চায়নাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়াশোনা

চায়নাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়াশোনা-
পর্ব-১
আমরা জানি বিশ্বের অন্যতম উন্নত দেশ চায়না ও প্রযুক্তির দিক দিয়ে তারা বেশ এগিয়ে আছে এশিয়ার অন্য দেশ গুলো থেকে।তাদের সিভিল ইন্জিনিয়ারিং দক্ষতা মন কেরে নেবার মত।ব্যবসা ও রপ্তানিতে রয়েছে তাদের প্রথম স্থান।আর অর্থনৈতিক শক্তিতে বিশ্বে দিত্বীয়,সামরিক শক্তিও বেশ আছে।

এই পরাশক্তি ও উন্নত দেশ দিচ্ছে বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের তাদের দেশে এসে পড়াশোনা করার সুযোগ।তারই খাতায় বাংলাদেশিদের নামও রয়েছে।

চায়নাতে ২৫০০ এর উপরে ইউনিভার্সিটি ও ভোকেশনাল কলেজ রয়েছে সেখানে ১২০০ এর মতন ইউনিভার্সিটি।চায়নাতে ২টি মাধ্যমে পড়াশোনা করা যায়-চাইনিজ ও ইংলিশ।
এই ইউনিভার্সিটি এ কলেজ গুলোতে রয়েছে ২০০ এর উপরে স্কোলারশিপ ক্যাটাগরি।তবে ৩-৪ ধরনের স্কোলারশিপ ই বেশি দেয়া হয়।
১.csc(chinese scholarship council)
২.provencial scholarship
৩.university scholarship
Csc scholarship-
Csc স্কোলারশিপ মূলত চাইনিজ সরকার সরাসরি দিয়ে থাকে বিভিন্ন দেশের ছাত্রদের তাদের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে।এই স্কোলারশিপে পড়তে হলে ১ বছর চাইনিজ শিখতে হয় চায়নাতে যাওয়ার পর এবং একটি চাইনিজ ভাষায় পরীক্ষা দিতে হয় যা Hsk4 নামে পরিচিত।এই পরীক্ষার আরো লেভেল আছে।পরীক্ষায় পাশ করার পর থেকে যে কোন পছন্দের সাবজেক্ট নিয়ে পড়াশোনা শুরু হয় চাইনিজ মাধ্যমে।
এই স্কোলারশিপে রয়েছে এয়ার টিকেটের মূল্য থেকে শুরু করে টিউশন ফি ফ্রি হোস্টেল ফি ফ্রি,মাসিক ২০-২৫ হাজার টাকার বৃত্তি।

Provencial scholarship-
এটা প্রবিন্স(প্রদেশ)ভিত্তিক স্কলারশিপ।এখানে চাইনিজ ও ইংলিশ মাধ্যমে পড়াশোনা করা যায় হোস্টেল ও টিউশন ফি দেয়া লাগে না।কিছু জায়গায় মাসিক বৃত্তিও দেয়া হয়।

University scholarship-
ইউনিভার্সিটি স্কোলারশিপ ২ ধরনের দিয়ে থাকে একাডেমিক রেজাল্ট অনুযায়ী।প্রথমে যাদের রেজাল্ট ভাল তাদের ১০০% টিউশন ও হোস্টেল ফি ফ্রি দিত্বীয়ত যাদের রেজাল্ট একটু লেস তাদের ৫০% স্কোলারশিপ দিয়ে থাকে ইউনিভার্সিটি গুলো।কিছু ইউনিভার্সিটি আছে চাইনিজ মাধ্যমে পড়লে ১০০% টিউশন ও হোস্টেল ফি সহ মাসিক ৮-১০ হাজার টাকা বৃত্তি দিয়ে থাকে।
Scholarship এ কি কোন কন্ডিশন(শর্ত) আছে?
এখানে বলা বাহুল্য চায়নাতে সকল মাধ্যমে সকল স্কোলারশিপে কন্ডিশন থাকে।১ বছর পড়াশোনার উপর নির্ভর করে পরবর্তী বছর স্কোলারশিপ পাওয়ার।
Self fund কি আছে?
Self fund দিয়েও পড়াশেনা করা যায়।যাদের একাডেমিক রেজাল্ট একটু খারাপ তারা নিজ খরচে পড়াশোন করতে পারে তবে সেখানে কোন কন্ডিশন থাকে না।

Subscribe For Latest Updates!

Get higher-study abroad, visa & migration-related latest updates from eGal!

Invalid email address
We promise not to spam you. You can unsubscribe at any time.

Naimur Rahman

Hello,I’m Naimur from Dhaka Bangladesh.I’m a university going student want to be a self employed and skilled person.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *