বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক পরামর্শ
জার্মানি কিংবা ইউরোপে অথবা পৃথিবীর অন্য কোনো দেশে উচ্চশিক্ষার জন্য কিংবা অভিবাসী হিসেবে যাওয়ার ক্ষেত্রে অনেকেই অনেক দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। সঠিক তথ্যের অভাবে সিদ্ধান্তহীনতাও কাজ করে বেশ। আবার অনেকেই জানেন না ঠিক কোথায় গেলে বা কার কাছে গেলে সঠিক তথ্যটা জানা যাবে। এসব দিক বিবেচনা করেই যাত্রা শুরু করেছিল আমাদের eGaL ইউটিউব চ্যানেল।
এই কয়েকবছরে আমি ব্যক্তিগতভাবে হাজারও মানুষের সঙ্গে দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা কথা বলে বিনামূল্যে নানান পরামর্শ দিয়েছি। কিন্তু ইদানীং পারিবারিক, স্বাস্থ্যগত আর পেশাগত ব্যস্ততার কারণে এই সেবা দিনকে দিন কমাতে হচ্ছে। এ ছাড়া বিনামূল্যে পরামর্শ দেওয়ায় অনেকসময়ই দেখা যাচ্ছে অনেকেই তার অপব্যবহার করছেন। তথাকথিত শিক্ষিত আর পেশাদার মানুষজনও বুঝে না বুঝে কল করে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করছেন। কেউ কেউ অহেতুক সময় নষ্ট করায় অনেক দরকারেও আবার কেউ কেউ আমার সঙ্গে পরামর্শ করা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই অনেকেই বলেছেন, যেভাবেই হোক, দরকার হলে ফি দিয়ে হলেও তাঁরা আমার সঙ্গে কথা বলতে চান। মূলত তাঁদের কথা মাথায় রেখেই চালু হলো এই সেবা…
এর মানে হচ্ছে এখন থেকে বিনামূল্যে কথা বলার সুযোগ আর থাকছে না। যাঁদের সত্যিকারের প্রয়োজন রয়েছে শুধু তাঁরাই একটা নির্দিষ্ট অংকের টাকার বিনিময়ে বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক কথা বলতে পারবেন। বস্তুত এতে করে আমার খুব বেশি লাভ নেই। কারণ টাকার পরিমাণে যা দাঁড়াবে তা ইউরোপের বাস্তবতায় খুবই নগণ্য। আর সারাদিন কর্মব্যস্ততার পর যেই সময়টাতে আমার বিশ্রাম নেওয়ার কথা ছিলো সেই সময়টাই আমি দিবো আমার কমিউনিটির লোকদের জন্য। কারণ কারও কারও জন্য হয়তো এই সময়টুকু অনেক কাজে দেবে তাঁদের জীবনের গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তটা নিতে।
কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন যেভাবে
অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বিষয়টা আসলে খুবই সহজ। নিচের ক্যালেন্ডারে খালি থাকা স্লট থেকে আপনি নিয়ে নিতে পারেন আপনার অ্যাপয়েন্টমেন্ট। আমাদের মূলত চার ধরনের টাইম স্লট রয়েছে। সেগুলো হলো :
৭৫ মিনিট৬০ মিনিট- ৪৫ মিনিট
৩০ মিনিট
অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাকে বিকাশ, নগদ বা রকেটে নির্দিষ্ট ফি পে করতে হবে। এছাড়া পেপ্যালের মাধ্যমেও ফি প্রদান করা যাবে। টাকা প্রদানের পর সংশ্লিষ্ট তথ্য পূরণ করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি মিটিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন!
- বিকাশ, নগদ বা রকেট নাম্বার : +88 01991 95 96 65
- পেপ্যাল : info@digbazar.com
অ্যাপয়েন্টমেন্টর দামদর কত?
যেমনটা আগেই বললাম, ইউরোপের বাস্তবতায় এটি একেবারেই নামমাত্র মূল্য। মূলত কমিউনিটিকে সহযোগিতা করার জন্যই এই দাম নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে তা আরও বাড়তে পারে। বর্তমানে ৩০ মিনিট থেকে ৭৫ মিনিট পর্যন্ত কথা বলার ফি নিচে দেওয়া হলো। তা দেখে নিতে পারেন এখানেও।
৭৫ মিনিট : ১,৪৯৯ টাকা বা ১৬€৬০ মিনিট : ১,২৯৯ টাকা বা ১৪€- ৪৫ মিনিট : ১,০৯৯ টাকা বা ১৩€
৩০ মিনিট : ৮৯৯ টাকা বা ১০€
*** আপনি যদি সঙ্গে আরও দুজন বন্ধুবান্ধব বা বাবা-মাকে সঙ্গে নিতে চান তাহলে ৩০০ টাকা বা ৩€ অতিরিক্ত প্রদান করতে হবে।
একনজরে সংশ্লিষ্ট তথ্যাদি
ওয়ান-অন-ওয়ান এই মিটিংয়ের সংশ্লিষ্ট তথ্য সংক্ষেপে নিচে তুলে ধরা হলো :
🔴 অ্যাপয়েন্টমেন্ট বুক করার আগে আপনার ফি প্রদান করতে হবে
🔴 একটি মিটিং শিডিউল করার আগে নির্দিষ্ট বক্সে আপনার প্রশ্ন বা আলোচনার বিষয় যোগ করুন
🔴 আপনি অতিরিক্ত ৪০০ টাকা বা ৫€ প্রদান করার মাধ্যমে সঙ্গে আরও দুইজনকে মিটিংয়ে নিয়ে আসতে পারেন
🔴 বিকাশ, নগদ বা রকেট নাম্বার : +88 01991 95 96 65
🔴 PayPal: info@digbazar.com
🔴 টাকা প্রদান করে অ্যাপয়েন্টমেন্ট নিলে স্বয়ক্রিয়ভাবেই আপনার কাছে মিটিংয়ের লিংক চলে যাবে
🔴 আপনি চাইলে তিন মাস পর্যন্ত মিটিং রি-শিডিউল করতে পারবেন (স্লট খালি থাকা সাপেক্ষে)
নিচের ক্যালেন্ডার থেকে আপনি ৪৫ মিনিট মিটিংয়ের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।
৩০ মিনিটের অ্যাপয়েন্টমেন্ট
৪৫ মিনিটের অ্যাপয়েন্টমেন্ট [ONLY MEETING TIME IS AVAILAVAIL NOW]
নিচের ক্যালেন্ডার থেকে আপনি ৪৫ মিনিট মিটিংয়ের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।
৬০ মিনিটের অ্যাপয়েন্টমেন্ট
নিচের ক্যালেন্ডার থেকে আপনি ৬০ মিনিট মিটিংয়ের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।
৭৫ মিনিটের অ্যাপয়েন্টমেন্ট
নিচের ক্যালেন্ডার থেকে আপনি ৭৫ মিনিট মিটিংয়ের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।
আশা করি পুরো বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। তাহলে দেখা হবে ওয়ান-টু-ওয়ান মিটিংয়ে, কথা হবে সরাসরি… ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন!