বিনামূল্যে ক্রেডিটকার্ড, সঙ্গে ৬০ ইউরো বোনাস!
উন্নত বিশ্বে ক্রেডিটকার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিপদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুও বলতে পারেন এই ক্রেডিট কার্ডকে। টাকা নাই!? কিন্তু হঠাৎ দেশে যাওয়া লাগবে? বিমানের টিকিট কাটা লাগবে? ঠুস করে কেটে নিন ক্রেডিট কার্ড দিয়ে। পরে মাসে মাসে দিয়ে দিলেন। শখের একটা আইফোন বা কোনোকিছু কিনবেন? কিনে ফেলুন, পরে ধীরে ধীরে দিয়ে দেবেন কার্ড কোম্পানিকে। এমন অসংখ্য ইতিবাচক কাজে লাগে ক্রেডিট কার্ড।
যাঁরা জার্মানি আছেন কিংবা খুব শিগগিরই আসবেন (নিদেনপক্ষে যাঁদের একটি ঠিকানা আছে জার্মানিতে) তাঁরা বিনামূল্যে এই ক্রেডিট কার্ডটা নিয়ে রাখতে পারেন।
কোনো বিল পে করতে, কিংবা কেনাকাটা করতে এর জুড়ি নেই! ৪৯ দিনের মধ্যে বিল পরিশোধ করে দিলে একটা পয়সাও সুদ দিতে হয় না।
কার্ডটা ব্যবহার করা যাবে সারা পৃথিবীজুড়েই, তাও বিনামূল্যে!
অবশ্য ক্যাশ টাকা তুললে ১.৫৩ শতাংশ হারে সুদ প্রদান করতে হয়। বাস্তবতার নিরিখে সেটাও অবশ্য কম।
আমি বেশ কয়েক বছর ধরে ব্যবহার করছি! একটা টাকাও সুদ দিতে হয় নি। সাবধানে ব্যবহার করতে জানলে ক্রেডিট কার্ড সত্যিই মজার এক জিনিস! 😎
মজার বিষয় হচ্ছে, আমার লিংক থেকে কার্ডটা নিলে উল্টো আপনি পাবেন ৬০ ইউরো! অন্যান্য সবকিছু তো বিনামূল্যে থাকলোই!
*** তবে ছোট্ট একটা শর্ত হচ্ছে : কার্ডের জন্য অবশ্যই এখনই আবেদন করতে হবে এবং আগামী একমাসের মধ্যে কার্ডটি সচল করে কিছু না কিছু লেনদেন করতে হবে, হোক সেটা ১ ইউরো! ব্যাপার নাহ্! 😉😉
প্রথমে ৮০০ ইউরোর মতো ক্রেডিট লিমিট দেয় প্রতিষ্ঠানটি। পরে কয়েকমাসের মধ্যেই তা বাড়িয়ে করে দেয় ৫০০০€ বা পাঁচ লাখ টাকা! ইদানিং তা বাড়িয়ে ধীরে ধীরে ক্ষেত্রে ১০,০০০ ইউরো বা প্রায় ১০ লাখ টাকা পর্যন্ত করছে প্রতিষ্ঠানটি।
তাহলে আর দেরি কেন? নিয়ে নিন এক্ষণি! আবেদনের লিংক : https://uto.la/OOP
অথবা এই QR Code স্ক্যান করেও আবেদন করতে পারেন। যাঁদের আত্মীয়-স্বজন থাকে জার্মানিতে তাঁদের সঙ্গেও শেয়ার করতে পারেন লিংকটি।
সারাজীবন বিনামূল্যে ক্রেডিটকার্ড, সাথে ৬০€ বোনাস! খারাপ কি !!আমাকে ধন্যবাদ পরে দিয়েন! তাড়াতাড়ি কার্ডটি নিয়ে নিন! 😎😎