অজানা “” “Happiness “””😁
%* শুরু হতেও পারে একটা নতুন অধ্যায়…….
THANK YOU SO MUCH EVERYONE….
Stay with us…Thank u…
Thank you so much…
Most welcome