জার্মানিতে উচ্চশিক্ষা : ব্লকড অ্যাকাউন্ট বিকল্পের আদ্যোপান্ত
নিজের জীবনের লক্ষ্য অর্জনের জন্য উন্নত দেশগুলোতে পড়তে আসা বর্তমান শিক্ষার্থীদের অন্যতম প্রধান স্বপ্ন। আর সেই দেশটি যদি হয় জার্মানির মতো দেশ যেখানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কোনো টিউশন ফি নেই, তাহলে নিঃসন্দেহে বলাই যাচ্ছে, দেশটি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য পছন্দের তালিকায় রয়েছে।
তবে অসংখ্য ছাত্র-ছাত্রী আসতে পারে না কারণ তারা মনে করে বিদেশে মাস্টার্স বা পিএইচডি — এই সব হলো অতীব মেধাবীর কাজ, এটা তাদের দিয়ে সম্ভব না। কিন্তু এটা একটা ভুল ধারণা। অদম্য ইচ্ছাশক্তি ও সঠিক দিকনির্দেশনায় ধাপে ধাপে অগ্রসর হলে স্বপ্নের দেশ জার্মানিতে অধ্যয়ন করা সম্ভব।
মেধাবীদের জন্য যেমন রয়েছে বিভিন্ন ধরনের স্কলারশিপের অপার সম্ভাবনা তেমনি এভারেজ স্টুডেন্টদের জন্যও রয়েছে অনেক সুযোগ। আজ আমি এই আর্টিকেলে লিখতে যাচ্ছি ব্লক্ড অ্যাকাউন্টের বিকল্প কিছু উপায়ের কথা। তার আগে জেনে নেওয়া যাক ব্লকড অ্যাকাউন্ট কী? কেন দরকার?
ব্লকড একাউন্ট কী?
জার্মানিতে ভিসা পেতে হলে অন্যান্য কাগজপত্রের সঙ্গে অন্যতম প্রধান শর্ত হলো ব্লক্ড অ্যাকাউন্ট। জার্মানিতে আসার আগেই জার্মানির একটি ব্যাংকে ১০ হাজার ২৩৬ ইউরো (বর্তমান বাজারদর অনুযায়ী- বাংলাদেশি টাকায় প্রায় দশ লাখ ২৮ হাজার ৭৯৫ টাকা) ব্লক করতে হয়।
কেন দরকার?
এটি আসলে সিকিউরিটি মানির মতোই, অর্থাৎ জার্মানিতে এসে চাকরি না পাওয়া পর্যন্ত নিজের থাকা-খাওয়া খরচ মেটানোর মতো টাকা আপনার আছে কি-না সেটার প্রমাণ। এই অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে ৮৫৩ ইউরো আপনার কাছে পৌছে যাবে।এক বছর পর পুরো টাকাই দেশে পাঠিয়ে দিতে পারবেন (খরচ না করলে)। কোনো কারণে জার্মানি না আসতে পারলে চিন্তার কোনো কারণ নেই। এই টাকা ফেরতযোগ্য। জার্মান ব্যাংক আপনার কাছে পাঠিয়ে দেবে।
কীভাবে ব্লকড অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করব?
স্বল্প এবং স্বচ্ছ ফি থাকায় আমরা অর্থ স্থানান্তরের পদ্ধতি হিসাবে Fintiba-কে সুপারিশ করি। তাছাড়াও BAM, Coracle, Deutsche Bank, Expatrio-এর মাধ্যমেও অর্থ স্থানান্তর করতে পারেন।
জার্মানির কোন ব্যাংকে ব্লকড অ্যাকাউন্ট খোলা সবচেয়ে ভালো?
আমার জানা মতে, DeutscheBank। তাছাড়াও Fintiba, Expatrio or Coracle- এ ব্লকড অ্যাকাউন্ট খোলা যায়। সহজ পদ্ধতি ও সাশ্রয়ী অপশন দুটি হচ্ছে Expatrio or Coracle
Coracle ব্লকড অ্যাকাউন্ট কি নিরাপদ?
হ্যাঁ, তাদের ব্লকড অ্যাকাউন্ট প্রক্রিয়াটি সহজ এবং নিরাপদ।
আমি কীভাবে আমার ব্যাংক অ্যাকাউন্টটি আনব্লকড করবো?
আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আনব্লকড করতে সরাসরি আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন। অ্যাকাউন্ট আটকে থাকার জন্য অনেক কারণ থাকতে পারে। যেমন: তৃতীয় পক্ষের দ্বারা আপনার অ্যাকাউন্টে প্রতারণামূলকভাবে অ্যাক্সেস করার চেষ্টা করা হতে পারে। সুতরাং, আপনার ব্যাংকের সাথে কথা বলুন এবং সমস্যাটি সরাসরি সমাধান করুন।
ব্লকড অ্যাকাউন্টের বিকল্প উপায়
ব্লকড অ্যাকাউন্ট ছাড়া জার্মানিতে পড়াশোনা করা কি সম্ভব?
উত্তর : হ্যাঁ, সম্ভব। যদি আপনি নিচে উল্লেখিত প্রয়োজনীয়তার যে-কোন একটি পূরণ করতে পারেন।
১) সরকারি/ বেসরকারি বৃত্তি : জার্মানিতে আসার জন্য প্রধান যে দুটি স্কলারশিপ আছে তা হলো DAAD ও Erasmus Mundus স্কলারশিপ। DAAD–এর জন্য আপনার অবশ্যই চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। Erasmus Mundus–এর ব্যাপারে বিস্তারিত জানতে এই আর্টিকেলটি পড়তে পারেন।
Erasmus Mundus Scholarship – facts and figures to know
এছাড়াও, বিশ্ববিদ্যালয় থেকে অল্প কিছু স্কলারশিপ দেওয়া হয়। দ্বিতীয় সেমিস্টার থেকে আবেদন করা যায় এসব ফান্ডিংয়ের জন্য। এখানে রিসার্চ অ্যাসিসন্টেটশশিপেরও সুযোগ আছে যা মাস্টার্সেও পেতে পারেন তবে পিএইচডি লেভেলে প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক।
২) বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্পন্সরশিপ/ ফেলোশিপ- বৃত্তি অবশ্যই একটি নামী সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জন করা ভালো। উদাহরণস্বরূপ, DAAD, Max Planck ইত্যাদি। যদি এক্ষেত্রে অসফল হন তবে বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্পন্সরশীপ/ ফেলোশিপের জন্য চেষ্টা চালাতে পারেন। এই সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকটি ক্লিক করুন।
Study in Germany – all you need to know
তাছাড়াও আরও কিছু উপায় আছে বিনা ব্লকড অ্যাকাউন্টে জার্মানিতে উচ্চশিক্ষার জন্য পড়তে আসার। যেমন :
- বন্ধু বা আত্মীয়ের আমন্ত্রণ পত্রঃ জার্মানিতে স্থায়ী বসবাসকারী কোনও বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে আমন্ত্রণ পত্রের মাধ্যমেও আপনি জার্মানিতে উচ্চশিক্ষার জন্য আসতে পারেন। জার্মানিতে এই ডকুমেন্টকে Verpflichtungserklärung বলে। বিস্তারিত জানতে নিম্নোক্ত এই আর্টিকেলটি পড়তে পারেন।
Declaration of Commitment “Verpflichtungserklärungen”
- স্টুডেন্ট লোনঃ জার্মানিতে সরকারি তহবিল বা অনুমোদিত স্টুডেন্ট লোনের নিশ্চয়তা পেলে আপনি উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারবেন। তবে এই লোনের পূর্বশর্ত গুলো ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। আপনি যদি এই শর্ত গুলো পূরণ করতে পারেন শুধু মাত্র তখনই আপনি লোন প্রার্থী হিসেবে মনোনীত হবেন। করোনাকালীন সীমিত সময়ের জন্য, জার্মানির state-owned development bank KFW স্বল্প সুদে স্টুডেন্ট লোন প্রদান করছে। বিস্তারিত জানতে এই লিংকটি ক্লিক করুন- International students in Germany can apply for interest-free loans up to 650 euros a month
উপরোক্ত একটি উপায়েও যদি আপনি সফল না হোন, তখন জার্মানিতে পড়াশোনা করার জন্য একটি ব্লকড অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক। জার্মানিতে উচ্চশিক্ষার এ টু জেড জানতে নিচের এই আর্টিকেলটি পড়তে পারেন।
জার্মান বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া : শুরু থেকে শেষ
বলাবাহুল্য, পুরো পৃথিবীতে ভারতীয় ও চাইনিজরা ছড়িয়ে গেছে। তারা পারলে আমরা পারবো না কেন? এরাই ভবিষ্যতে পৃথিবীর গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিবে। এরা যে যোগ্যতায় আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে, তা কিন্তু নয়! দুঃখজনক হলেও সত্য যে, আমাদের দেশের শিক্ষার্থীদের কম আত্মবিশ্বাস, পরিশ্রম বিমুখতা ও হোমসিকনেসের কারণে আমরা পিছিয়ে পড়ছি অন্যান্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের তুলনায়।
ব্লক্ড অ্যাকাউন্ট কী, তা কীভাবে খুলতে হয় সে বিষয়ে নিচের ভিডিও টিউটোরিয়াল থেকেও বিস্তারিত জানতে পারেন…