লেখালেখি বিষয়ক চাকরি

লেখালেখি বিষয়ক চাকরি খণ্ডকালীন চাকরি… আর্টিকেল রাইটিংয়ের জন্য একজন দক্ষ কর্মী প্রয়োজন। 

সপ্তাহে পাঁচদিন ৬ ঘণ্টা করে কাজ করতে হবে। কাজটির জন্য অবশ্যই শুদ্ধভাবে বাংলা-ইংরেজি লিখতে পারতে হবে। 

গল্প বলার ছলে ঝরঝরে ভাষায় কোনোকিছুর বর্ণনা করতে পারা অন্যতম প্রধান যোগ্যতা এই কাজটি পাওয়ার জন্য। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) সম্পর্কেও সম্যক ধারণা থাকা বাঞ্ছনীয়।

লেখালেখি বিষয়ক চাকরির জন্য অন্যান্য শর্তাবলি…

  • ইউনিক আর্টিকেল লেখার সক্ষমতা থাকতে হবে।
  • কোনো ধরনের কপি-পেস্ট করা কিংবা স্পিনিং বা এই জাতীয় সফটওয়্যার ব্যবহার করা যাবে না আর্টিকেল লেখার জন্য।
  • আবেদনের সময় যে-কোনো একটি টপিক (প্রযুক্তি বিষয়ক কোনোকিছু অথবা কোনো ধরনের সফটওয়্যার সম্পর্কে লেখা হলে ভালো হয়) নির্ধারণ করে অন্তত কয়েক শ শব্দের একটি আর্টিকেল যুক্ত করুন।
  • পূর্ব-অভিজ্ঞতা সম্পন্ন, স্নাতকোত্তীর্ণ এবং নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • সেল্ফ মোটিভেটেড হতে হবে এবং অ্যাসাইনমেন্ট নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার মানসিকতা থাকতে হবে। 
  • সার্বক্ষণিক ইন্টারনেট সংযুক্তিসহ একটি ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে। প্রচুর ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করারও মানসিকতা থাকতে হবে।
  • কেবলমাত্র প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের মধ্য থেকে মাইক্রোসফট টিম্সের মাধ্যমে ভাইভার জন্য আহ্বান করা হবে।
  • কোনো ধরনের ‘তদ্বির’ আপনার অযোগ্যতা প্রমাণের জন্য যথেষ্ট এবং সেসব দরখাস্ত পড়েও দেখা হবে না!

কাঙ্ক্ষিত সম্মানী উল্লেখপূর্বক পরিপূর্ণ সিভিসহ আবেদন করুন egal[@]egaltube.com -এ।

Subscribe For Latest Updates!

Get higher-study abroad, visa & migration-related latest updates from eGal!

Invalid email address
We promise not to spam you. You can unsubscribe at any time.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *