১০,০০০€ লিমিটসহ বিনামূল্যে ক্রেডিটকার্ড, সঙ্গে ৮০ ইউরো বোনাস!
ক্রেডিটকার্ড যে কত বড় বন্ধু তা বেশি জানেন যাঁরা নিয়মিত অনলাইনে কেনাকাটা করেন কিংবা প্রবাসে থাকেন। কারণ অনেকসময় কোনোকিছুর বিল দেওয়া লাগলে, অনলাইনে কিছু কেনাকাটা করতে চাইলে কিংবা টাকার দরকার পড়লে ক্রেডিটকার্ড হতে পারে অন্যতম অবলম্বন। আজকের এই ব্লগে জানাবো, কীভাবে জার্মানিতে বিনামূল্যে ক্রেডিটকার্ড পেতে পারেন। সেই সঙ্গে কীভাবে উল্টো ৮০ ইউরো বোনাস পাবেন এই মাস্টারকার্ড নিলে।
উন্নত বিশ্বে ক্রেডিটকার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিপদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুও বলতে পারেন এই ক্রেডিট কার্ডকে। টাকা নাই!? কিন্তু হঠাৎ দেশে যাওয়া লাগবে? বিমানের টিকিট কাটা লাগবে? ঠুস করে কেটে নিন ক্রেডিটকার্ড দিয়ে। পরে মাসে মাসে দিয়ে দিলেন। শখের একটা আইফোন বা কোনোকিছু কিনবেন? কিনে ফেলুন, পরে ধীরে ধীরে দিয়ে দেবেন কার্ড কোম্পানিকে। এমন অসংখ্য ইতিবাচক কাজে লাগে ক্রেডিট কার্ড।
জার্মানিতে বিনামূল্যে ক্রেডিটকার্ড
জার্মানিতে বিনামূল্যে ক্রেডিটকার্ড-এর অফার খুব বেশি নেই। প্রায় সব ব্যাংকই বছরে ৩০ ইউরো কিংবা তারও বেশি চার্জ করে থাকে। কোনো কোনো ক্রেডিট লিমিটও নির্ভর করে আপনার অর্থনৈতিক প্রোফাইল-এর ওপর। কিন্তু এ ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে মাস্টারকার্ড কার্ড দেওয়া এই প্রতিষ্ঠানটি।
যাঁরা জার্মানি আছেন কিংবা খুব শিগগিরই আসবেন (নিদেনপক্ষে যাঁদের একটি ঠিকানা আছে জার্মানিতে) তাঁরা বিনামূল্যে এই ক্রেডিট কার্ডটা নিয়ে রাখতে পারেন। কোনো বিল পে করতে, কিংবা কেনাকাটা করতে এর জুড়ি নেই! ৪৯ দিনের মধ্যে বিল পরিশোধ করে দিলে একটা পয়সাও সুদ দিতে হয় না। কার্ডটা ব্যবহার করা যাবে সারা পৃথিবীজুড়েই, তাও বিনামূল্যে!
অবশ্য ক্যাশ টাকা তুললে ১.৫৩ শতাংশ হারে সুদ প্রদান করতে হয়। বাস্তবতার নিরিখে সেটাও অবশ্য কম।
আমি প্রায় ১০ বছর ধরে ব্যবহার করছি! একটা টাকাও সুদ দিতে হয় নি! সাবধানে ব্যবহার করতে জানলে ক্রেডিট কার্ড সত্যিই মজার এক জিনিস! 😎
যেভাবে পাবেন ৮০ ইউরো বোনাস…
এই মাস্টারকার্ডটি নিলে মাঝে মাঝে বোনাসও পাওয়া যায়। বর্তমানে একটি অফার চলছে। আমার এই লিংক থেকে কার্ডটা নিলে উল্টো আপনি পাবেন ৮০ ইউরো! অন্যান্য সবকিছু তো বিনামূল্যে থাকলোই! মনে রাখবেন, কোনো রেফারেন্স ছাড়া কার্ডটি নিলে আপনি কোনো বোনাস পাবেন না!
আর ৮০ ইউরো বোনাস পাওয়ার ক্ষেত্রে ছোট্ট দুয়েকটা শর্ত রয়েছে। শর্তগুলো হচ্ছে :
- কার্ডের জন্য আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে (যত তাড়াতাড়ি সম্ভব, আবেদন করে ফেলাই ভালো!)
- এখন থেকে ৩১ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে কার্ডটি সচল করে কিছু না কিছু লেনদেন করতে হবে, হোক সেটা ১ ইউরো! ব্যাপার নাহ্! 😉😉
- লেনদেন বলতে এখানে কোনোকিছু কেনাকাটা বা বিল পেমেন্ট দেওয়া বুঝানো হয়েছে। প্রথমমাসে ক্যাশ উত্তোলন করলে ৮০ ইউরো বোনাস পাবেন না।
ফ্রি ক্রেডিটকার্ডে এত্তো লিমিট?
বিনামূল্যের ক্রেডিটকার্ডের লিমিট শুনলে সত্যিই আশ্চর্য হবেন! প্রথমে ৮০০ থেকে ১,০০০ ইউরোর মতো ক্রেডিট লিমিট দেয় প্রতিষ্ঠানটি। পরে কয়েকমাসের মধ্যেই তা ধীরে ধীরে বাড়িয়ে করে দেয় ৫,০০০€ বা ছয় লাখ টাকা! ইদানীং ধীরে ধীরে তা বাড়িয়ে ক্ষেত্রবিশেষে ১০,০০০ ইউরো বা প্রায় ১২ লাখ টাকা পর্যন্ত করছে প্রতিষ্ঠানটি!
তাহলে আর দেরি কেন? নিয়ে নিন এক্ষণি! জার্মানিতে বিনামূল্যে ক্রেডিটকার্ড আবেদনের লিংক : https://uto.la/OOP
অথবা এই QR Code স্ক্যান করেও আবেদন করতে পারেন। যাঁদের আত্মীয়-স্বজন থাকে জার্মানিতে তাঁদের সঙ্গেও শেয়ার করতে পারেন লিংকটি।
সারাজীবন বিনামূল্যে ক্রেডিটকার্ড, সাথে ৮০€ বোনাস! খারাপ কি !!আমাকে ধন্যবাদ পরে দিয়েন! তাড়াতাড়ি কার্ডটি নিয়ে নিন! 😎😎
শেষকথা
জার্মানিতে বিনামূল্যে ক্রেডিটকার্ড পাবার ক্ষেত্রে আশা করি, এই পোস্টটি অনেকেরই উপকারে আসবে। যদি এটি কাজের মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করতে পারেন…
Assalamu Alaikum Brother,
First of all thanks a lot for sharing lots of news through your YouTube channel.
I have moved to Germany few months back & looking for a credit card and found your this link.
So, I just want to check with you if the 60 euro offer is still available from the bank, I mean is there any way you may confirm! Please do not take any pressure and do not misunderstand me as I do not understand German Language yet but few very basics.
Looking forward to hearing from you soon InShaa-Allah
Best regards,
Faroque
It’s still available. Now even 80€
Very helpful information. Thanks broo
Welcome 🙂