জার্মান B1 লিখিত পরীক্ষার মডেল প্রশ্নোন্তর
জার্মান ভাষার সার্টিফিকেট পরীক্ষাগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ‘schreiben’। যাঁরা বর্তমানে জার্মান ভাষা শিখছেন বা ভবিষ্যতে শিখবেন কিংবা যাঁরা জার্মানিতে আছেন বা ভবিষ্যতে আসবেন তাঁদের জন্য অত্যন্ত কাজের একটি অ্যাপ এটি।
যাঁরা ভবিষ্যতে জার্মান সিটিজেনশিপের জন্য আবেদন করবেন তাঁদের অবশ্যই B1 পাশ করতে হবে। এছাড়া কাজে লাগবে A2/B2 লেভেলের শিক্ষার্থীদেরও।
এই অ্যাপের কন্টেন্টগুলো শেষ করলে A2, B1, B2 লেভেলের লিখিত পরীক্ষা পাসের শতভাগ গ্যারান্টি আমি দিচ্ছি!
অ্যাপটি সংগ্রহে রাখুন। বহুত ফায়দা হবে। 😎😎
অ্যাপ ডাউনলোডের লিংক : https://uto.la/tmQ
Medical assistant or Health assistant job available in Germany?